Ujjwala Yojana – উজ্জ্বলা যোজনায় প্রত্যেক মহিলাকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছে রাজ্য সরকার। কারা পাবেন ও কিভাবে আবেদন করবেন?

Pradhan Mantri Ujjwala Yojana

দীপাবলি উপলক্ষ্যে মহিলাদের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প তথা Pradhan Mantri Ujjwala Yojana তে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার (Free LPG Gas Cylinder) দেওয়ার ঘোষণা হয়েছে। তবে সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন না। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, এবং কিভাবে পাবেন, বিস্তারিত জেনে নিন।

Free Gas Cylinder in PMUY Ujjwala Yojana Scheme

দুর্গাপুজো ইতিমধ্যেই শেষ হয়েছে। এখনো সামনে রয়েছে কালীপুজো। আর তার আগেই রাজ্যের মানুষের জন্য বিরাট সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আসন্ন দীপাবলীর আগেই একটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে এলপিজি উপভোক্তাদের। রাজ্য সরকারের নতুন প্রকল্পে আবেদন করলেই মিলবে এই সুবিধা।

বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছে রাজ্য সরকার

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় (Pradhan Mantri Ujjwala Yojana) যারা রয়েছেন, তাদের জন্য দীপাবলির পুণ্যক্ষণে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার (LPG Gas Cylinder) বিতরণ করা হবে। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের মা বোনেদের রান্নাঘরের কাজে সুবিধা হবে এবং জীবনযাত্রার মান উন্নয়ন হবে।

কাদের জন্য এই সুবিধা?

রাজ্যবাসীদের জন্য আবেদন প্রক্রিয়া খুবই সহজ। আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী রয়েছে:
1. আবেদনকারী অবশ্যই মহিলা হতে হবে।
2. তাদের বয়স ১৮ বছরের উপরে হতে হবে।
3. পরিবারের অন্য কোনো সদস্যের যদি কোনো এলপিজি সংযোগ থাকে, তাহলে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে না।
4. তফসিলি জাতি (SC) বা তফসিলি উপজাতি (ST), প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধাভোগী বা অন্ত্যোদয় অন্ন যোজনার অংশগ্রহণকারী হতে হবে।

আরও পড়ুন, লক্ষ্মীপুজোর পরই অ্যাকাউন্টে টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। কিভাবে আবেদন করবেন, জেনে নিন

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

প্রকল্পে আবেদন করার জন্য কিছু নথি প্রয়োজন হবে, যেমন:
1. PMUY KYC ফর্ম
2. ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড
3. আধার কার্ড বা ভোটার কার্ডের কপি

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করার প্রক্রিয়া খুবই সহজ। নিচে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হলো:
1. উজ্জ্বলা যোজনার জন্য নির্ধারিত সরকারি ওয়েবসাইটে যান। আপনি সরাসরি আবেদন ফর্মটি পাবেন সেখানে।
2. সঠিক তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করুন। নাম, ঠিকানা, পরিচয়পত্রের তথ্য, এবং ব্যাংক সংক্রান্ত তথ্য দিয়ে আবেদন সম্পন্ন করুন।

3. প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন।
4. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর ফর্মটি সাবমিট করুন।
5. আবেদন সফলভাবে জমা হলে, সরকার অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করে এবং নির্ধারিত সময়ে আপনার ফ্রি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হবে।

সুতরাং উত্তর প্রদেশের যে সমস্ত মহিলা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাস কানেকশন নিয়েছেন, তারা বিনামূল্যে রান্নার গ্যাস পাবেন। এবং আবেদন করলেই সি সুবিধা পাওয়া যাবে। এদিকে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিরাট ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জানতে হলে এখানে ক্লিক করুন।

Related Articles

Back to top button