এবার থেকে বিদ্যুৎ বিলেও মিলবে বিশেষ ছাড়। কারা পাবেন এই বিশেষ ছাড়, জেনে নিন।

পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের কল্যাণের খাতিরে রাজ্য সরকারের তরফে বিভিন্ন ধরনের প্রকল্প থেকে শুরু করে স্কলারশিপ সহ নানাবিধ স্কিম কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গে বসবাসকারী আর্থিকভাবে দুর্বল শ্রেণীর অসহায় জনগণকে সাহায্য করার জন্য বিভিন্ন প্রকার নতুন নিয়মও কার্যকর করা হয়ে থাকে। আর এবারে রাজ্য সরকারের তরফে বিদ্যুৎ বিল সংক্রান্ত তেমনই এক বিশেষ নিয়ম কার্যকর করা হলো, যার মাধ্যমে রাজ্যের নাগরিকরা বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও বিশেষ ছাড় পেতে চলেছেন। ইতিমধ্যেই রাজ্যের সাধারণ নাগরিকদের মধ্যে বিদ্যুৎ বিলে ছাড় সংক্রান্ত বিষয়টি নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। চলুন তবে জেনে নেওয়া যাক রাজ্য সরকারের তরফে কার্যকর নিয়ম অনুসারে বিদ্যুৎ বিলের ক্ষেত্রে কারা কত টাকার ছাড় পাবেন:-

রাজ্য সরকারের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী দিনে রাজ্য বসবাসকারী দরিদ্র, দুঃস্থ জনগণকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। মূলত যে সমস্ত পরিবারগুলি ৩ মাসে একত্রে ৭৫ ইউনিট বা তার তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করে থাকেন তারা বিদ্যুৎ বিলের ক্ষেত্রে এই বিশেষ ছাড় পেয়ে যাবেন। মূলত রাজ্য বিদ্যুৎ বন্টন ব্যবস্থার তরফে প্রতি ৩ মাস অন্তর রাজ্যের সাধারণ জনগণের বাড়িতে বিদ্যুৎ বিল পাঠানো হয়ে থাকে। অন্যদিকে রাজ্যের বিদ্যুৎ বন্টন ব্যবস্থার তরফে জারি করা মূল্য অনুসারে প্রতি ১ ইউনিট বিদ্যুতের জন্য ৫.৩০ টাকা খরচ করতে হয়। সুতরাং হিসেব অনুসারে ৭৫ ইউনিট বিদ্যুতের দাম দাঁড়ায় ৩৯৭.৫ টাকায়।

আরও পড়ুন:- রাজ্য সরকারের তরফে নতুন স্মার্ট কার্ড লাইসেন্স জারি করা হলো, এবার থেকে বাড়িতে বসেই মিলবে গাড়ির লাইসেন্স।

অর্থাৎ আপনি যদি ৩ মাসে একত্রে ৭৫ ইউনিটের তুলনায় কম বিদ্যুৎ খরচ করে থাকেন এবং আপনার বিদ্যুৎ বিলের পরিমাণ ৩৯৭.৫ টাকার তুলনায় কম হয়ে থাকে, তবে রাজ্য সরকারের তরফে কার্যকর নিয়ম অনুসারে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আপনার বিদ্যুৎ বিলের সম্পূর্ণ ভর্তুকি দেওয়া হবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র দেশের সমস্ত রাজ্যগুলির মধ্যে যেসকল রাজ্যগুলিকে বিদ্যুতের দাম অত্যন্ত বেশি তার তালিকায় পশ্চিমবঙ্গের নামও রয়েছে। ফলত রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হলেও বিদ্যুতের বিল মেটানোর ক্ষেত্রে রাজ্যের সাধারণ নাগরিকদের যথেষ্ট ভোগান্তি পোহাতে হয়।

এমনকি বহু ক্ষেত্রেই বিদ্যুৎ বিলের মূল্য মেটাতে না পারার কারণবশত সাধারণ নাগরিকদের বাড়ির বিদ্যুৎ কানেকশন বন্ধ করে দেওয়া হয়ে থাকে। আর এই সমস্যার থেকে সাধারণ নাগরিকদের মুক্তি দেওয়ার খাতিরেই রাজ্য সরকারের তরফে বিদ্যুৎ বিল সংক্রান্ত বিশেষ নিয়ম কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে আগামী দিনে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ যথেষ্ট উপকৃত হবেন, এমনটাই মনে করা হচ্ছে বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের তরফে। বর্তমানে সমগ্র দেশজুড়ে ক্রমাগত হারে মূল্যবৃদ্ধির পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এমতাবস্থায় রাজ্যের সাধারণ জনগণের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের তরফে গৃহীত এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের জন্য যথেষ্ট কার্যকরী হতে চলেছে, এমনটাই দাবি করা হয়েছে সংশ্লিষ্ট মহলের কর্তা ব্যক্তিদের তরফে।

gamezop ad

Related Articles

Back to top button