Pension: সকল সরকারি কর্মীদের ন্যূনতম পেনশন বাড়ছে। কমপক্ষে এতো টাকা পেনশন পাবেন

EPFO and Pay Commission

সকল সরকারি কর্মীদের (Government Employees) জন্য বেতন ও পেনশন (Salary and Pension) নিয়ে মাঝেমধ্যেই গুরুত্বপূর্ণ ঘোষণা করে দেশের সরকার। কখনও বেতন বৃদ্ধির (Salary Hike) সিদ্ধান্ত তো কখনও উৎসবের আগে বোনাস বৃদ্ধি। আবার সরকারি কর্মীদের বিভিন্ন ভাতা বৃদ্ধি করে মুখে হাসি ফোটায় কেন্দ্র। একইভাবে, কেন্দ্র এবার পেনশন (Pension) নিয়েও নতুন সিদ্ধান্ত নিতে চলেছে। সরকারি কর্মীরা রিটায়ারমেন্টের পরে (Retirement Benefits) সরকারের তরফে অর্থ সাহায্য পান যাতে তাঁদের বাকি জীবনটা হেসে খেলে কাটানো যায়। সকল সরকারি কর্মীকে পেনশন দেয় সরকার। আর এবার জানা যাচ্ছে পেনশন নিয়ে সিদ্ধান্ত। সরকারি কর্মীদের ন্যূনতম পেনশন বাড়তে চলেছে। পুজোর পরেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

Minimum Pension for government employees

আরও একবার সরকারি কর্মীদের (Government Employees) জন্য জোরদার সুখবর দিতে পারে কেন্দ্রীয় সরকার। চলতি বছর লোকসভা ভোটের পর তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে মোদি সরকার। আর ক্ষমতায় আসার পর এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO সংস্কার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। এমনটাই সম্প্রতি জানা যাচ্ছে। সূত্রের খবর, এবার বেশ বড় একটি পদক্ষেপ নিতে চলেছে সরকার। যার মধ্যে রয়েছে নূন্যতম পেনশন (Pension) বৃদ্ধি সংক্রান্ত বিষয়টিও। অর্থাৎ এবার দেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বড় খবর শোনা যেতে পারে।

নূন্যতম পেনশন বাড়ছে

ইতোমধ্যে খবর মিলছে যে, সরকারি কর্মীদের নূন্যতম পেনশন বাড়ছে। অবসরপ্রাপ্তদের পেনশন বাড়ছে হাজার টাকার বেশি। এছাড়াও ইপিএফও-তে একাধিক সংস্কার আনার কথা ভাবা হচ্ছে। যার মধ্যে সরকারি কর্মীরা এবার অবসর গ্রহণের সময় আংশিক পেনশন তোলার সুবিধাও পেতে পারেন। পাশাপাশি, আরো একটি বিষয় উল্লেখযোগ্য যে, সরকারি কর্মীদের মধ্যে যাদের মাসিক আয় মাসে ১৫ হাজার টাকার বেশি, তাদের জন্য এই প্রকল্প টিকে আরও গ্রহণযোগ্য করে তোলা হবে খবর।

EPFO Member Portal

ইতিমধ্যেই EPFO তে বদল আনার জন্য কেন্দ্র সরকারের শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য ইপিএফও ও মন্ত্রকের আধিকারিককে নির্দেশ দিয়েছেন। যাতে দেশের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তদের এই মাধ্যমে সুবিধা হয়, সেদিকে জোর দেওয়ার জন্য কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশের প্রথম সারির সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বলা যায়, বিয়ে, চিকিৎসা, শিশুদের শিক্ষার জন্য সহজে টাকা তোলার উপর জোর দেওয়া হচ্ছে। সরকার চায় সকল কর্মীরা যাতে এসব সুবিধা সরাসরি পোর্টালের মাধ্যমেই
পেতে পারেন। এর জন্য প্রয়োজনে নিয়মের ক্ষেত্রে বড় পরিবর্তনও আনতে পারে সরকার।

gamezop ad

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের প্রায় 7000 টাকা বেতন বৃদ্ধি। মুখ্যমন্ত্রীকে গ্র্যান্ড ধন্যবাদ

এখানে উল্লেখ করতে হয় যে, সকল গ্রাহকদের সুবিধার মাথায় রেখে শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য এই নির্দেশ দিয়েছেন যে, অবসর গ্রহণের সময় টাকা তোলার নিয়মগুলি আরও সহজ করতে হবে। যে সকল কর্মীদের মাসিক আয় মাসে ১৫ হাজার টাকার বেশি, সেই EPFO ​​সদস্যদের জন্য প্রকল্পটিকে আরও আকর্ষণীয় করা হবে বলে জানা যাচ্ছে। ‌আর এই সিদ্ধান্তে র উপর জোরও দেওয়া হচ্ছে।

আরও পড়ুন, সরকারি ছুটির তালিকা ২০২৫। দুর্গাপুজোর ছুটি বাড়ল না কমলো?

পাশাপাশি এও জানানো হয়েছে, এখন পিএফ অ্যাকাউন্টধারীরা ৫০ হাজার টাকার পরিবর্তে ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। আরো একটি বিষয়ে জানা যাচ্ছে যে, যাতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের সুবিধা হয়, সেদিকে নজর দিতে বলা হয়েছে। দেশের সরকার ইপিএফও সিস্টেমকে আরও মজবুত করতে প্রয়োজনে খুব শীঘ্রই বড় সড় বদল আনবে। নিঃসন্দেহে বলা যায়, এই সকল কারণে সরকারি কর্মীরা প্রভূত সুবিধা পাবেন। অবসর গ্রহণের পর স্বচ্ছল জীবন যাপন করা সহজ হবে

Related Articles

Back to top button