বন্ধ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। কিভাবে আবেদন করবেন জেনে নিন।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সমগ্র পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ। রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থিত বিদ্যালয় থেকে শুরু করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে পাঠরত ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশোনা সম্পূর্ণ করার ক্ষেত্রে এই স্কলারশিপের অনুদানের ওপর বহুলাংশেই নির্ভরশীল। তবে বিগত কয়েকদিন ধরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটটি বন্ধ। এই ওয়েবসাইটের মাধ্যমে কোনোভাবেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ -এর অধীনে ফ্রেশ কিংবা রিনিউয়ালের জন্য আবেদন করা সম্ভব হচ্ছে না, আর তাতেই ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষকদের চিন্তার পারদ ক্রমাগত চড়ছে। যার কারণে রাজ্যের ছাত্র মহলে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট বন্ধ হওয়ার বিষয়টি নিয়ে নানাপ্রকার প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
তবে ছাত্র-ছাত্রীদের আশ্বস্ত করতে কোনোভাবেই পিছিয়ে নেই রাজ্য সরকার। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধ হওয়ার দুদিনের মধ্যেই রাজ্যের ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে রাজ্য সরকারের তরফে অফিসিয়ালভাবে জানানো হয়েছে যে, নানাবিধ ম্যালওয়্যার অ্যাটাকের কারণে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটটি বন্ধ হয়ে গিয়েছে। আর এই ওয়েবসাইটটিকে যাতে পুনরায় কোনোরকম বাধা-বিপত্তি ছাড়াই চালনা করা যায়, তার জন্য রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। যার ফলস্বরূপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে বন্ধ রেখে এটিকে ঠিক করার প্রচেষ্টা চালানো হচ্ছে এবং এই প্রক্রিয়া চলাকালীন সীমিত সময়ের জন্য এই স্কলারশিপের ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। এর পাশাপাশি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ -এর কর্তৃপক্ষের তরফে আরো জানানো হয়েছে যে, ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে ঠিক না হওয়া পর্যন্ত ছাত্র-ছাত্রীরা কোনোভাবেই এই ওয়েবসাইটের মাধ্যমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন না।
তবে ওয়েবসাইট বন্ধ হলেও ছাত্র-ছাত্রীদের চিন্তা করার কোনো কারণ নেই বলেই জানানো হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ -এর কর্তৃপক্ষের তরফে। এখনও পর্যন্ত এই স্কলারশিপের আওতায় আবেদনের সময় শেষ হয়ে যায়নি বলেই জানিয়েছেন তারা। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট ঠিক হয়ে গেলেই পুনরায় এই স্কলারশিপের অধীনে ফ্রেশ এবং রিনিউয়াল -এর প্রক্রিয়া কার্যকরী করা সম্ভব হবে বলেই জানিয়েছেন তারা। ইতিমধ্যেই যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে ফ্রেশ এবং রিনিউয়াল আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারা আগামী দিনে টাকা পাবেন কিনা এই বিষয়টি নিয়েও বারংবার প্রশ্ন তোলা হয়েছিল। আর এই প্রশ্নের উত্তরে জানানো হয়েছে যে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক হলেই ছাত্র-ছাত্রীদের মধ্যে, অনুদান বন্টনের প্রক্রিয়া কার্যকর করা হবে। সুতরাং, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অধীনে আবেদন জানানো এবং অনুদান পাওয়া বর্তমানে শুধু সময়ের অপেক্ষা।