Pension Scam: বেতন ও পেনশনের টাকা গায়েব হচ্ছে! এই কাজ করলেই পেনশনের টাকা একাউন্টে ঢুকবে না। সতর্ক করলো সরকার

Pension Fraud in India

সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সতর্কবার্তা। জালিয়াতেরা বেতন ও পেনশনের টাকা গায়েব করার এক নতুন Pension Scam জালিয়াতি শুরু করেছে। যার জেরে আপনার পেনশন ও বেতনের টাকা আপনার একাউন্টে না ঢুকে অন্য কোথাও ঢুকে যাবে। বয়স্করা টেকনোলজি ও ইন্টারনেটে অনেকেই পারদর্শী নন। আর সেই সুযোগেই মুহুর্তের মধ্যেই একাউন্ট ফাঁকা করে দিচ্ছে। সেই বিষয়ে সতর্ক করলো কেন্দ্র সরকার ও পেনশন নিয়ামক সংস্থা EPFO.

Pension Scam In India

সারা মাস কাজ করে বেতনের অপেক্ষায় থাকেন যেমন সরকারি কর্মীরা। তেমনি কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর পেনশনের ভরসাতেই থাকেন সরকারি কর্মীরা। মাসে মাসে কর্মীদের পেনশন পাঠায় সরকার। এই টাকায় তাঁরা জীবনযাপন করেন। তবে এবার শোনা যাচ্ছে, এই বেতন ও পেনশন নিয়েই শুরু হয়েছে নতুন স্ক্যাম। যার‌ নাম দেওয়া হল পেনশন স্ক্যাম (Pension Scam). এই বিষয়টা ঠিক কি? আসলে কি ঘটছে? প্রসঙ্গে সরকারের তরফে জানানো হয়েছে যে, সরকারি কর্মী ও পেনশন গ্রাহকরা যদি এই কাজ না করেন তাহলে পেনশনের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। সরকারের এই সতর্কবার্তা ও সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আজকে আলোচনা করা হলো। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নেবেন।

ডিজিটাল দুনিয়ায় জালিয়াতির শেষ নেই। একটু এদিক থেকে ওদিক ভুল হলেই নিমেষের মধ্যে ফাঁকা হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট। আর এবার চারিদিকে ছড়িয়েছে পেনশন স্ক্যাম (Pension Scam) সাইবার অপরাধীদের এবার নতুন টার্গেট হয়েছেন পেনশনভোগীরা। সাইবার অপরাধীরা লাইফ সার্টিফিকেট অন লাইন আপডেট (Life Certificate) করার নাম করে পেনশনভোগীদের তথ্য জেনে নিয়ে টাকা হাতাচ্ছে। আর তাদের পাল্লায় পড়ে গোটা দেশে টাকা খুইয়েছেন কয়েক হাজার পেনশন ভোগী। যার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন বাসিন্দাও। ঘটনাটি ঘটছে এমনভাবে যে, পেনশন অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা চলে যাচ্ছে প্রতারকদের ই-ওয়ালেটে অথবা তাঁদের অ্যাকাউন্টে। এর বিপদ থেকে কিভাবে রক্ষা পাওয়া সম্ভব? সতর্ক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আরও পড়ুন, প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে 1 লাখ টাকা! বিশ্বাস হচ্ছে না? কেন্দ্রের নতুন স্কিম সম্পর্কে জেনে নিন

পেনশন স্ক্যামের হাত থেকে কিভাবে বাঁচবেন?

সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, সাইবার অপরাধীরা প্রধানত যেটা করছে, পেনশনভোগীদের ফোন করে তাদের পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও আধার নম্বর, এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ও পেনশন অফিসে দেওয়া মোবাইল নম্বরের তথ্য হাতিয়ে নিচ্ছে।

পেনশনভোগীদের ফোন করে বলা হচ্ছে, এগুলি পাঠালে অনলাইনে আপডেট হয়ে যাবে লাইফ সার্টিফিকেট। এরজন্য একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পেয়ে থাকেন পেনশনভোগীরা। ওই পাসওয়ার্ড আসতে না আসতেই প্রতারকরা আবার ফোন করে সেই পাসওয়ার্ড চাইছে। সেটি হাতিয়ে নিয়েই সাইবার জালিয়াতরা পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়ছে পেনশনভোগীর অ্যাকাউন্টে। এরপর সেখান থেকে সরাসরি টাকা নিজেদের অ্যাকাউন্টে স্থানান্তর করছে। জালিয়াতরা নিজ নিজ একাউন্টে টাকা নিয়ে আসছে ভুয়ো নথি ব্যবহার করে। আবার, কয়েকটি অ্যাকাউন্ট ঘুরে সেই টাকা চলে আসছে সাইবার অপরাধীদের ব্যক্তিগত অ্যাকাউন্টে।

আরও পড়ুন, পুজোর ছুটির মধ্যেই পশ্চিমবঙ্গে ছুটি নিয়ে নয়া নির্দেশ। স্কুল ও সরকারি কবে খুলবে? কবে আবার বন্ধ?

কিন্তু পেনশনভোগীরা কিভাবে এই স্ক্যাম থেকে রক্ষা পেতে পারেন? এ বিষয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সাইবার জালিয়াতদের হাত থেকে বাঁচতে হলে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের পরামর্শ দিচ্ছেন যে, কখনোই পেনশন অফিস থেকে ফোন করে লাইফ সার্টিফিকেট আপলোড করার কথা বলা হয়না। এর জন্য রয়েছে নিজস্ব পোর্টাল।পেনশনভোগীরা সেখানে নিজেরাই ঢুকে লাইফ সার্টিফিকেট সংক্রান্ত নথি আপলোড করতে পারবেন। এর পাশাপাশি এও জেনে রাখা দরকার পেনশনভোগী যে জীবিত, ওই পোর্টাল থেকে তার লাইভ ভিডিও দেখাতে হয়।

এছাড়াও যদি এই পোর্টালে কাজ করার ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে আপনি সরাসরি পেনশন অফিসে ভিজিট করুন। ‌কোন অপরিচিত ব্যক্তিকে তথ্য হস্তান্তর করার প্রয়োজন নেই। প্রসঙ্গত উল্লেখ্য, চারিদিকে যেভাবে জালিয়াতির কান্ড ঘটছে সেখানে নিজের দিক থেকে সতর্ক থাকাই একমাত্র উপযুক্ত উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই নতুন পরিচিত পেনশন স্ক্যাম থেকে বাঁচতে নিজের তথ্য কোন অপরিচিত ব্যক্তিকে হস্তান্তর করবেন না। এতে সুরক্ষিত থাকবেন, সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা পাবেন।

Related Articles

Back to top button