Budget 2025 – পশ্চিমবঙ্গের বাজেট প্রস্তুত করছে রাজ্য সরকার, রাজ্য সরকারি কর্মীদের DA ও পে কমিশন নিয়ে কত বরাদ্দ?

Dearness Allowance

পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) আগামী ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট (Budget 2025) প্রস্তুতির প্রক্রিয়া শুরু করেছে। আর এবারের বাজেটেও কি রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধির ঘোষণা করবে রাজ্য সরকার? কিম্বা ডিএ বা পে কমিশন বা কর্মীদের বেতন খাতে কত বরাদ্দ করছে অর্থ দপ্তর? সেই নিয়েই প্রশ্ন চলছে সরকারি কর্মীদের মনে। উল্লেখ্য এর আগে, গত বছর বাজেট পেশের সময় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ (Dearness Allowance) বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। তাই এবারেও আশাবাদী তারা। উল্লেখ্য এবছর ১১ নভেম্বরের মধ্যে Budget 2025 প্রোফর্মা জমা দিতে হবে রাজ্য সরকারকে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পেশ করা হবে এবং এটি ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট হবে।

Dearness Allowance on Budget 2025

গত বছরও বাজেটে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি (DA Hike) করা হয়েছিল। সেই সময়, বাজেট বক্তৃতার সময় অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একটি চিরকুট পৌঁছেছিল, যা পড়ে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। তবে রিপোর্টে দাবি করা হয়েছিল যে, বাজেটের মূল নথিতে ডিএ বৃদ্ধির কোনো উল্লেখ ছিল না। এই ধরনের চমকপ্রদ ঘটনা আবারও দেখা যাবে কিনা, তা নিয়ে এখনো সরকারি কর্মীদের মধ্যে জল্পনা রয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের (6th Pay Commission) আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। এই কমিশন ২০২০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়। তারপর থেকে ২০২১ সালের ১ জানুয়ারি ৩ শতাংশ, ২০২৩ সালের ১ মার্চ ৩ শতাংশ এবং ২০২৪ সালের ১ মার্চ এবং ১ এপ্রিল যথাক্রমে ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু কর্মচারীরা অভিযোগ করছেন যে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় এই ডিএ পরিমাণ যথেষ্ট কম।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Central Government Employees) সপ্তম বেতন কমিশনের (7th pay Commission) আওতায় বর্তমানে ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। দিওয়ালির আগে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা পশ্চিমবঙ্গের কর্মীদের ডিএ এর ফারাক আরও বাড়িয়ে তুলতে পারে। এই পরিস্থিতিতে, রাজ্য সরকারি কর্মচারীরা (State Government Employees) কেন্দ্রীয় হারের সাথে সামঞ্জস্য রেখে বা AICPI হারে ডিএ বাড়ানোর দাবি তুলেছেন। সেইসঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা প্রদানেরও দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন, পুজোর সময় 1000 টাকা করে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই ফর্ম পূরণ করলেই টাকা পাবেন

gamezop ad

সরকারি কর্মীদের এই দাবিকে কেন্দ্র করে বিগত কয়েক মাস ধরে বেশ কিছু আন্দোলন দেখা গেছে। বিভিন্ন সরকারি সংগঠন এবং কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের ওপর চাপ বাড়ানো হচ্ছে যাতে দ্রুত ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। কর্মচারীরা বলছেন, বর্তমান মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে ডিএ বৃদ্ধি অত্যন্ত প্রয়োজনীয়।

আরও পড়ুন, পুজো উপলক্ষ্যে রেশনে দিচ্ছে নতুন উপহার। চাল গমের সাথে পাবেন বাড়তি সামগ্রী। কতদিন থাকবে এই সুবিধা

তবে সরকার পক্ষ থেকে এখনো ডিএ বৃদ্ধির (Dearness Allowance) বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। রাজ্য সরকারের Budget 2025 প্রস্তুতির এই পর্যায়ে কর্মচারীরা আশায় রয়েছেন যে, বাজেটে তাদের দাবি পূরণ করা হবে। ডিএ বৃদ্ধির সাথে সাথে অন্যান্য কিছু সুযোগ-সুবিধা দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এটি নির্বাচনের আগে সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

Related Articles

Back to top button