SBI NCMC Card – নতুন কার্ড দিচ্ছে স্টেট ব্যাংক। একাউন্ট না থাকলেও টাকা তুলতে পারবেন। কিভাবে এই কার্ড করবেন?

SBI NCMC Card for Digital Payment

ডিজিটাল পেমেন্ট কে (Digital Payment) আরো উন্নত করতে SBI NCMC Card নামে নতুন কার্ড চালু করলো ভারতীয় স্টেট ব্যাংক তথা SBI. এই কার্ড থাকলে ব্যাঙ্কে একাউন্ট না থাকলেও ডিজিটাল পেমেন্ট ও অনলাইন লেনদেন করতে পারবেন। যার ফলে বিভিন্ন রকম সুবিধা পেতে পারেন। এই কার্ড এর সুবিধা অসুবিধা ও কিভাবে এই কার্ড পাবেন, বিস্তারিত জেনে নিন।

SBI NCMC Card for Global and Domestic Payments

ভারতে ডিজিটাল পেমেন্টের (Digital payments) দুনিয়ায় প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে। এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) এবং সেভ সলিউশন নামক একটি সংস্থার যৌথ উদ্যোগে এমন এক কার্ড লঞ্চ করা হয়েছে, যার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই লেনদেন করা যাবে। সিঙ্গাপুরে ‘Flash Pay’ নামে একটি কার্ড চালু আছে, যা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত না হলেও লেনদেন করতে সক্ষম। সেই মডেল থেকেই অনুপ্রাণিত হয়ে ভারতে ‘SBI National Common Mobility Card’ (SBI NCMC Card) নামক একটি কার্ড আনা হয়েছে।

SBI NCMC Card Benefits

NCMC কার্ডের সুবিধা:
স্টেট ব্যাংকের এই নতুন কার্ডের বিশেষ বৈশিষ্ট্য হল, এটি শুধুমাত্র মেট্রো রাইডে নয়, একাধিক ক্ষেত্রে ব্যবহারযোগ্য। এর সাহায্যে যাত্রীরা সহজেই মেট্রো, বাস, টোল এবং শপিং করার পাশাপাশি এটিএম থেকে নগদ টাকা তুলতে পারবেন। প্রধানমন্ত্রীর ‘এক দেশ, এক কার্ড’ উদ্যোগের অধীনে এটি আনা হয়েছে। কার্ডটি ইতিমধ্যেই দিল্লি মেট্রোর স্টেশনগুলিতে বিতরণ করা হচ্ছে। এটি যাত্রীদের দ্রুত এবং নিরাপদ লেনদেনের জন্য ‘ট্যাপ-এন্ড-গো’ প্রযুক্তি ব্যবহার করে। এই কার্ড টি সম্প্রতি Bharat Billpay Platform এ ও যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে UPI থেকে যত ধরনের লেনদেন করা যেত, এই কার্ডের মাধ্যমেও তা করা যাবে।

Digital Payment without Bank Account

এই কার্ডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এর সাথে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করার প্রয়োজন নেই। SBI NCMC Card কার্ডে একটি অফলাইন ওয়ালেট যুক্ত আছে, যার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা আগে থেকেই জমা রাখা যায় এবং তারপর ইন্টারনেট সংযোগ ছাড়াই লেনদেন করা সম্ভব হয়। এর ফলে, যাত্রীরা সহজে এবং নিরবচ্ছিন্নভাবে মেট্রো এবং অন্যান্য পরিবহন ব্যবস্থায় ভ্রমণ করতে পারবেন, এমনকি ইন্টারনেট সংযোগ না থাকলেও।

বর্তমানে অনেকের ই ব্যাঙ্কে প্রচুর টাকা থাকে, এবং অনলাইন জালিয়াতির মাধ্যমে গ্রাহকের ব্যাবহারিত কার্ডের তথ্য ব্যাবহার করে ব্যাংক একাউন্টের টাকা আত্মসাৎ করে। কিন্তু এই কার্ড যেহেতু ব্যাংক একাউন্টের সাথে যুক্ত নয়, তাই অনলাইন জালিয়াতির সম্ভাবনা বা ভয় থাকে না।

gamezop ad

NCMC Card for Global and Domestic Payment

এই NCMC কার্ড শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ভবিষ্যতে দেশের বিভিন্ন শহরে এবং আন্তর্জাতিক পেমেন্টের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। বিশেষ করে ট্রান্সপোর্ট ব্যবস্থায় এটি অত্যন্ত কার্যকর প্রমাণিত হতে পারে। NCMC সমর্থিত টার্মিনালগুলোতে যাত্রীরা যেকোনো সময় কার্ড ব্যবহার করে ‘ট্যাপ-এন্ড-গো’ ফিচারের মাধ্যমে দ্রুত পেমেন্ট করতে পারবেন। এটি শুধুমাত্র ট্রান্সপোর্ট সেক্টরেই নয়, দৈনন্দিন জীবনের অন্যান্য লেনদেনেও উপযোগী। তবে বর্তমানে এই কার্ডের সক্ষমতা সীমাবদ্ধ রাখা হয়েছে। প্রচুর পর্যবেক্ষণের পর এটা আন্তর্জাতিক ক্ষেত্রেও কার্যকর করা হবে।

দৈনিক লেনদেনের সীমা

যদিও এই কার্ডের মাধ্যমে টাকা তোলা এবং কেনাকাটা করা যাবে, তবুও প্রতিদিনের লেনদেনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা রাখা হয়েছে। তবে সেই সীমা কেমন হবে তা নির্ভর করবে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী। মেট্রো স্টেশনগুলিতে ‘সেভ সলিউশন’ সংস্থার কর্মীরা গ্রাহকদের কার্ড সক্রিয় করতে এবং এর ব্যবহার নিয়ে পরামর্শ দিতে প্রস্তুত থাকবেন।

‘এক দেশ, এক কার্ড’ প্রকল্পের ভূমিকা

এই উদ্যোগটি ভারতের ডিজিটাল পরিকাঠামোর উন্নয়নে একটি বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রীর ‘এক দেশ, এক কার্ড’ প্রকল্পের মাধ্যমে দেশের মানুষকে আরও সুবিধাজনক এবং নিরাপদ লেনদেনের সুযোগ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। আগামীতে এই ধরনের কার্ড দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়লে যাত্রীদের জীবন আরও সহজ হবে।

আরও পড়ুন, কোন ব্যাংক একাউন্ট আছে? বিরাট সুখবর, আপনার জন্য।

SBI NCMC Card charges

এবার প্রশ্ন হচ্ছে এই কার্ড করতে কত টাকা লাগে, এবং লেনদেন এর ক্ষেত্রে কত টাকা লাগবে?
এই কার্ড করতে ১০০ টাকা লাগবে। এবং যদি কার্ড হারিয়ে যায়, সেক্ষেত্রেও ১০০ টাকা লাগবে। তবে এই কার্ডের বাৎসরিক কোন ফি (Annual Maintenance Charges) দিতে হবে না। তবে এই কার্ডে টাকা রিচার্জ করতে ০.৩০% চার্জ ও GST দিতে হবে। অর্থাৎ এই কার্ডে রিচার্জ করতে কমবেশি ১২ টাকা খরচ হবে।

SBI NCMC Card apply online

এই NCMC Card পেতে অনলাইনে বা অফলাইনে যেকোনো SBI ব্যাংকের শাখায় গিয়ে আবেদন করা যাবে। অনলাইনে নেট ব্যাঙ্কিং ও SBI Yono App এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আরো ইস্তারিত তথ্য পেতে নিকটস্থ স্টেট ব্যাঙ্কে যোগাযোগ করুন। নিয়মিত খবর পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button