আবেদন করুন বিদ্যাসারথী স্কলারশিপে এবং সর্বোচ্চ ১ লক্ষ টাকার অনুদান পেয়ে যান।

দেশের শিক্ষার্থীদের মধ্যেই ভবিষ্যতের বীজ সুপ্ত রয়েছে। আর তাই সমগ্র ভারতের শিক্ষার্থীদের শিক্ষিত করে তোলা অত্যন্ত প্রয়োজনীয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ভারতের বিভিন্ন প্রান্তিক গ্রামাঞ্চলে বসবাসকারী ছাত্র-ছাত্রীরা তাদের পরিবারের আর্থিক অসহায়তার কারণে নিজেদের পড়াশোনা সম্পূর্ণ করতে পারেন না। এমনকি অনেকক্ষেত্রেই ছাত্র-ছাত্রীরা অসময়ে পড়াশোনা ছেড়ে শিশু শ্রমিকের দলে নাম লেখায়। এই সমস্যা সমাধানের জন্য ভারতের কেন্দ্রীয় সরকার সহ বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকারের পক্ষ থেকে পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এর জন্যই নানা ধরনের স্কিম ও স্কলারশিপ কার্যকর করা হয়েছে। ভারতের পিছিয়ে পড়া শ্রেণীর আর্থিকভাবে দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য কার্যকর তেমনই স্কলারশিপ হল বিদ্যাসারথী স্কলারশিপ। আজকের এই পোস্টে আমরা বিদ্যাসারথী স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা, আবেদনের প্রক্রিয়া, আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি সহ এই স্কলারশিপ সংক্রান্ত অন্যান্য তথ্যগুলি তুলে ধরতে চলেছি।

বিদ্যাসারথী স্কলারশিপ কি?

সমগ্র ভারতের ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে কার্যকর এক বিশেষ পোর্টাল হলো বিদ্যাসারথী পোর্টাল। Protean eGov Technologies Limited নামক এক সংস্থা দ্বারা পরিচালিত এই পোর্টালের মাধ্যমে সমগ্র ভারতে বসবাসকারী দরিদ্রসীমার নিচে থাকা ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে কার্যকরী স্কলারশিপগুলির আওতায় আবেদন জানানোর সুযোগ পেয়ে থাকেন। বিদ্যাসারথী পোর্টালের আওতায় বহু সংখ্যক কর্পোরেট সংস্থার স্কলারশিপকে একইসাথে রাখা হয়েছে। সুতরাং বেসরকারি স্কলারশিপগুলিকে আলাদা আলাদা ভাবে খোঁজার আর কোন প্রয়োজন নেই এই বিদ্যাসারথী পোর্টালের মাধ্যমেই ছাত্র-ছাত্রীরা নিজেদের পছন্দ অনুসারে স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। বিভিন্ন রিপোর্টে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, বহু ক্ষেত্রেই ছাত্র-ছাত্রীরা বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে কার্যকর স্কলারশিপগুলি সম্পর্কে সঠিকভাবে সমস্ত তথ্য জানতে পারেন না। আর তাতেই Protean eGov Technologies Limited নামক এই সংস্থার তরফে বিদ্যাসারথী পোর্টাল কার্যকর করা হয়েছে।

বিদ্যাসারথী স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা কি কি?

সমগ্র ভারতের বিভিন্ন কর্পোরেট সংস্থার তরফে কার্যকরী স্কলারশিপগুলিকে বিদ্যাসারথী পোর্টালের আওতায় আনা হয়েছে। তবে এই সমস্ত স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা একজন ছাত্র বা ছাত্রী কোন স্কলারশিপের আওতায় আবেদন জানাচ্ছেন তার উপর নির্ভর করে থাকে। সুতরাং একজন ছাত্র বা ছাত্রী যে স্কলারশিপের আওতায় আবেদন জানাচ্ছেন সেই স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য ভালোভাবে পড়লেই উক্ত স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা সম্পর্কে জানা যাবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, বিদ্যাসারথী পোর্টালের আওতায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্র-ছাত্রী এমনকি ITI, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য ক্ষেত্রের পড়ুয়াদের জন্য বহু সংখ্যক স্কলারশিপ রয়েছে। সুতরাং মাধ্যমিক উত্তীর্ণ হলেই ছাত্র-ছাত্রীরা নিজেদের যোগ্যতা অনুসারে এই পোর্টালের মাধ্যমে স্কলারশিপ বেছে নিতে পারবেন।

বিদ্যাসারথী স্কলারশিপের আওতায় কত টাকার অনুদান পাওয়া যায়?

একজন শিক্ষার্থী বিদ্যাসারথী পোর্টালের আওতাধীন স্কলারশিপগুলির মাধ্যমে কত টাকা পাবেন তা নির্ভর করছে তিনি কোন স্কলারশিপের আওতায় আবেদন জানিয়েছেন তার উপরে। প্রসঙ্গত উল্লেখ্য, বিদ্যাসারথী পোর্টালের এই সমস্ত স্কলারশিপের অধীনে একজন ছাত্র বা ছাত্রী ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকার অনুদান পেয়ে থাকেন। এমনকি কোন কোন স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ১ লক্ষ টাকার চেয়েও বেশি টাকার অনুদান পেয়ে থাকেন।

আরও পড়ুন:- আবেদন করুন প্রধানমন্ত্রী জন ধন যোজনায় এবং পেয়ে যান সর্বোচ্চ ২ লক্ষ টাকা।

বিদ্যাসারথী পোর্টালের মাধ্যমে এই সকল স্কলারশিপের আওতায় নিজের নাম নথিভুক্ত করবেন কিভাবে?

বিদ্যাসারথী পোর্টালের আওতাধীন স্কলারশিপগুলির অধীনে নিজের নাম নথিভুক্ত করার জন্য আপনাকে প্রথমেই পৌঁছে যেতে হবে বিদ্যাসারথী পোর্টাল https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/ -এ। এরপর হোম পেইজে থাকা APPLY FOR SCHOLARSHIP অপশনে ক্লিক করুন এবং আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনার গুগল অ্যাকাউন্ট কিংবা ইমেইল এড্রেস -এর মাধ্যমে Sign up করুন। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা স্কলারশিপগুলির মধ্য থেকে আপনার যোগ্যতা অনুসারে স্কলারশিপ বেছে নিন এবং পোর্টালে উল্লেখিত নিয়ম অনুসারে স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে লিখুন। সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করার মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

এছাড়াও বিদ্যাসারথী পোর্টালের হোমপেজে থাকা BROWSE AVAILABLE SCHEMES অপশনটিতে ক্লিক করেও আপনি স্কলারশিপের আওতায় আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে উপরোক্ত অপশনে ক্লিক করার পর আপনার সামনে বিদ্যাসারথী পোর্টালের আওতাভুক্ত স্কলারশিপের তালিকা চলে আসবে। এই তালিকা থেকে আপনার পছন্দ অনুসারে স্কলারশিপ বেছে নিন এবং ওই স্কলারশিপের আওতায় থাকা Apply অপশনে ক্লিক করুন। বিদ্যাসারথী পোর্টালের অধীনে থাকা স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এবং তারপর পোর্টালের নির্দেশ অনুসারে স্কলারশিপের আওতায় আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করুন। সবশেষে প্রয়োজনীয় নথিগুলি সঠিকভাবে আপলোড করার মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

vidyasaarathi-scholarship

আবেদনের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে?

১. আবেদনকারী শিক্ষার্থীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
২. আবেদনকারী শিক্ষার্থীর আইডেন্টিটি প্রুফ।
৩. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
৪. পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র।
৫. আবেদনকারী পড়ুয়ার ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠা।
৬. উক্ত ছাত্র বা ছাত্রী বর্তমান বছরে যে কোর্সে ভর্তি হয়েছে তার রশিদ।
৭. কলেজের তরফে জারি করা অ্যাডমিশন লেটার।
৮. বিগত বছরের রেজাল্ট।

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আরও জানিয়ে রাখি যে, এই সমস্ত ডকুমেন্টগুলির পাশাপাশি কোন বিশেষ স্কলারশিপের ক্ষেত্রে অন্য কোন নথি আপলোড করার নির্দেশ দেওয়া হলে সেই নথিটিও সঠিকভাবে আপলোড করতে হবে।

Related Articles

Back to top button