MSME Digital Loan – পুজোতে টাকার দরকার? স্টেট ব্যাংক গ্রাহকদের ৫০ লক্ষ টাকা পর্যন্ত দিচ্ছে। এইভাবে আবেদন করুন।

SBI MSME Digital Loan

পুজো সময়ে যাদের ব্যাবসা বা ব্যাক্তিগত প্রয়োজনে বা প্রতিষ্ঠিত হতে টাকার দরকার তাঁদের SBI MSME Digital Loan বা SBI Business Loan বা ব্যাবসায়িক ঋণ দিচ্ছে ভারতীয় স্টেট ব্যাংক তথা SBI. কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র ও মাঝারী শিল্প মন্ত্রকের অধীনে অসংগঠিত ক্ষেত্রের ব্যাবসায়ী ও স্বনির্ভর প্রকল্পের আওতায় সাধারন মানুষ কে স্বাবলম্বী করতে ৫০ লাখ টাকা পর্যন্ত খুবই স্বল্প সুদে এবং সহজ শর্তে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যার দরুন দেশের নিম্ন মধ্যবিত্তের সার্বিক উন্নয়নে সাহায্য করবে। এই প্রকল্পে আবেদনের যোগ্যতা এবং কিভাবে এই রন পাবেন, কোথায় আবেদন করবেন, বিস্তারিত জেনে নিন।

SBI MSME Digital Loan for New Business

সম্প্রতি ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের জন্য দারুণ সুযোগ এনেছে। যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, তারা অনেক সময়ে লোনের আবেদন করেও টাইম মতো লোন না পাওয়ার কারণে নানা সমস্যায় পড়েন। তবে এবার চিন্তা শেষ। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় একটি নতুন ঋণ প্রকল্প (MSME Loan) চালু করেছে ভারতীয় স্টেট ব্যাংক, যার আওতায় উদ্যোক্তারা মাত্র ৪৫ মিনিটের মধ্যে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন।

State Bank of India Business Loan

স্টেট নব্যাঙ্কের এই MSME Digital Business Loan বা ডিজিটাল ব্যবসায়িক ঋণ প্রকল্পের মাধ্যমে কোনো কর্মী বা এজেন্ট ছাড়াই উদ্যোক্তারা অনলাইনে নথি জমা দিয়ে ঋণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে, জমা দেওয়া নথি ও তথ্য সঠিক হলে, ১০ সেকেন্ডের মধ্যেই ঋণ মঞ্জুর করে দেবে ব্যাংকটি। এই প্রক্রিয়ার ফলে উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি আরও সহজ ও দ্রুত হয়ে উঠেছে।

Business Loan without Security

আর্থিক নথির প্রয়োজন নেই:

এই প্রকল্পের একটি বিশেষ দিক হলো, ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো আর্থিক নথির প্রমাণ দেখাতে হবে না। উদ্যোক্তাদের ব্যাঙ্কিং ট্রানজাকশন হিস্ট্রি ও জিএসটি রিটার্নের (GST Return) ভিত্তিতে ঋণ মঞ্জুর করা হবে, যা উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ সুবিধা। এই ব্যবস্থার ফলে তারা সহজেই ঋণ পাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারবেন এবং ব্যবসার উন্নয়নে আরও মনোযোগ দিতে পারবেন।

ক্রেডিট গ্রোথ ও ঋণগ্রহীতার সংখ্যা

গত কয়েক মাসে, এসবিআইয়ের এই প্রকল্পের মাধ্যমে ব্যাংকের ক্রেডিট গ্রোথ বেড়েছে ২০ শতাংশ, এবং ঋণগ্রহীতার সংখ্যা ছাড়িয়েছে ৪ লক্ষ। এই প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িক ক্ষেত্রে নতুন উদ্দীপনা এসেছে। এসবিআইয়ের চেয়ারম্যান দীনেশ খাড়া জানিয়েছেন, আগামী ৫ বছরে এই প্রকল্পের হাত ধরেই ব্যাংকের শ্রীবৃদ্ধি ঘটবে।

gamezop ad

লোন পেতে এখানে আবেদন করুন

SBI MSME Digital Loan apply online

গ্রাহকেরা ভারতীয় স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট, SBI এর যেকোনো শাখা এবং MSME কেন্দ্রে এই ঋণ আবেদন করতে পারবেন। এই ঋণের মাধ্যমে উদ্যোক্তারা তাদের ব্যবসার জন্য নতুন উদ্যোগ নিতে এবং বর্তমান ব্যবসাকে সম্প্রসারণ করতে সক্ষম হবেন। ব্যবসায়িক উন্নয়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে আরও শক্তিশালী করবে। আর আগামী অর্থ বর্ষে মোট ১০ কোটি লোন অনুমোদন তথা মোট ৪০ কোটি জনগন কে এই ঋণের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

  • অনলাইনে এই লোনের আবেদন করতে হলে প্রথমে স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর লোন সেকশনে এখানে আবেদন করার অপশন পাবেন।
  • এরপর আপনার প্রয়োজনীয় নথি ও নিজের সমস্ত ডিটেইলস দিয়ে আবেদন করতে হবে।
  • মনে রাখবেন যেসমস্ত তথ্য দেবেন সেগুলো যেন নির্ভুল হয়।
  • এরপর কত টাকা লোন প্রয়োজন সেটা লিখতে হবে।
  • সমস্ত তথ্য দিয়ে ফর্ম সাবমিট করতে হবে।
  • এরপর আপনার আবেদন গৃহীত হলে ভেরিফিকেশন হবে।
  • আপনি যোগ্য হলে সাথে সাথে লোন পেয়ে যাবেন।

যেসমস্ত ছোট ব্যবসায়ীদের GST Return নেই অথবা তাঁদের স্থায়ী দোকান নেই এবং যারা ফেরিওয়ালা বা অস্থায়ী দোকানদার তারা এই প্রকল্প থেকে লোন না পেলে তারা SBI E Mudra Loan পেতে পারেন। যেকোনো স্টেট ব্যাংকের শাখা থেকে এই লোন পেতে আবেদন করতে পারেন।
মুদ্রা লোন সম্পর্কে আরো তথ্য পেতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
এছাড়া ব্যাক্তিগত কারনে হটাত টাকার প্রয়োজন হলে এখানে আবেদন করুন।
পরবর্তী আপডেট পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button