ABHA Card – নতুন কার্ড দিচ্ছে কেন্দ্র সরকার। একবার করলেই পাবেন 5 লাখ টাকার সুবিধা

Ayushman Bharat Health Account

সারা দেশের স্বাস্থ্য ও চিকিৎসা পরিষেবাকে আরো উন্নত করতে দেশব্যাপী ABHA Card দিচ্ছে কেন্দ্র সরকার। PMJAY Ayushman Bharat Digital Mission এর মাধ্যমে এবার অনলাইনেই Ayushman Bharat Health Account করা যাবে এবং বিনামুল্যে Health Insurance বা Cashless Treatment বা চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে এই কার্ড সরাসরি চালু না হলেও অনলাইনে আবেদন করে এই পরিষেবা নিতে পারেন। এই কার্ড কিভাবে করবেন, কি কি সুবিধা পাবেন জেনে নিন।

ABHA Card Registration Online

আয়ুষ্মান ভারত কার্ড থাকলে ৫ লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেয় কেন্দ্র। কিন্তু অনেকেই এখনো এই কার্ড করতে পারেন নি। যার ফলে সুবিধা থেকে বঞ্চিত হতে হয় তাদের। কিন্তু এবার এক নিমেষেই বানিয়ে নেওয়া যাবে আয়ুষ্মান ভারত কার্ড। তাও আবার নিজের ঘরে বসেই। কিভাবে? পদ্ধতি জানুন।

আয়ুষ্মান ভারত কার্ড কি?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে গরিবদের মধ্যে স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত করার জন্য ২০১৭ সালে চালু হয় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PM-JAY)। এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের প্রদান করা হয় আয়ুষ্মান ভারত কার্ড। যার মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে বছরে ৫ লাখ টাকার পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়া যায়।

আয়ুষ্মান কার্ড অনলাইন রেজিস্ট্রেশন

আপনার যদি এখনও এই কার্ড করা না হয়, তাহলে জানিয়ে রাখি, এবার অতি সহজেই ঘরে বসে এটি করে নিতে পারেন। এজন্য আর কষ্ট লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই, আজকের ডিজিটাল যুগে, মোবাইল ফোনের মাধ্যমেই আপনার আয়ুষ্মান কার্ড তৈরি করা সম্ভব।

কিভাবে আবেদন করবেন?

আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ। প্রথমে আপনাকে মোবাইলের প্লে স্টোর থেকে PMJAY বা আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে গুগলের মাধ্যমে লগইন করতে হবে। লগইন করার পর, অ্যাপের মধ্যে “Beneficiary” বিকল্পটি নির্বাচন করুন। তারপর আপনার মোবাইল নম্বর এবং OTP প্রবেশ করান।

gamezop ad

আরও পড়ুন, পুজোর সময় দেশের 40 কোটি একাউন্টে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। কারা যোগ্য, কিভাবে পাবেন?

এরপর, অ্যাপে প্রদত্ত তথ্য পূরণ করতে হবে। রেশন কার্ড নম্বর দিয়ে আবেদনটি প্রক্রিয়া শুরু হবে। যে সদস্যদের নাম সবুজ রঙে প্রদর্শিত হবে, তাদের আয়ুষ্মান কার্ড (Ayushman Card) ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। যদি কমলা রঙের নাম থাকে, তাহলে সেই সদস্যদের জন্য “Do e-KYC” অপশনটি নির্বাচন করতে হবে।

ভেরিফিকেশন প্রক্রিয়া

এবার, আয়ুষ্মান হেলথ একাউন্ট ভেরিফিকেশনের জন্য চারটি অপশন থাকবে:
আধার OTP,
আঙুলের ছাপ,
আইরিস স্ক্যান
ফেস রিকগনিশন।

যদি আপনার মোবাইল নম্বর আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আধার OTP নির্বাচন করতে হবে। অন্যথায়, অন্য কোনো ভেরিফিকেশন পদ্ধতি অবলম্বন করতে হবে। আধার ভেরিফাই হলে, আবেদনকারীর ছবি তুলে আপলোড করতে হবে এবং ঠিকানা ও মোবাইল নম্বর লিখে জমা দিতে হবে।

আয়ুষ্মান কার্ড ডাউনলোড

আবেদনটি জমা দেওয়ার পর, আপনার যোগ্যতা পরীক্ষা করা হবে। KYC স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হলে, আয়ুষ্মান কার্ড ডাউনলোড (ABHA Card Download) করার সুযোগ পাবেন। যদি কোনো কারণে কার্ডটি ডাউনলোড না হয়, তবে ৫ থেকে ৭ দিন অপেক্ষা করতে হবে এবং পরে আবার চেষ্টা করতে হবে। এই ভাবে আপনি কার্ড পেতে আবেদন ও ডাউনলোড করতে পারবেন।
এই বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। এই ধরনের প্রকল্প সম্মন্ধে জানতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button