আবেদন করুন রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের আওতায় এবং পেয়ে যান সর্বোচ্চ ৬ লক্ষ টাকার অনুদান।
ভারতে বসবাসকারী আর্থিকভাবে অসহায় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সহায়তা করার জন্য যেমনভাবে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকারের তরফে থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপ কার্যকর করা হয়েছে ঠিক তেমনভাবেই সমগ্র দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত নানাবিধ নামজাদা বেসরকারি প্রতিষ্ঠানের তরফেও ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। আর বর্তমানে সমগ্র ভারতের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের তরফে কার্যকরী এই সমস্ত স্কলারশিপগুলির মধ্যে রিলায়েন্সের তরফে কার্যকরী রিলায়েন্স স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছে। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। আর তাতেই রাজ্যের ছাত্রমহলে রিলায়েন্সের তরফে কার্যকরী রিলায়েন্স স্কলারশিপ সংক্রান্ত নানা বিষয় নিয়ে চর্চার অন্ত নেই। যার জেরে আজকের এই পোস্টে আমরা রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের আওতায় আবেদনের প্রক্রিয়া আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা, প্রয়োজনীয় নথি সহ রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ সংক্রান্ত অন্যান্য তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি।
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা কি কি:-
ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, শুধুমাত্র ভারতীয় নাগরিকরা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন অর্থাৎ যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন তারাই কেবলমাত্র এই স্কলারশিপে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তবে এই স্কলারশিপের আওতায় আবেদনের প্রক্রিয়াকে আরো সুবিধাজনক করার জন্য স্কলারশিপটিকে ২ টি ভাগে ভাগ করা হয়েছে, আর এই দুটি বিভাগ হল: রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ, রিলায়েন্স ফাউন্ডেশন পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ।
১. রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপ:- যে সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক স্তরের যেকোনো কোর্সের প্রথম বর্ষে পড়াশোনা করছেন, তারাই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬০ শতাংশ নম্বর পেলে তবেই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন।
যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরিবারের বাৎসরিক আয় ১৫ লক্ষ টাকা বা তার থেকে কম তারাই কেবলমাত্র এই স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবেন। যদিও যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পরিবারের বাৎসরিক আয় ২.৫ লক্ষ টাকা বা তার তুলনায় কম তাদের অনুদান প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:- APL রেশন কার্ডকে BPL রেশন কার্ডে পরিবর্তন করতে চান? জেনে নিন পদ্ধতি
২. রিলায়েন্স ফাউন্ডেশন পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ:- স্নাতক স্তরে উত্তীর্ণ হওয়ার পর যে সমস্ত ছাত্র-ছাত্রীরা বর্তমানে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করছেন তারাই এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে যে যে কোর্সের অধীনস্থ ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন তা হল: কম্পিউটার সাইন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং, ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, Renewable and New Energy, মেটিরিয়াল সাইন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং এবং লাইফ সাইন্সেস।
এক্ষেত্রে যে সমস্ত ছাত্র-ছাত্রী স্নাতক স্তরের পরীক্ষার CGPA ৭.৫ বা তার তুলনায় বেশি পেয়েছেন, তারা এই স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। অন্যদিকে যেসকল ছাত্র-ছাত্রীরা GATE পরীক্ষায় ৫০০ থেকে শুরু করে ১০০০ এর মধ্যে নম্বর পেয়েছেন তারাও এই স্কলারশিপের আওতায় আবেদনের যোগ্য বলেই বিবেচিত হবে।
রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের আওতায় ছাত্র-ছাত্রীরা কত টাকার অনুদান পাবেন?
রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপের অধীনস্থ ছাত্র-ছাত্রীরা (স্নাতক স্তরে পাঠরত ছাত্র-ছাত্রী) তাদের ডিগ্রী কোর্সের সম্পূর্ণ সময়কাল ধরে ২.৫ লক্ষ টাকার অনুদান পেয়ে যাবেন। অন্যদিকে রিলায়েন্স ফাউন্ডেশন পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপের অধীনস্থ ছাত্র-ছাত্রীরা (স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্র-ছাত্রী) তাদের ডিগ্রী কোর্সের সম্পূর্ণ সময় ধরে ৬ লক্ষ টাকার অনুদান পেয়ে যাবেন।
আবেদনের প্রক্রিয়া:-
১. রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের আওতায় আবেদন জানানোর ক্ষেত্রে আপনাকে প্রথমেই BUDDY4STUDY -এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যেতে হবে।
২. এরপর উক্ত ওয়েবসাইটের হোম পেইজে আপনি রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ সম্পর্কিত নানা ধরনের তথ্য দেখতে পাবেন। এই পেজের একেবারে নিচের দিকে থাকা APPLY NOW অপশনে ক্লিক করুন।
৩. এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার GOOGLE ACCOUNT অথবা EMAIL ADDRESS অথবা ফোন নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
৪. রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আপনাকে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের অফিশিয়াল পেজে রিডারেক্ট করে দেওয়া হবে। পরবর্তীতে আপনাকে Eligibility Questionnaire টি পূর্ণ করতে হবে এবং আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার বিগত পরীক্ষার নম্বর, বর্তমান কোর্সের ডিটেইলস, আপনার নাম, ঠিকানা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য, পরিবারের বাৎসরিক আয় সংক্রান্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
৫. তারপর এই পেজের নিচের দিকে থাকা ক্যাপচা কোডটি পূরণ করে SUBMIT অপশনে ক্লিক করুন। Submit অপশনে ক্লিক করলেই আপনার রেজিস্টার্ড ইমেইল এড্রেসে একটি ইমেইল পাঠানো হবে।
৬. আপনার ইমেইল অ্যাড্রেসে থাকা মেইল থেকে login -এর ক্ষেত্রে প্রয়োজনীয় USER NAME এবং PASSWORD পেয়ে যাবেন। এরপর এই USER NAME এবং PASSWORD -এর মাধ্যমে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
৭. লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আপনার সামনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। এক্ষেত্রে ফর্মে উল্লিখিত সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিগুলি সঠিকভাবে আপলোড করে সাবমিট করুন।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি সমূহ:-
১. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।
২. আবেদনকারী ব্যক্তির স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
৩. মাধ্যমিক কিংবা দশম শ্রেণীর ফাইনাল পরীক্ষার মার্কশীট।
৪. উচ্চমাধ্যমিক কিংবা দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার মার্কশিট।
৫. Bonafide Student Certificate কিংবা স্টুডেন্ট আইডি কার্ড।
৬. পরিবারের বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৭. প্রতিবন্ধী সার্টিফিকেট।