Government Employee Benefits – DA এর অপেক্ষার মধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য কর্মীদের জন্য অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো

WBHS Benefits

দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা যখন মহার্ঘভাতা বা Dearness Allowance এর অপেক্ষায়, ঠিক তখনই DA ঘোষণা না হলেও Government Employee Benefits তথা রাজ্য সরকারি কর্মীদের সুযোগ সুবিধা নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যার জেরে কিছুটা হলেও স্বস্তি ফিরবে রাজ্য সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের। কর্মীদের চাহিদা ও দাবি অনেক, সরকার পুরোটা না দিতে পারলেও যতটা ঘোষণা হয়, ততটাই সুবিধা হবে সরকারি কর্মচারীদের। তবে এই বিজ্ঞপ্তিতে সরাসরি আর্থিক ভাবে উপকৃত না হলেও অনেকটাই সুবিধা বাড়লো।

West Bengal Government Employee Benefits

এদিন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের মেডিক্যাল সেল থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারীদের জেনে নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি কর্মীদের জন্য চালু করা স্বাস্থ্য স্কিমের (West Bengal Health Scheme) এর আওতায় এরপর সুবিধা আরো বাড়তে চলেছে বলে শোনা যাচ্ছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দফতরের তরফ থেকে প্রকাশিত এই মেমো অনুযায়ী, যেসব কর্মী বা পেনশনভোগী পশ্চিমবঙ্গ সরকারের হেল্থ স্কিমের (WBHS Scheme) আওতায় আছেন, তাদের পরিবারের সদস্যরাও এই স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। তবে, কর্মীর মৃত্যু হলে এই সুবিধা কীভাবে প্রযোজ্য হবে, তা নিয়ে অনেকের মনেই কিছু প্রশ্ন এবং সংশয় ছিল।

এই বিজ্ঞপ্তিতে সমস্ত বিভ্রান্তি, প্রশ্ন ও উত্তরের বিষয়ের নিরসন করা হয়েছে। অর্থাৎ অনেক সময়ে কার্ড থাকলেও কর্মীদের পরিবারের সদস্যেরা যেমন ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পেতেন না, এই বিজ্ঞপ্তির পর সেই সমস্যা দূর হতে চলেছে। শুধু সরকারি কর্মচারীরাই নন, West Bengal Health Scheme এর আওতায় সরকারি কর্মচারীর পরিবারের সেসমস্ত সদস্য এই প্রকল্পে নথিভুক্ত থাকবেন, সকলেই এই সুবিধা পাবেন।

হেলথ স্কিম নিয়ে বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, যদি কোনও সরকারি কর্মকর্তা কর্মরত অবস্থায় মারা যান, তাহলে তার অবর্তমানে এই হেলথ স্কীম শেষ হয়ে যাবে না, বরং তার পরিবারও এই স্বাস্থ্য স্কিমের সুবিধা ভোগ করতে পারবেন, তবে এর শর্ত রয়েছে। শুধুমাত্র সেই পরিবারের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে, যেখানে ফ্যামিলি পেনশনের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ, সরকারি কর্মীর মৃত্যুর পর যদি তার পরিবার ফ্যামিলি পেনশন (Family Pension) পায়, তবেই সেই পরিবার এই স্বাস্থ্য স্কিমের সুবিধা (Health Scheme Benefits) নিতে পারবে। অন্যথায়, পরিবারের সদস্যরা এই প্রকল্পের অধীনে আসতে পারবেন না।

এর পাশাপাশি, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা হয়েছে। যদি কোনও ফ্যামিলি পেনশনার মারা যান, তবে তার পরিবারের অন্যান্য সদস্যরা এই স্কিমের আওতায় থাকতে পারবেন না। অর্থাৎ, একবার ফ্যামিলি পেনশনারের মৃত্যু হলে, নতুন করে আর কোনও সদস্যকে এই প্রকল্পের আওতায় আনা যাবে না। তবে যদি কর্মরত অবস্থায় কোনও সরকারি কর্মচারী বা আধিকারিকের মৃত্যু হয় এবং তার জায়গায় ‘কমপ্যাশনেট নিয়োগ’ অনুযায়ী নতুন কেউ নিযুক্ত হন, তবে সেই নবনিযুক্ত কর্মী এবং তার পরিবারের সদস্যরা স্বাস্থ্য স্কিমের সুবিধা পেতে পারবেন।

আরও পড়ুন, সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কি ভাবছে সরকার? আজকের আপডেট জেনে নিন।

অর্থাৎ সহজ কোথায় বলা যায়। আগের নিয়মে কোন কর্মীর মৃত্যু হলে আর হেলথ স্কিমের সুবিধা মিলতো না। কিন্তু নতুন নিয়মে কর্মচারীর অবর্তমানে যিনি পেনশন পাবেন, তিনি এ হেলথ স্কীমের সুবিধা পাবেন। এরপর তার মৃত্যু হলে এই স্কীম শেষ হয়ে যাবে। তবে কর্মীর অবর্তমানে তার জায়গায় পরিবারের কেউ চাকরি পান, তবে তার পরিবার ও এই স্কীমের অন্তর্ভুক্ত হবেন।

এদিকে WBHS Scheme এ আরো কয়েকটি হাস্পাতাল ও চিকিৎসা পরিষেবা অন্তর্ভুক্ত হলো। জানতে হলে এখানে ক্লিক করুন।

অর্থাৎ নতুন নিয়মে স্বাস্থ্য পরিষেবাকে সরকারি কর্মচারীদের জন্য আরো সহায়ক করে তুললো। এদিকে বকেয়া ডিএ সম্পর্কে রাজ্যের কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে। কেন্দ্র সরকার আবার ৩% ডিএ ঘোষণা করলেও রাজ্য সরকার আপাতত DA ঘোষণা করবে না বলে জানা গেছে। পরবর্তী আপডেট পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button