Banglar Bari Scheme – পুজোয় চালু হলো মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প। এবার সবাই টাকা পাবে। বাংলার বাড়ি প্রকল্পে এইভাবে আবেদন করুন

Bangla Awas Yojana

কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PM Awas Yojana এর টাকা দিচ্ছে না, এই অভিযোগে বাংলায় চালু হলো Banglar Bari Scheme বা বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্প বাংলা আবাস যোজনা বা Bangla Awas Yojana এর নবতম সংযোজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনসাধারণের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন, তেমনি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্যের জনগণকে মাথার ওপর ছাদ তৈরি করার জন্য টাকা বরাদ্দ করছেন, এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী ১৮ অক্টোবরে আরো সাড়ে এগারো লক্ষ বাড়ি তৈরি করার জন্য টাকা বরাদ্দ করবেন রাজ্য সরকার।

Bangla Awas Yojana Banglar Bari Scheme in West Bengal

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বাড়ি তৈরির জন্য ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ (PM Awas Yojana) প্রকল্পে অনুদান দিয়ে থাকেন। তবে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে এগারো লক্ষ পরিবারকে অনুদান দেওয়ার কথা বলা হলেও এখনো পর্যন্ত সেই বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি কেন্দ্রীয় সরকারকে। তাই এবার রাজ্য সরকার এই সাড়ে এগারো লক্ষ পরিবারকে মাথার ছাদ তৈরি করে দেওয়ার জন্য নিজেই পরিবার পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে অনুদান দেবেন।

কিভাবে টাকা দেওয়া হবে?

এই ১ লক্ষ ২০ হাজার টাকা তিনটি ভাগে বিভক্ত করে দেওয়া হবে। প্রথমবার দেওয়া হবে ৬০,০০০ টাকা, দ্বিতীয় ভাগে দেওয়া হবে ৪০ হাজার টাকা এবং তৃতীয় ভাগে দেওয়া হবে ২০ হাজার টাকা।
সাড়ে এগারো লক্ষ পরিবারকে মাথার উপর ছাদ নির্মাণ করে দেওয়ার জন্য রাজ্য সরকারের মোট ১৩৮০০ কোটি টাকা এই প্রকল্পে খরচ হতে চলেছে ।

বাংলার বাড়ি প্রকল্পে কিভাবে টাকা পাবেন?

বাড়ি বানানোর টাকা পেতে এই প্রকল্পে আবেদন করার আগে মুখ্যমন্ত্রীর দেওয়া একটি শর্ত মানতে হবে প্রত্যেককে, সেটা হলো এই প্রকল্পে আবেদন করার আগে আবেদনকারীদের একটি মুচলেখা লিখতে হবে।
এই নিয়মটা নতুন সূচনা করা হয়েছে তার কারণ এর আগে অনেক ব্যক্তি বাড়ি তৈরির জন্য অনুদান নিয়েও সেই টাকা দিয়ে বাড়ি তৈরি করেননি। যার জেরে ভেরিফিকেশনের সময়ে কেন্দ্রের টিম ডিফল্টার করে দিচ্ছে।

টাকা পেতে এখানে আবেদন করুন।

gamezop ad

জানা যাচ্ছে, প্রায় ৩০ থেকে ৪০ হাজার পরিবার প্রকল্পের টাকা পেয়েও সম্পূর্ণ বাড়ি এখনো শেষ করেননি এমনটা অভিযোগ উঠছে, তাই এই বিষয়ে বিশেষ কড়া ব্যবস্থা নেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী একটি নতুন নিয়ম আনেন যার মাধ্যমে যারা আবেদন করবেন সেই আবেদনকারীর আর্থিক অবস্থা ও আনুষঙ্গিক ব্যাপার পর্যালোচনা করে পঞ্চায়েত দপ্তর থেকে আধিকারিকরা সেই ব্যক্তির বাড়ি গিয়ে ব্যক্তির মুচলেখা রেকর্ড করবেন, যাতে পরবর্তীতে কোন অসুবিধার সম্মুখীন হলে সেই ব্যক্তির মুচলেখা দেখানো হবে।

অর্থাৎ এই টাকা দিয়ে যে গ্রাহক বাড়ি করবেন এবং কোন কারনে বাড়ি না করলে সেই টাকা ফেরত দিতে হবে, সেকথা আগে থেকে নিশ্চিত করতে হবে। আর মুচলেকা দেওয়ার পর যদি এমন কোন ঘটনা হবে, সেক্ষেত্রে সরকার আইন অনুযায়ী ব্যাবসথা নিতে পারে।

আরও পড়ুন, পুজোর বোনাস দিচ্ছে মোদি সরকার।  সবাই পাবেন 2000/- টাকা। কিভাবে আবেদন করবেন?

আপনি যদি বাড়ি করার টাকা পেতে এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক হন, তাহলে যথাশীঘ্রই অনলাইন কিংবা অফলাইন মাধ্যমে আবেদন করুন প্রয়োজনীয় ডকুমেন্ট সহযোগে। এছাড়া যারা ইতিমধ্যেই কেন্দ্রের আবাস প্রকল্পে আবেদন করেছেন, তারা এই প্রকল্পে আবেদন করবেন না। যারা আবাস প্রকল্পের টাকা পেয়েছেন, তারাও আবেদন করবেন না।
এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র এই পেজে।

Related Articles

Back to top button