Salary Hike – পশ্চিমবঙ্গের কর্মীদের এক ধাক্কায় 6 হাজার টাকা বেতন বাড়ালেন মুখ্যমন্ত্রী। কবে থেকে চালু হবে?

West Bengal Finance Department

পশ্চিমবঙ্গে বেতন বৈষম্যের আন্দোলনের মধ্যেই এক ধাক্কায় ৬ হাজার টাকা Salary Hike বা বেতন বৃদ্ধির ঘোষণা। পুজো আসতে আর দিনকয়েক। তার আগেই পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কর্মীদের আনন্দ দ্বিগুণ করার মতো খবর দিল রাজ্য সরকার। ফের একবার হতে চলেছে কর্মীদের সুযোগ সুবিধা (Employee Benefits) ও বেতন বৃদ্ধি, এমনই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্প্রতি। আর সবচেয়ে বড়ো খবর যে এবার একধাক্কায় ৬ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে বলে বলছে সরকারি সূত্র। কাদের কাদের বেতন বাড়ল? নতুন বেতন কত হল? দেখুন।

Salary Hike Announcement for West Bengal Employees

কাদের জন্য এই বেতন বৃদ্ধি?

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে চালু হওয়া দুটি উল্লেখযোগ্য প্রকল্প হল কন্যাশ্রী ও রূপশ্রী। দুটি প্রকল্পই মেয়েদের উন্নতির লক্ষ্যে তৈরি। এই দুটি প্রকল্প বিশ্ব দরবারেও প্রশংসিত হয়েছে বহুবার। ইউএনও র অংশ ইউনিসেফ পর্যন্ত এই দুই উদ্যোগেকে বাহবা জানিয়েছে। আর তাই এবার পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের আওতায় কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। গত ২৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছে যে, এই প্রকল্পের কর্মীদের পারিশ্রমিক বাড়ানো হবে।

কত টাকা বেতন বাড়বে?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মীদের অভিজ্ঞতা ও কাজের মানের ভিত্তিতে তাদের পারিশ্রমিক (Employee benefits) সময়ের সাথে সাথে বৃদ্ধি পাবে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের অধীনে কর্মরত তথ্যপ্রযুক্তি কর্মী, অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা ম্যানেজারদের পারিশ্রমিক মাসিক বেতন ৪,০০০ থেকে ৬,০০০ টাকা বাড়ানো হবে। উদাহরণস্বরূপ, কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্টদের মাসিক পারিশ্রমিক ১৫,০০০ টাকা থেকে বেড়ে ২১,০০০ টাকায় পৌঁছাবে।

প্রথম পাঁচ বছরে অ্যাকাউন্ট্যান্টদের জন্য বার্ষিক পারিশ্রমিক বৃদ্ধি হবে ৮০০ টাকা করে। পাঁচ বছর পরে তাদের পারিশ্রমিক ২৬,০০০ টাকা, ১০ বছর পর ৩২,০০০ টাকা এবং ১৫ বছর পর ৪০,০০০ টাকায় পৌঁছাবে। এই ধারা অব্যাহত থাকবে প্রতি বছর ১,২০০ টাকার হারে।

আরও পড়ুন, যেকোনো LIC Policy থাকলেই বিরাট সুখবর। পুজোর বোনাস পাবেন।

ডেটা ম্যানেজারদের পারিশ্রমিকও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পূর্বের ১১,০০০ টাকার পরিবর্তে তারা এখন মাসে ১৬,০০০ টাকা পাবেন। ৫ বছর পর তা ২০,০০০ টাকা হবে। ১০ বছর পরে তারা ২৫,০০০ টাকা এবং ১৫ বছর পরে ৩১,০০০ টাকা পাবেন। এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিশ্চিত করে যে কর্মীরা তাঁদের কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং উন্নত পারিশ্রমিকের মাধ্যমে তাদের জীবনযাত্রার মানও বাড়বে।

এছাড়া, রূপশ্রী প্রকল্পের ডেটা এন্ট্রি অপারেটরদের জন্যও পারিশ্রমিক বাড়ানো হয়েছে। পূর্বে যাদের মাসিক পারিশ্রমিক ছিল ১১,০০০ টাকা, তারা এখন ১৬,০০০ টাকা পাবেন। সরকার আশা করছে, এই পারিশ্রমিক বৃদ্ধি কর্মীদের কাজের প্রতি উৎসাহিত করবে এবং তাদের জীবনের মান উন্নত করবে।

এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী ও শিক্ষক শিক্ষিকাদের বকেয়া DA সংক্রান্ত মামলার পুজোর পর শুনানি রয়েছে। আর পুজোর আগে বকেয়া ডিএ পাওয়ার অপেক্ষায় থাকলেও, কেন্দ্র সরকার DA ঘোষণা করার পরও পশ্চিমবঙ্গে কোন DA ঘোষণা হলো না। যদিও মামলাটি আদালতের বিচারাধীন বলে সরকার এই ব্যাপারে কোন বিবৃতি দিতে নারাজ। এই বিষয়ে আপডেত পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button