Dearness Allowance: পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বিরাট সিদ্ধান্ত। আর মাত্র 1 মাসের অপেক্ষা রাজ্য সরকারি কর্মীদের

West Bengal DA hike

এবার পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ ইস্যুতে (Dearness Allowance) কার্যত ফের চাপের মুখে রাজ্য সরকার। বকেয়া মহার্ঘ ভাতা মেটানো এবং কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (AICPA DA Hike) চালু করা নিয়ে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীরা বা (Government Employee Benefits) মহার্ঘ ভাতা বা বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন। কিন্তু রাজ্য সরকার (Government of West Bengal) এই দাবি কোনোভাবেই মেনে না নেওয়ায়, ক্ষোভ ক্রমেই বেড়ে চলেছে তাদের। এই ইস্যুতে সংগ্রামী যৌথ মঞ্চ ফের ২৯ অক্টোবর দুপুর ১২টা থেকে ২টো পর্যন্ত একটি “পেন ডাউন” ধর্মঘটের ডাক দিয়েছে। এই মারফত সেদিন রাজ্যের সমস্ত সরকারি অফিসগুলিকে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তারা। যা বেকায়দায় ফেলেছে রাজ্যের তৃণমূল সরকারকে।

West Bengal Government Employees Dearness Allowance News

কর্মচারীদের মূল দাবিসমূহ:

সরকারি কর্মচারীরা এই আন্দোলনের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন। তাদের মধ্যে প্রধান দাবি হল ডিএ বকেয়া প্রদান। AICPI অনুসারে বকেয়া ডিএ আদায় করাই তাদের প্রধান লক্ষ্য। এছাড়াও, তারা রাজ্যের প্রায় ৬ লক্ষ শূন্যপদ পূরণের জন্য স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ চেয়ে আসছেন। কর্মচারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং অস্থায়ী কর্মীদের স্থায়ী চাকরির ব্যবস্থার দাবিও তাদের আন্দোলনের অন্যতম দাবি।

সঙ্গে, কর্মচারীরা বিভিন্ন প্রশাসনিক হস্তক্ষেপের বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছেন। বিশেষ করে, রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্তে হস্তান্তর ও বদলি নিয়ে তারা অসন্তুষ্ট। সম্প্রতি আরজি কর এবং জয়নগরের ঘটনার তদন্ত দাবি এবং সুবীর সাহা ও শ্রীবাস চন্দ্র তিওয়ারীর বদলির প্রতিবাদে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আন্দোলনকারীরা এই পরিবর্তনগুলিকে “অনৈতিক” ও “প্রতিশোধমূলক” বলে অভিহিত করেছেন।

আরও পড়ুন, জরুরীভিত্তিতে সরকারি কর্মীদের টাকা দিচ্ছে সরকার। টাকার প্রয়োজন হলেই এইভাবে আবেদন করুন

কেন্দ্র ও রাজ্য ডিএর বৈষম্য

সম্প্রতি কেন্দ্রীয় সরকার ১ জুলাই, ২০২৪ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ৩% বাড়িয়েছে, যা কেন্দ্রীয় কোষাগারে অতিরিক্ত ৯৪৪৮ কোটি টাকার ব্যয় সৃষ্টি করবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৫৩% হারে ডিএ পাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গে কর্মরত কর্মচারীরা পাচ্ছেন মাত্র ১৪%। এই ব্যাপক ফারাকের কারণে রাজ্য সরকারকে অতিরিক্ত ৩৯% ডিএ প্রদানের দাবি আরও তীব্রতর হয়েছে। তবে, এই দাবির পক্ষে রাজ্য সরকার এখনো কোনো উদ্যোগ নেয়নি, যার ফলে কর্মচারীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

আরও পড়ুন, বকেয়া DA না পেলেও, সরকারি কর্মীরা পেলেন আরো বড় উপহার। বেতনবৃদ্ধি কনফার্ম হচ্ছেই।

আইনি চ্যালেঞ্জের মুখে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য ডিএ মামলা সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। ৭ জানুয়ারি, ২০২৫-এ এই মামলার শুনানি হবে। কর্মচারীরা এই মামলাকে সমর্থন করতে এবং নিজেদের পক্ষকে আরও শক্তিশালী করতে প্রস্তুতি নিচ্ছেন। সংগ্রামী যৌথ মঞ্চও এই মামলায় যুক্ত হওয়ার জন্য প্রক্রিয়া চালাচ্ছে।

ডিএ আন্দোলনের একজন অন্যতম মুখ ভাস্কর ঘোষ সোশ্যাল মিডিয়ায় কর্মচারীদের লড়াইকে আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তার মতে, সকল কর্মচারী একত্রিতভাবে আন্দোলনে অংশগ্রহণ করলে তাদের দাবিগুলি পূরণে সফলতা আসতে পারে। শুধু বেতনবৃদ্ধিই নয়, কর্মীদের অধিকার রক্ষা এবং শূন্যপদে সঠিক নিয়োগ করা মূলত এই দুটি দাবিকে সামনে রেখেই তারা আন্দোলন চালাবেন। অন্যদিকে রাজ্য সরকার ও আদালতের বিচারাধীন বলে এই বিষয়ে মুখ খুলতে নারাজ।

Related Articles

Back to top button