Vai Fota – ভাইফোঁটার শুভ সময় কখন? ভাইফোঁটার মন্ত্র। প্লেটে কি কি সাজাবেন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা লিরিক্স
Bhai dooj Vai Fota Bhai Phota
দীপাবলির শেষেই শুরু হয় ভাতৃদ্বিতীয়ার বা ভাইফোঁটার প্রস্তুতি পর্ব। ভাইফোঁটাকে Bhai dooj ও Vai Fota বা Bhai Phota ও বলা হয়ে থাকে। এই শুভ দিনটিতে বোনেরা তাঁর ভাই বা দাদার কপালে মঙ্গল চিহ্ন এঁকে দিয়ে যমের দুয়ারে কাটা দেয়, সাথে থাকে বিভিন্ন রকমের মিষ্টি এবং দুজন দুজনকে উপহার দেওয়ার মাধ্যমে এই ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান সমাপ্ত হয়। এই রীতি নিয়ম মেনেই প্রত্যেক বছর ঘরে ঘরে পালিত হয়, ভাই ফোঁটা। ভাই ফোঁটা নামটির সাথে বেশি পরিচিত হলেও এর আরো অনেক রকম নাম রয়েছে। যেমন ভাইদুজ, যম টিকা প্রভৃতি।
Bhai dooj Vai Fota Date and Time
এই বছর দুই দিন ধরে ভাইফোঁটা পড়েছে। এইবছর ২ রা নভেম্বর থেকে ৩রা নভেম্বর রবিবার পর্যন্ত ভাইফোঁটা দেওয়া যাবে। ঠিক কোন সময় সবচেয়ে ভালো তিথি রয়েছে ভাই ফোঁটা (Bhai Phota) দেওয়ার? ঠিক কোন শুভক্ষণে ভাইফোঁটা দিলে সবচেয়ে মঙ্গলকর হবে? না জেনে থাকলে জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
ভাইফোঁটার সময়
কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে ভাই ফোঁটা অনুষ্ঠিত হয়। যদিও অনেক পরিবারের নিয়ম অনুযায়ী প্রতিপদে ও ভাই ফোঁটা দেওয়া হয়ে থাকে। তবে বেশিরভাগ বাড়িতে দ্বিতীয়াতেই ভাইফোঁটার নিয়ম পালন করা হয়।
আরও পড়ুন, অবশেষে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ছে। এবার থেকে কত টাকা পাবেন? কবে থেকে পাবেন?
এই বছরে ভাই ফোঁটার শুভ সময় কখন
প্রতিপদ তিথির সময় :- এই বছর ১ নভেম্বর, বাংলা মতে ১৫ কার্তিক ১৪৩১, শুক্রবার বিকেল ৫টা ৮ মিনিট থেকে পরদিন অর্থাৎ ১৬ কার্তিক, শনিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট পর্যন্ত প্রতিপদ তিথি থাকবে।
দ্বিতীয়া তিথির সময়:- ২ নভেম্বর, বাংলা মতে ১৬ই কার্তিক, শনিবার,সন্ধ্যা ৬টা ৫৪ থেকে পরদিন ৩রা নভেম্বর, ১৭ কার্তিক, রবিবার রাত ৮টা ১৬ মিনিট পর্যন্ত দ্বিতীয়া তিথি থাকবে।
শুভ সময় কখন:- ভাই ফোঁটার তিথি সারাদিন ধরে থাকলেও কোন সময়টায় ফোঁটা দিলে সবথেকে মঙ্গলকর হবে সেটা জেনে নেওয়া খুব জরুরী।
এই বছরের ভাই ফোঁটার শুভ মুহূর্ত হলো – ভোর ৬টা ৪৫ মিনিটের পর থেকে সকাল ৮টা ৫৪ মিনিটের মধ্যে। আবার শুভ মুহূর্ত শুরু হবে বেলা ১১টা থেকে ১১টা ৪৩ মিনিটের মধ্যে এবং তার পরে দুপুর ২টো থেকে বিকেল ৪টের মধ্যে।
আরও পড়ুন, কেন্দ্র সরকারের এই প্রকল্পে প্রতিমাসে 3000 টাকা পাবেন। এইভাবে আবেদন করুন
উপরে দেওয়ার সময় গুলোর মধ্যবর্তী সময় যেটা থাকবে সে সময়গুলোতে চেষ্টা করবেন ভাই ফোঁটা না দেওয়ার। কারণ তিথি অনুযায়ী মধ্যবর্তী সময় গুলোকে অশুভ সময় বলে মনে করা হয়। তাই মধ্যবর্তী সময় গুলোতে ভাই ফোঁটা দেবেন না। যেহেতু ভাইফোঁটা দেওয়া হয় ভাই বা দাদার মঙ্গল সাধনের জন্য তাই চেষ্টা করবেন ভাই ফোঁটা নিয়ম রীতিগুলি মেনে চলার।
তবে সব থেকে শুভ মুহূর্ত যদি বলতে বলা হয় তাহলে এই বছর সেই মাহেন্দ্রক্ষন পড়েছে দুপুর ১টা ৫৪ মিনিট থেকে ২টা ৪৮ মিনিটের মধ্যে।
যারা বিভিন্ন কাজের মধ্যে আটকে পড়বেন, যার জন্য বিকেল বা সন্ধ্যার দিকে ফোঁটা দেওয়ার সময় পাবেন তাদের জন্য শুভ সময় হলো বিকেল ৫টা ৩৪ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ভাইফোঁটা দেওয়ার নিয়ম
ভাই ফোঁটা দেওয়ার সময় বিভিন্ন রকম নিয়ম জেনে রাখা দরকার। যেমন ভাই ফোঁটা দেওয়ার সময় ভাই বা দাদাকে কোন দিক মুখ করে বসিয়ে আপনি কপালে তিলক একে দেবেন সেই নিয়ম জানা জরুরি।
বাস্তু বিশেষজ্ঞদের মতে, তিলক করার সময় ভাইয়ের মুখ উত্তর বা উত্তর-পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত। এছাড়াও আরো অন্যান্য নিয়মগুলি হল :-
১) ভাই ফোঁটা দেওয়ার আগে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত।
২) ভাইফোঁটা দেওয়ার আগে পর্যন্ত কোন কিছু খাওয়া বা পান করা উচিত নয়।
৩) ভাই ফোঁটায় প্রথমে একটি কাঠের চৌকি বা আসনে ভাইকে বসানো উচিত। তিলক লাগানোর পর ভাইয়ের হাতে কলাবা বা লাল সুতো বেঁধে দিন। এরপর প্রদীপ জ্বালিয়ে আপনার ভাইয়ের জন্য আরতি করুন এবং তার দীর্ঘায়ু কামনা করুন।
৪) ভাই ফোঁটার দিনে বোন এবং ভাইদের একে অপরের সঙ্গে তর্ক বা ঝগড়া করা উচিত নয়।
৫) ভাই ফোঁটার দিন যেহেতু একটি শুভ দিন তাই সেই দিন কালো রঙের পোশাক পরিধান করা উচিত নয়।
সবশেষে জেনে নেওয়া দরকার কোন দিন ফোঁটা দিলে ভাইফোঁটার কোন ছড়াটি ফোটা দেওয়ার সময় বলবেন:-
প্রতিপদের দিন ফোঁটা দিলে যে ছড়াটি বলবেন সেটি হল
প্রতিপদে দিয়া ফোঁটা..
দ্বিতীয়াতে দিয়া নীতা..
ভাই আমার সোনার লতা
যম দুয়ারে পড়ল তিতা।’
দ্বিতীয়ায় ফোঁটা দিলে যে ছড়াটি বলবেন
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
যমের দুয়ারে পড়ল কাঁটা,
যমুনা দেয় যমকে ফোঁটা,
আমি দিই আমার ভাইকে ফোঁটা’।
বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে ভাই ফোঁটার মিলন উৎসব। প্রত্যেক ঘরে বোনেরা বা দিদিরা তার ভাই বা দাদার মঙ্গল কামনা করার এই দিনটির জন্য প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে। এইভাবে অটুট হোক ভাই বোনের বন্ধন।