Free Ration: পুজোয় বিরাট উপহার PM মোদীর। 2028 সাল পর্যন্ত বিনামূল্যে রেশন ও দামী চাল দেবে কেন্দ্র সরকার
Free Ration till 2028
পুজোর মধ্যেই দেশের সমস্ত রেশন গ্রাহকদের জন্য সুখবর। ২০২৮ সাল পর্যন্ত বিনামূল্যে রেশন তথা Free Ration দেবে কেন্দ্র সরকার। শুধু তাই নয়, তার সাথে উচ্চপুষ্টি সম্পন্ন বিশেষ ধরনের দামী চাল (Fortified Rice) দেবে। Ration Card নিয়ে কি কি ঘোষণা হলো বিস্তারিত জেনে নিন।
PM Modi announced Free Ration till 2028
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, যার ফলে দেশের জনসাধারণ বিভিন্নভাবে আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই প্রকল্প গুলোর মাধ্যমে। কেন্দ্র সরকারের রেশনিং ব্যবস্থা দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষদের জন্য একটি উল্লেখযোগ্য প্রকল্প, যার মাধ্যমে দেশের নিম্ন মধ্যবিত্ত দরিদ্র সম্প্রদায় বিনামূল্যে অথবা খুবই অল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারেন।
২০২৮ সাল পর্যন্ত বিনামূল্যে রেশন
আমাদের দেশের এখনো অনেক পরিবার রয়েছে যাদের দুবেলা দুমুঠো অন্য জোগাড় করতে অনেকটাই হিমশিম খেতে হয়, তাদের জন্যই রেশনিং ব্যবস্থা বা Free rationing System অনেকটাই অন্ন সংস্থানের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার রেশনিং প্রকল্পে আরও একটি সুবিধা দিতে চলেছে, যার মাধ্যমে দেশের দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো অনেকটাই আর্থিক সহায়তা পাবেন, তার সাথে সাথে শরীরের পুষ্টিগুণ বজায় রেখে খাবার গ্রহণ করার সুবিধা পাবেন।
বিজয়া দশমী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেশনিং ব্যবস্থার মাধ্যমে খুবই উচ্চ মানের চাল বিনামূল্যে বিতরণ করার কথা জানিয়েছেন। এই প্রকল্পে প্রধানমন্ত্রী প্রায় ১৭ কোটি টাকা বরাদ্দ করতে চলেছেন। ২০২৪ সাল থেকে ২০২৮ সাল পর্যন্ত এই চাল পাবেন দেশের জনসাধারণ। যার ফলে চাল থেকেই প্রয়োজনীয় খনিজ পুষ্টির ঘাটতি মিটবে।
বিশেষ চাল দেওয়ার কারন
দেশের জনসাধারণের উপর সার্ভে করে দেখা গিয়েছে বেশিরভাগ মানুষ রক্তাপ্লতা ও অপুষ্ট জনিত রোগের শিকার, যেহেতু রেশনিং ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে চাল দেওয়া হয় তবুও সেটি খুব একটা উচ্চমানের নয়, তাই দেশের জনসাধারণের এই অপুষ্টির ঘাটতি কমানোর জন্যই গত বুধবার, কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে স্থির করা হয় খাদ্য আইন অনুযায়ী ভারতে জনসাধারণকে রেশন ব্যাবস্থার মাধ্যমে বহু পুষ্টগুণে সমৃদ্ধ ফোর্টিফাইড চাল (Fortified Rice) বিতরণ করা হবে।
আরও পড়ুন, কৃষকদের একাউন্টে টাকা ঢুকেছে। যারা পাননি তারা কি করবেন, জেনে নিন।
এই চালে যে সমস্ত পুষ্টিগুন রয়েছে সেগুলো হলো – আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি 12 ও অন্যান্য খনিজ পদার্থ সমৃদ্ধ ফোর্টিফাইড চাল মানুষের অপুষ্টিজনিত ঘাটতি দূর হবে এবং রক্তাল্পতা দূর করতে এই চাল খুবই উপকারী।
কেন্দ্রীয় সরকারের এই বিনামূল্যে পুষ্টি গুনসমৃদ্ধ চাল (Fortified Rice) বিতরণ করার মাধ্যমে দেশে জনসাধারণ অনেকটাই উপকৃত হবে।
সুতরাং সব রকমের Ration Card গ্রাহকদের এবার থেকে বিনামূল্যে রেশন এবং তার সাথে এই বিশেষ ধরনের দামী চাল প্রদান করা হবে। কেন্দ্র সরকারের Free Ration Scheme এর মাধ্যেম ২০২৮ সাল পর্যন্ত এই ব্যবস্থা চলবে। এই সংক্রান্ত আরো তথ্যের জন্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন। এবং প্রয়োজনীয় তথ্য নিয়মিত পেতে বাংলা একাডেমী ফলো করুন।