আবেদন করুন প্রধানমন্ত্রী জন ধন যোজনায় এবং পেয়ে যান সর্বোচ্চ ২ লক্ষ টাকা।

সাধারণ মানুষকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়েছে। আর এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে বর্তমানে সময়ে প্রধানমন্ত্রী জন ধন যোজনা অন্যতম জনপ্রিয় একটি প্রকল্পরূপে পরিচিতি পেয়েছে। সমগ্র ভারতের বিভিন্ন গ্রাম্য প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী সাধারণ নাগরিক থেকে শুরু করে শহরাঞ্চলের নাগরিকদের ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে ভারত সরকারের অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রী জন ধন যোজনা। এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী জন ধন যোজনার মাধ্যমে সমগ্র ভারতের ৪৯.১২ কোটি ভারতীয় জনগণ ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত হয়েছে।

প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় ভারতীয় জনগণ কি কি সুবিধা পাবেন:-

১. প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় একজন ব্যক্তি ভারতবর্ষের যেকোনো ব্যাংকের শাখায় জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এই যোজনার আওতাধীন ব্যাংক অ্যাকাউন্টগুলিতে কোনরূপ নিম্নতম ব্যালেন্স রাখার প্রয়োজন হয় না।

২. প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতাধীন অ্যাকাউন্টগুলিতে কোনো নূন্যতম ব্যালেন্স না রাখলেও কোনোপ্রকার অর্থ চার্জ করা হয় না। তবে এই অ্যাকাউন্টের অধীনে আপনি টাকা রাখলে সাধারণ অ্যাকাউন্টের মতই সুদ পাবেন।

৩. এই যোজনার আওতাভুক্ত ব্যক্তিরা ATM এবং ব্যাংকের ব্রাঞ্চের মাধ্যমে টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুবিধা পাবেন। একজন ব্যক্তি ১ মাসে ৪ বারের অধিক সময় টাকা উইথড্র করতে পারবেন।

৪. অন্যদিকে জন ধন যোজনার আওতায় একজন ব্যক্তি কোনরকম লিগ্যাল ডকুমেন্টস ছাড়াই স্মল অ্যাকাউন্ট বা ছোটা খাতা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার ১২ মাসের মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে, নতুবা এই অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। এছাড়াও স্মল একাউন্টের মাধ্যমে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫০ হাজার টাকা ডিপোজিট করতে পারবেন এবং প্রতি মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা উইথড্র করতে পারবেন।

gamezop ad

৫. প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় সেভিংস অ্যাকাউন্ট রয়েছে এইরূপ ব্যক্তিদের RUPAY ডেবিট কার্ড দেওয়া হয়ে থাকে। এই ডেবিট কার্ডের মাধ্যমে এই সমস্ত ব্যক্তিরা সমস্ত ভারতের যেকোনো ATM থেকে এবং যেকোনো ব্যাংকের CSP -এর মাইক্রো এটিএম থেকে টাকা তুলতে পারবেন।

৬. প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতাধীন সাধারণ কার্ডধারী ব্যক্তিদের সর্বোচ্চ ১ লক্ষ টাকার এক্সিডেন্টাল ইনসিওরেন্স দেওয়া হয়ে থাকে। অন্যদিকে যে সমস্ত ব্যক্তিদের প্রিমিয়াম কার্ড রয়েছে তারা সর্বোচ্চ ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনসিওরেন্স পেয়ে যাবে। তবে এক্ষেত্রে অ্যাক্সিডেন্টের ৬০ দিনের মধ্যে এ সংক্রান্ত সমস্ত প্রকার প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে।

৭. যে সমস্ত ব্যক্তিরা প্রথমবারের জন্য জন ধন যোজনার আওতায় ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছেন এবং ডেবিট কার্ডের সুবিধা গ্রহণ করেছেন তারা এই যোজনার আওতায় এককালীন ৩০ হাজার টাকার লাইভ কভার ইন্সুরেন্স পেয়ে যাবেন। তবে এই ইন্সুরেন্সের টাকা পাওয়ার ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে পরিবারের প্রধান উপার্জনকারী সদস্য হতে হবে।

৮. জন ধন যোজনার আওতাভুক্ত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ হাজার টাকার ওভারড্রাফটের সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ ওই ব্যক্তির অ্যাকাউন্টে যত টাকার ব্যালেন্স থাকুক না কেন তিনি ১০ হাজার টাকা তুলতে পারবেন। তবে কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নিয়ম অনুসারে, জন ধন যোজনার অ্যাকাউন্ট থেকে ওভারড্রাফটের মাধ্যমে তোলা টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে সুদ সহ জমা করতে হবে।

৯. এছাড়াও এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট রয়েছে এরূপ ব্যক্তিরা এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫,০০০ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।

আরও পড়ুন:- আবেদন করুন উজ্জ্বলা যোজনায় এবং পেয়ে যান বিনামূল্যে গ্যাস কানেকশন

প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় কারা আবেদন জানাতে পারবেন?

১. জন ধন যোজনার আওতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
২. ১৮ বছর থেকে শুরু করে ৫৯ বছর বয়সী যেকোনো ব্যক্তি প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও ১০ বছরের বেশি বয়সী বালক-বালিকারাও এই যোজনার আওতায় নিজেদের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, তবে এক্ষেত্রে তার পিতা, মাতা কিংবা অভিভাবককে সম্পূর্ণ ব্যাপারটি তদারক করতে হবে।
৩. ভারতবর্ষে বসবাসকারী ব্যাংক কর্মচারী, শিক্ষক, রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মচারী থেকে শুরু করে পেট্রোল পাম্পের মালিক, কল অফিস অপারেটর, স্মল স্কিম কোম্পানির এজেন্ট এই যোজনার আওতায় আবেদন জানাতে পারবেন। তবে যে সমস্ত ব্যক্তিরা আয়কর দিয়ে থাকেন তারা কোনভাবেই এই যোজনা সুবিধা পাবেন না।
৪. যে সকল ব্যক্তিরা আম আদমি যোজনার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করেছেন তারা কোনভাবেই এই যোজনার আওতায় আবেদন জানাতে পারবেন না।

কিভাবে প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় আবেদন জানাবেন?

জন ধন যোজনা আওতায় নিজের অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রথমেই আপনাকে প্রধানমন্ত্রী জন ধন যোজনার অফিশিয়াল ওয়েবসাইট https://pmjdy.gov.in/ -এ যেতে হবে। জন ধন যোজনার অফিশিয়াল ওয়েবসাইটের হোম পেজের একেবারে নিচের দিকে থাকা e-DOCUMENTS এর আওতাধীন Account Opening Form -English অথবা Account Opening Form -Hindi অপশন দুটির মধ্যে যেকোনো একটি অপশন নির্বাচন করুন এবং জন ধন যোজনার আওতায় আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি ডাউনলোড করে নিন। এক্ষেত্রে Account Opening Form -English -এর মাধ্যমে আপনি ইংরেজি ভাষার ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং Account Opening Form -Hindi -এর মাধ্যমে হিন্দি ভাষার ফর্মটি ডাউনলোড করতে পারবেন।

পরবর্তীতে ফর্মটিকে প্রিন্ট করে নিয়ে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন। এক্ষেত্রে আপনাকে আপনার নাম, ঠিকানা, পিন কোড, বৈবাহিক স্থিতি, জন্ম তারিখ, টেলিফোন নম্বর, আধার নম্বর, প্যান নম্বর, জব কার্ড নম্বর, পেশা, বার্ষিক আয় এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের নমিনির সমস্ত তথ্য, আপনি যে ব্যাংকের আওতায় জন ধন যোজনার অ্যাকাউন্ট খুলতে চাইছেন তার নাম, ব্রাঞ্চের নাম সহ ফর্মটিতে উল্লিখিত অন্যান্য তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করতে হবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করা হলে আপনি যে ব্যাংকের আওতায় জন ধন যোজনার অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন উক্ত ব্যাংকের যেকোনো শাখায় আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিগুলি জমা করার মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস:-

১. আধার কার্ড
২. কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা আইডেন্টিটি প্রুফ।
৩. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
৪. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।

Related Articles

Back to top button