Dearness Allowance – পুজোর আগে DA বাড়ছে সরকারি কর্মীদের। কার বেতন কত বাড়বে হিসাব দেখে নিন
7th Pay Commission
সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা তথা Dearness Allowance বা DA বৃদ্ধি নিয়ে উৎসবের মরসুমে বড় খবর। যার ফলে এক ধাক্কায় বেতন বারতে চলেছে লাখ লাখ সরকারি কর্মচারী ও বিভিন্ন দপ্তরের সরকারি অফিসারদের। বেতন কমিশনের হিসাব বা Pay Commission Salary Hike এর নিয়মানুসারে কোন ক্যাটাগরির কর্মীর কত টাকা বেতন বাড়বে, মুল বেতনের হিসাবে দেখে নিন।
Dearness Allowance for Central Government Employees
পুজোর আগেই ফের আরেকবার DA ঘোষণা করতে চলেছে কেন্দ্রের অর্থ মন্ত্রক ও মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক (MHRD). যা লাখ লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর হতে চলেছে। প্রত্যেক বছর জানুয়ারি এবং জুলাই মাসে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির প্রস্তাব আসে, এবং সেই অনুযায়ী মার্চ এবং সেপ্টেম্বরে তা কার্যকর হয়। ২০২৪ সালের অক্টোবর মাসে ফের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দীপাবলীর আগে এই ঘোষণা হলে লক্ষাধিক কর্মচারীর বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি আসবে।
ডিএ বৃদ্ধির প্রস্তাব
সূত্রের খবর অনুযায়ী, এইবার মহার্ঘ ভাতা ৩ থেকে ৪ শতাংশ বাড়তে পারে। বর্তমানে সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, এবং ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধির পর তা ৫৩-৫৪ শতাংশে উন্নীত হবে। ২০২৪ সালের মার্চ মাসেও ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল, যার ফলে কর্মচারীরা ৪৬ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ হারে DA পাচ্ছিলেন। এবারও অনুরূপ বৃদ্ধি হলে সরকারি কর্মচারীদের মাসিক বেতন আরও কিছুটা বাড়বে।
কত টাকা বেতন বাড়বে?
ধরা যাক, কোনও সরকারি কর্মীর বেতন ৩০,০০০ টাকা। এই ক্ষেত্রে যদি তার মূল বেতন হয় ১৮,০০০ টাকা, তাহলে বর্তমানে তিনি ৫০ শতাংশ হারে ডিএ বাবদ ৯,০০০ টাকা পাচ্ছেন। ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পর সেই কর্মচারী পাবেন ৯,৫৪০ টাকা, অর্থাৎ অতিরিক্ত ৫৪০ টাকা। আবার, ৪ শতাংশ বৃদ্ধির ক্ষেত্রে তিনি পাবেন ৯,৭২০ টাকা, যা বর্তমানের তুলনায় ৭২০ টাকা বেশি।
এই ডিএ বৃদ্ধি শুধুমাত্র কর্মরত সরকারি কর্মচারীদের জন্যই নয়, পেনশনভোগীদের ক্ষেত্রেও প্রযোজ্য। যাদের DR অর্থাৎ Dearness Relief প্রদান করা হয়, তাদের ডিআর অর্থাৎ মহার্ঘ ভাতা বা পেনশনেও এই বৃদ্ধির প্রভাব পড়বে। এছাড়াও যারা শুধুমাত্র বেসিক পে হিসাবে বেতন পেয়ে থাকেন, তাদের জন্যও এই বৃদ্ধি অনেকটাই সুবিধাজনক হবে।
মহার্ঘ ভাতা কি? ও কিভাবে বৃদ্ধি হয়?
যারা চাকরি করেন না, বা সদ্য সরকারি চাকরি পেয়েছেন, তাঁদের অনেকেই ডিএ এর ব্যাপারে জানেন না, ডিএ ও ডিআর বৃদ্ধি কেন এবং কীভাবে ঘটে?
মহার্ঘ ভাতা বৃদ্ধি মূলত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) এর ভিত্তিতে নির্ধারিত হয়। এটি কর্মচারীদের জীবিকার খরচ বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর দুবার, জানুয়ারি এবং জুলাই মাসে পুনর্বিবেচনা করা হয়। তবে, সাধারণত এই বৃদ্ধির ঘোষণা মার্চ ও সেপ্টেম্বরে করা হয়। ২০২৪ সালের মার্চে শেষবারের মতো ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল, এবং এখন দীপাবলীর আগে আবারও ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধির আশা করা হচ্ছে।
আরও পড়ুন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বিরাট সুখবর। জানতে এখানে কিক করুন।
সরকারি কর্মচারীরা ২০০৬ সালে নির্ধারিত একটি সূত্র অনুযায়ী তাদের ডিএ ও ডিআর পান। এছাড়া, প্রতি দশ বছর অন্তর বেতন কমিশন গঠন করে এই হার পরিবর্তন করা হয়। তবে, কর্মচারীদের দাবি অনুযায়ী, ২০২৪ সালে অষ্টম বেতন কমিশন গঠনের সম্ভাবনা রয়েছে, যা সরকারি কর্মচারীদের বেতনের কাঠামোকে আরও উন্নত করতে পারে। তবে জানা গেছে অস্টম পে কমিশন ঘটিত হলেও ২০২৫ এর আগে তা চালু হওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুন, LIC গ্রাহকদের জন্য সুখবর। LIC পলিসি থাকলে পাবেন লাখ টাকার বড়ো রিটার্ন।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে আপডেট
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা গত এপ্রিল মাসে DA পেয়েছেন। পুজোর আগে অনেকেই ফের ডিএ বৃদ্ধির আসা করেছলেন, তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষয়ে কোন সিদ্ধান্ত আসে নি। এমন কি পুজোর আগে ও সুপ্রিম কোর্টে চলা DA মামলার রায় ঘসনার ব্যাপারে কোন সম্ভাবনা নেই। তাই আপাতত এই পুজোয় ডিএ নিয়ে কোন ভালো খবর নেই। এই ব্যাপারে আপডেট পরবর্তীতে জানতে বাংলা একাডেমী ফলো করুন।