সরকারি ব্যাংকে চাকরির জন্য কি কি যোগ্যতা লাগে? কিভাবে পড়লে সহজে চাকরি পাবেন?

Best self study tips for Bank exam preparation

বর্তমানে দ্রুত চাকরি পাওয়ার অন্যতম উপায় ব্যাংকের চাকরি। তাই Bank exam preparation বা ব্যাংকে চাকরির জন্য প্রস্তুতি নিলে দ্রুত চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। একথা সকলেই জানে যে, বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে অনেক দিন পর রেজাল্ট দেয়, তার মধ্যে অনেক চাকরি আবার আইনি জটিলতায় দীর্ঘদিন আটকে থাকে। তবে ব্যাংকে চাকরির ক্ষেত্রে (Bank Jobs) তেমনটা দেখা যায়না। তাই প্রথম থেকেই ব্যাংকে চাকরির প্রস্তুতি নিলে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Self study time table for Bank exam preparation

ব্যাংকে চাকরি করা অনেক তরুণ তরুণীর ভবিষ্যতের স্বপ্ন থাকে। ব্যাংকে (Govt Bank) সাধারণত বেসরকারি এবং সরকারি দু ক্ষেত্রেই চাকরি পাওয়া যায়। তবে যদি কথা আসে সরকারি ব্যাংকের, তাহলে সেই চাকরি পাওয়া মানে ভবিষ্যৎ সুরক্ষিত। যেমন বেতন, তেমন সম্মান। তবে এই জায়গায় পৌঁছানোটা অতটাও সহজ নয়। এজন্য দরকার কিছু নির্দিষ্ট যোগ্যতা এবং সঠিক প্রস্তুতি। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব সরকারি ব্যাংকে চাকরি পেতে গেলে কি নিয়ে পড়তে হয়, কি কি যোগ্যতা দরকার, কি কি বই পড়তে হয় (bank exam preparation book) কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে ইত্যাদি। আপনিও যদি ব্যাংকিং সেক্টরে চাকরি পাওয়ার আশায় থাকেন তবে আগে এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া বিশেষ জরুরী।

ব্যাঙ্কে চাকরির পদ এবং যোগ্যতা:

সরকারি ব্যাঙ্কে (Govt Bank) মূলত দুটি প্রধান পদে নিয়োগ করা হয়— ক্লার্ক এবং প্রবেশনারি অফিসার (পিও)। এই দুটি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া একে অপরের থেকে আলাদা।
১. ক্লার্ক পদ: ক্লার্ক পদের জন্য প্রার্থীকে কমপক্ষে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হয়। বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে বিভিন্ন শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড়ও দেওয়া হয়। এছাড়াও কম্পিউটার সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে।

২. প্রবেশনারি অফিসার (পিও) পদ: পিও পদের জন্য আবশ্যিকভাবে স্নাতক ডিগ্রি প্রয়োজন। যেকোনো শাখার স্নাতক উত্তীর্ণ প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। বেশিরভাগ ব্যাঙ্কেই নির্দিষ্ট শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেওয়া হয়ে থাকে। এছাড়া, পিও পদের জন্য কম্পিউটারের সাধারণ জ্ঞানও আবশ্যক।

কোন কোন সংস্থা ব্যাঙ্কে নিয়োগের পরীক্ষা নেয়?

ভারতের চারটি প্রধান সরকারি সংস্থা ব্যাঙ্কের (Govt Bank) বিভিন্ন পদে নিয়োগের জন্য পরীক্ষা আয়োজিত করে থাকে। এই সংস্থাগুলি হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) এবং ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট (এনএবিএআরডি)।
১. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই): এই সংস্থা গ্রেড বি অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট প্রভৃতি পদে নিয়োগের জন্য পরীক্ষা আয়োজন করে। শূন্যপদের চাহিদা অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তি আরবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়।

আধার কার্ড আসল কিনা কিভাবে বুঝবেন? আধার কার্ড চেকিং ও ভুল সংশোধন ফরম ফিলাপ কিভাবে করবেন?

২. স্টেট ব্যাঙ্ক (Govt Bank) অফ ইন্ডিয়া (এসবিআই): এসবিআই ক্লার্ক, পিও, এসও (স্পেশালিষ্ট অফিসার) সহ বিভিন্ন পদে নিয়োগের পরীক্ষা আয়োজন করে। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়।
৩. ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস): পাবলিক সেক্টর ব্যাঙ্কের ক্লার্ক, পিও এবং এসও পদে নিয়োগের পরীক্ষা আয়োজন করে আইবিপিএস। এসবিআই ব্যতীত অন্যান্য জাতীয়কৃত ব্যাঙ্কের নিয়োগের জন্য আইবিপিএস পরীক্ষার ওপর নির্ভরশীল।
৪. ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট (NABARD): মুম্বইয়ে অবস্থিত এই সংস্থা গ্রেড এ এবং গ্রেড বি (সহকারী ব্যবস্থাপক এবং ব্যবস্থাপক) পদে নিয়োগের পরীক্ষা নেয়।

পরীক্ষার ধাপ:

আইবিপিএস এবং এসবিআই-এর পরীক্ষাগুলি সাধারণত তিনটি ধাপে বিভক্ত— প্রাথমিক পরীক্ষা (প্রিলিমিনারি), মূল পরীক্ষা (মেন), এবং ইন্টারভিউ। আরবিআই-এর ক্ষেত্রেও একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়, তবে প্রতিটি পদের জন্য পরীক্ষা ভিন্নভাবে আয়োজিত হয়। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, ব্যাঙ্কের চাকরির (Bank Job) জন্য আবেদন করার আগে অবশ্যই নির্দিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে নিয়োগের বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নিন এবং সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করুন।

Related Articles

Back to top button