UPS Pension Scheme – নতুন পেনশন প্রকল্পে কতটা লাভবান হবেন সরকারি কর্মী ও পেনশন গ্রাহকেরা?
Unified Pension Scheme or UPS vs NPS
দেশের সরকারি কর্মচারীদের (Government Employees) জন্য ইউনিফায়েড পেনশন স্কিম (Unified Pension Scheme) চালু করা হবে। UPS Pension Scheme বা নতুন পেনশন স্কীমে পেনশন বাড়বে না কমবে? UPS vs NPS বা পুরনো ও নতুন পেনশন স্কীমের তুলনা ও হিসাব দেখে নিন।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব শীঘ্রই দেশের সমস্ত কেন্দ্র ও একাধিক রাজ্যের রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য নতুন পেনশন স্কীম তথা ইউনিফায়েড পেনশন স্কিম চালু করতে চলেছে। নতুন পেনশন স্কীম তথা ইউপিএস স্কীম এর খবর প্রকাশিত হতেই সরকারি কর্মীদের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়েছে। তাদের মনে রয়েছে একাধিক প্রশ্ন। অবসর গ্রহণের পর সব থেকে লাভজনক কোনটি? ইউনিফায়েড পেনশন স্কিম নাকি এনপিএস? কোন পেনশন স্কিম থেকে বেশি টাকা পাবেন?
UPS Pension Scheme
এই নিয়ে ভেবেই চলেছেন সরকারি কর্মীরা। আপনার মনেও যদি এই নিয়ে কোন সন্দেহের অবকাশ থাকে, তাহলে আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন আসল ব্যাপার। ইউনিফায়েড পেনশন স্কিম (UPS) ar এনপিএস এই দুটি পেনশন স্কিম এর মধ্যে রয়েছে পার্থক্য। ইউপিএস মার্কেট লিঙ্কড না হওয়ার কারণে নিশ্চিত অঙ্কের পেনশন মিলবে৷ অন্যদিকে,এনপিএস হল মার্কেট লিঙ্কড।
কন্যা সন্তান থাকলে বিরাট সুখবর। ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা নেই মেয়ের বাবাদের।
UPS Pension Scheme Calculator
এক্ষেত্রে কিছুটা হলেও ঝুঁকি থেকে যায়। Old Pension Scheme বা NPS Pension Scheme বিনিয়োগ করতে পারবেন সরকারি এবং বেসরকারি কর্মী সকলেই। NPS ও UPS-এর পার্থক্য বোঝার জন্য রইল হিসাব-নিকাশ। অবসরের আগে গড় বেতনের ৫০ শতাংশ নিশ্চিত পেনশন হিসেবে মিলবে ইউপিএস পেনশন স্কিমের আওতায়। এর জন্য চাকরি করতে হবে ২৫ বছর। আবার আপনার বিনিয়োগ করা অঙ্কের উপর নির্ভর করবে আপনার পেনশনের টাকা।
এটাই হল এনপিএস। ইউপিএস এর ক্ষেত্রে ১০ বছর চাকরি করলে মাস গেলে ১০ হাজার টাকা নিশ্চিত ভাবে পেনশন মিলবে। এনপিএস-এর ক্ষেত্রে তেমন কোনো নিয়ম নেই। ১০ শতাংশ (বেসিক + ডিএ) কেটে নেওয়া হয় এনপিএস-এ বেতন থেকে। একই নিয়ম রয়েছে ইউপিএস-এর ক্ষেত্রেও। যদিও এন পি এস এর ক্ষেত্রে সরকারের অবদান ১৪ শতাংশ। অন্যদিকে ইউপিএস এর ক্ষেত্রে সরকারের অবদান ১৮.৫ শতাংশ৷
নতুন পেনশন স্কীমে লাভ না ক্ষতি?
উপরোক্ত হিসাব থেকে বোঝা যায় যে নতুন পেনশন স্কীমে নুন্যতম পেনশন বেড়ে যাচ্ছে। এবং ৫ বছর চাকরির পরই পেনশন পাওয়া যেতে পারে। যদিও এখনও এই নিয়ম চালু হয় নি। এবং জানা গেছে একাধিক রাজ্য সরকার ও এই স্কীম অনুযায়ী পেনশন দেবে। এতে লাভ না ক্ষতি সেটা জানা যাবে গেজেট নোটিফিকেশন প্রকাশের পর। পরবর্তী আপডেট পেতে বাংলা একাডেমী ফলো করুন।