আর জি করের ঘটনার মধ্যেই রাজ্যের মহিলাদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। খুশি হলো রাজ্যের মা বোনেরা

NBSTC Bus Service

আর জি কর কাণ্ডকে (RG Kar Latest News)  ঘিরে উত্তপ্ত পরিবেশ বাংলা পেরিয়ে ভিন্ন রাজ্য ও বিদেশে। বর্তমান সময়ে এসে যে রাজ্যে ১০ মাসের শিশু রক্ষা পায়না, সেই রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই স্বাভাবিকভাবে। মহিলারা রাতে কাজ থেকে বাড়ি ফিরতেও যেন কোথাও গিয়ে আতঙ্কের মধ্যে থাকে। আরজি কর কাণ্ড ঘটে যাওয়ার পর রাজ্য জুড়ে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা হয়েছে। রাতে অতিরিক্ত সিভিক পুলিশ মোতায়েন করা হয়েছে, সেইসাথে অতিরিক্ত সতর্কতা জারি রাখা হয়েছে।

West Bengal NBSTC Bus Service for Female

উত্তরবঙ্গ পরিবহন দপ্তর (NBSTC Bus Service) থেকে পূজার মধ্যেই মহিলাদের জন্য বিশেষ লেডিস স্পেশাল বাস চালু করার উদ্যোগ নিয়েছে। জানা যাচ্ছে, অফিস টাইমে মূলত এই বাসগুলো পরিষেবা দেবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, উত্তরবঙ্গের তিনটি রুটে এই লেডিস স্পেশাল বাস চলবে। গত বৃহস্পতিবার শিলিগুড়িতে স্টেট গেস্ট হাউসে এনবিএসটিসির বোর্ড মিটিং এই লেডিস স্পেশাল বাস চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। যে যে পথে বাস গুলো চলবে সেগুলো হলো – শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে দিনহাটা পর্যন্ত।

নতুন উদ্ধোধন করা এই লেডিস স্পেশাল বাসে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) রয়েছে মহিলা যাত্রীদের অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করার জন্য।
সবমিলিয়ে পূজার মরসুমে মহিলাদের জন্য স্পেশ্যাল বাস চালু করার জন্য উত্তরবঙ্গ পরিবহন দপ্তরকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের মহিলারা

আরো পড়ুন, পুজোয় বিরাট উপহার PM মোদীর। 2028 সাল পর্যন্ত বিনামূল্যে রেশন ও দামী চাল দেবে কেন্দ্র সরকার

আর জি করের ঘটনা

এদিকে আর জি করের ঘটনায় অন’শনরত চিকিৎসকদের অবস্থা খুবই গুরুতর। এই পরিস্থিতে কি সিদ্ধান্ত হয়, সেই দিকে তাকিয়ে রাজ্য বাসী। আজ রাজ্য জুড়ে অরন্ধন পালন করলেন তিলোত্তমার পরিবার ও বিভিন্ন আন্দোলনকারীরা। এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে তিলোত্তমার বাবা বলেন একদিকে ডাক্তারেরা না খেয়ে অনশ’নে আছে আমরা বাড়িতে রান্না কিভাবে করি? যতদিন পারবো চালিয়ে যাবো।

gamezop ad

আরও পড়ুন, দশমীর গিফট দিচ্ছে সরকার! এলপিজি সিলিন্ডার ফ্রি ফ্রি ফ্রি! কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জানুন

 

Back to top button