Cyclone Dana – ডানা ঘূর্ণিঝড়ের কারণে টানা 4 দিন ছুটি ঘোষণা। মুখ্যমন্ত্রীর জরুরী ঘোষণা
Holiday for Cyclone Dana
আর কয়েক ঘন্টা পরই উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana). যার জেরে জরুরীভিত্তিতে ছুটি ঘোষণা (Holiday) করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee). দানা ঘূর্ণিঝড় এর কারণে কাদের জন্য এই ছুটি এবং কতদিন ছুটি, বিস্তারিত জেনে নিন।
Holiday in West Bengal for Cyclone Dana
১১৫ থেকে ১৩৫ কিমি/ঘন্টা বেগে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকুলে আছড়ে পড়বে ভয়াল ডানা ঘূর্ণিঝড়। আয়লা, ফনি বা আম্ফানের স্মৃতি স্মরণে রেখেই আগাম ছুটির ঘোষণা রাজ্য সরকারের। আগামীকাল অর্থাৎ ২৩শে অক্টোবর থেকে ২৬শে অক্টোবর পর্যন্ত রাজ্যের ৯ জেলার স্কুল ও কলেজ ছুটি থাকবে। আজ মঙ্গলবার নবান্ন থেকে একথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোন কোন জেলায় ছুটি?
ঘূর্ণিঝড় ডানা এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারে কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, গঞ্জাম, পুরী, জাজপুর, আঙ্গুল, খোরধা, নয়াগড়, জগৎসিংহপুর, ময়ূরভঞ্জ, কেওনঝার, ঢেনকানাল, এবং কটক। যার জেরে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা ও গাঙ্গেয় অন্তর্বর্তী ৯ জেলা ছুটির ঘোষণা করা হয়েছে। এই ৯টি জেলা হলো উত্তর ও দক্ষিন চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলী, কলকাতা, ঝাড়গ্রাম ও বাঁকুড়া। এই ৯ জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী ২৬ তারিখ পর্যন্ত ছুটি থাকবে।
আরও পড়ুন, বিদ্যুৎ বিলের খরচ কমতে চলেছে পশ্চিমবঙ্গে! কিভাবে এই সুবিধা পাবেন?
ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় সতর্ক প্রশাসন
এদিকে ১০০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা এবং এর সাথে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনার কথা মাথায় রেখে ইতিমধ্যেই প্রস্তুতি কাজ শুরু করেছে কলকাতা পুরসভা ও পার্শ্ববর্তী জেলা প্রশাসন। আলীপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ থেকেই আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিতে চলেছে। আজ মধ্যরাত থেকেই হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৭৫ কিলোমিটার পর্যন্ত। এবং সেটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেলে আগামীকাল সকাল থেকে প্রতি ঘণ্টায় ৯৫ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড় বইতে পারে। এবং হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ১৩৫ কিলোমিটার পর্যন্ত।
আরও পড়ুন, সকল সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ও পেনশন বাড়ছে। কমপক্ষে এতো টাকা একাউন্টে ঢুকবে
দানা ঘূর্ণিঝড় মোকাবেলায় ২৪ ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখানে নবান্ন থেকে নজরে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচন এর ভোটের ট্রেনিং, যার মধ্যে উত্তর ও দক্ষিন ২৪ পরগনা ও রয়েছে। তারমধ্যে এই ঘূর্ণিঝড় রাজ্য নির্বাচন কমিশন কেও বাড়তি চাপে ফেলে দেবে বলে অনেকেই মনে করছেন।
কোন দেশ Cyclone Dana নাম দিয়েছে?
এশিয়ার সমুদ্র উপকুলে সৃষ্ট ঘূর্ণিঝড় আগে থেকেই একেক দেশ নামকরন করে থাকে। আর এবারের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ডানা (দানা ঘূর্ণিঝড়) এর নাম দিয়েছে আরবীয় দেশ কাতার। প্রসঙ্গত এর আগের ঘূর্ণিঝড় আম্ফান বা উম্পুন এর নাম দিয়েছিলো থাইল্যান্ড। পরবর্তী আপডেট পেতে বাংলা একাডেমী ফলো করুন।