DA Hike: রাজ্য সরকারি কর্মীদের আপাতত 3% DA ঘোষণা। ধনতেরাসের সবচেয়ে বড় উপহার

Dearness Allowance

দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ (Dearness Allowance) আদায় এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে (DA Hike) আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা (State Government Employees). অবশেষে এবার দীপাবলির আগে তাদের জন্য সুখবর দিল রাজ্য। এক ঘোষণায় সম্প্রতি বলা হয়েছে ফের ৩ শতাংশ বৃদ্ধি করা হবে ডিএ। শুধু তাই নয়, বকেয়া সমস্ত মহার্ঘ ভাতাও মিটিয়ে দেওয়া হবে, তবে কিস্তিতে। এই খবরে স্বাভাবিকভাবেই খুশির ঢল নেমেছে রাজ্যের কর্মীদের মধ্যে। যেমন করেই হোক, অবশেষে তাদের দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার।

3% DA Hike for State Govt. Employees

চারটি কিস্তিতে দেওয়া হবে বকেয়া মহার্ঘ ভাতা

গত ২০২২ সালের অতিমারীর সময় থেকেই বকেয়া ডিএ নিয়ে আন্দোলন করছেন অসম রাজ্যের কর্মীরা। অবশেষে সম্প্রতি অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকার সেখানকার রাজ্য সরকারি কর্মীদের জন্য বেশ কিছু সুবিধা দেওয়ার ঘোষণা করেছে। ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত যেসব বকেয়া ডিএ জমা রয়েছে, সেটি চারটি কিস্তিতে প্রদান করা হসেশ

প্রথম কিস্তির টাকা ডিসেম্বরেই প্রদান করা হবে, যার ফলে Employee Benefits বা কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। এরপর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পরবর্তী কিস্তিগুলি দেওয়া হবে। এই ধাপে ধাপে বকেয়া ডিএ প্রদান, কর্মচারীদের জন্য একটি বড় সান্ত্বনা, বিশেষত যখন তাঁরা দীর্ঘদিন ধরে এই দাবিতে সংগ্রাম করে আসছিলেন।

আরও পড়ুন, বাড়তি ছুটি ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার। পুজোর পরো ৪ দিন টানা ছুটি।

৩ শতাংশ ডিএ ঘোষণা

বর্তমানে, রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের আওতায় ৫০ শতাংশ ডিএ পাচ্ছেন, যা আগামী জুলাই থেকে ৫৩ শতাংশে উন্নীত হবে। অক্টোবর মাসের বেতন বা পেনশনের সঙ্গে এই বর্ধিত ডিএ প্রদান করা হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৃদ্ধি শুধু কর্মচারীদেরই নয়, বরং পেনশনভোগীদেরও সুবিধা দেবে।

gamezop ad

চা শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা

এছাড়া, রাজ্য মন্ত্রিসভা সম্প্রতি চা শ্রমিকদের জন্যও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আগে ১৫,০০০ টাকার বেশি আয় হলেই তাঁদের প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রদান করা হতো না, তবে এখন সেই সীমা প্রত্যাহার করা হয়েছে। ফলে প্রতিটি চা শ্রমিকই প্রভিডেন্ট ফান্ডের টাকা পাবেন, যা তাঁদের আর্থিক সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

আরপ পড়ুন, প্রত্যেক পরিবারকে একটি করে বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দিচ্ছে। কিভাবে এই সুবিধা পাবেন?

পশ্চিমবঙ্গের ডিএ নিয়ে খবর

এদিকে ২০১৬ সাল থেকে পশ্চিমবঙ্গেও চলছে ডিএ আন্দোলন। এরি মধ্যে একাধিক বার ডিএ ঘোষণা হলেও রাজ্য সরকারি কর্মীদের দাবি মতো মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চ গতকাল দুপুরে পেন ডাউন করমসুচী পালন করে। এরপর আগামী জানুয়ারীতে ডিএ মামলার সাথে যুক্ত হওয়ার ঘোষণা ও করেন।
এদিকে সরকারি কর্মীদের একাংশের মতামত, একদিকে পশ্চিমবঙ্গে ডিএ দেওয়া হচ্ছে না বলে গলা ফাটাচ্ছে বিজেপি। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যে বকেয়া ডিএ দিচ্ছে না, কর্মীদের ছাটাই করছে। এরকম দ্বিচারিতা শুধুমাত্র খবরে থাকার জন্য।

Related Articles

Back to top button