6th Pay Commission: পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার বড় আপডেট। রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষার অবসান

DA Case Update

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা (Government Employees) দীর্ঘদিন ধরে 5th Pay Commission এর বকেয়া মহার্ঘ ভাতা পেতে লড়ে চলেছেন নিজেদের দাবি পূরণের জন্য‌। সরকারের কাছে তুলে ধরা হয়েছে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির (Dearness Allowance) জন্য সরকারি কর্মীদের আবেদন। বারংবার পথে নেমেছেন রাজ্য সরকারি কর্মীরা। আন্দোলন বিক্ষোভের পাশাপাশি কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। কিন্তু কোন কিছু তেই কিছু লাভ হয়নি। বরং সরকার মুখে কুলুপ এঁটেছে। দীর্ঘদিন ধরে আন্দোলন এবং বিক্ষোভ চালিয়ে রাজ্য সরকারি কর্মীরা আদালতে দায়ের করেছে মামলা।‌ সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। শুনানির অপেক্ষায় রয়েছেন লাখ লাখ সরকারি কর্মী। এরই মধ্যে নতুন আপডেট সামনে এল। সরকারি কর্মীদের জন্য এটি সুখবর নাকি চিন্তার কারণ? ডিএ মামলার নতুন আপডেট জেনে নেওয়া দরকার সবার।

West Bengal Pay Commission DA Case Update

কেন্দ্রীয় সরকারি কর্মীদের Dearness Allowance ক্রমাগত বাড়ছে। চলতি বছরের দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে ডিএ (DA) বৃদ্ধির সুখবর। ধীরে ধীরে বাড়ছে এই ডিএ। বছরের শুরুতে একবার DA সংশোধনীর সময় সরকার চার শতাংশ হারিয়ে ডিএ বাড়িয়েছিল। আর তখন সেই সংশোধনীর পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ পৌঁছোয় ৫০ শতাংশ হারে। তারপর থেকে আরও ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রের DA পৌঁছেছে ৫৩ শতাংশে। ফলস্বরূপ বৃদ্ধি পেয়েছে বেতন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ যেখানে বাড়ছে, সেখানে রাজ্যের সরকারি কর্মীদের এই ভাতার বৃদ্ধি যেন থমকে রয়েছে।

শেষবার ডিএ সংশোধনীর পর একবারের জন্যেও রাজ্য সরকার মহার্ঘ ভাতা সম্পর্কে কোনো কথা বলেনি। বরং সরকারি কর্মীদের বকেয়া না দিতে পারা, ডিএ বৃদ্ধি না করতে পারার কারণ হিসেবে কেন্দ্রের দিকে আঙুল তোলা হয়েছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠার পর থেকেই সরকারি কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। তাঁদের বিশ্বাস রাজ্য সরকার এবার পদক্ষেপ নিতে বাধ্য হবে। ‌শীর্ষ আদালত নিশ্চয়ই সরকারি কর্মীদের পক্ষে রায় দেবে। এর মধ্যে সামনে এলো ডিএ প্রসঙ্গে  একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট। যা জেনে নেওয়া দরকার সবার।

ডিএ মামলার সর্বশেষ আপডেট

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের DA মামলা উচ্চ আদালতে ওঠে ২০২২ সালের ২০ মে। এই মামলায় আদালতের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সরকারকে মিটিয়ে দিতে হবে। যদিও সেই মামলায় জয় পেয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা। তবুও সরকারের নির্দেশ মতো মেলেনি বকেয়া। উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য। যদিও সেই পিটিশন খারিজ হয়ে যায়। এর মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত নতুন একটি মামলা দায়ের করে। এই মামলা রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা। আবার, সেই মামলার মধ্যেই পাল্টা জবাব দিতে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।

আরপড়ুন, সরকারি ছুটির তালিকা ২০২৫। দুর্গাপুজোর ছুটি বাড়ল না কমলো?

সেই থেকে অর্থাৎ ২০২২ সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে চলছে DA মামলা। বর্তমানে হাজির ২০২৪ সাল। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেলেও সুপ্রিম কোর্টে মামলার অপেক্ষায় সবাই। ২০২২ সালের ২০ মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া জরুরী।পশ্চিমবঙ্গ সরকার দায়ের করে স্পেশাল লিভ পিটিশন। এর প্রেক্ষিতে মামলা শুরু হয় আদালতে। তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও সেই মামলার শুনানি বহুবার পিছিয়ে গিয়েছে।

আরও পড়ুন, সকল সরকারি কর্মীদের ন্যূনতম বেতন পেনশন বাড়ছে। কমপক্ষে এতো টাকা পেনশন পাবেন

এরই মধ্যে, সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হল, 6th Pay Commission এর বকেয়া ডিএ মামলায় খুব শীঘ্রই তারাও যুক্ত হতে চলেছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাস্কর ঘোষ লেখেন, ‘রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া DA মামলা শীর্ষ আদালতে চলছে ঠিকই কিন্তু এখনও পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চ তার অংশীদার নয়। তাই যত দ্রুত সম্ভব এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চকে যুক্ত করার জন্য প্রচেষ্টা চলছে। তিনি আরো জানান, গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের টিম হাইকোর্টে আইনজীবীদের চেম্বারে যান। সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই বৃহৎ ও কঠিন লড়াইয়ে সবাইকে পাশে চাওয়ার বার্তা দিয়েছেন তিনি

Related Articles

Back to top button