আধার কার্ডের তথ্যে ভুল রয়েছে। বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে ঠিক করে নিন।

ভারতীয় নাগরিকদের জন্য ভোটার কার্ড, প্যান কার্ড -এর পাশাপাশি আধার কার্ডও একটি অন্যতম গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। বাচ্চাদের স্কুলে ভর্তি করা থেকে শুরু করে প্যান কার্ড তৈরি এমনকি প্যান কার্ডের বৈধতা বজায় রাখার ক্ষেত্রেও আধার কার্ড প্রয়োজন হয়ে থাকে। এর পাশাপাশি ব্যাংক একাউন্ট খোলা থেকে শুরু করে গ্যাস কানেকশন পাওয়া পর্যন্ত বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি কাজে আধার কার্ড প্রয়োজন হয়ে থাকে। আর তাই আধার কার্ডে উল্লিখিত ব্যক্তির সমস্ত প্রকার তথ্য একেবারে সঠিক হওয়া অতি আবশ্যক। তবে বহু ক্ষেত্রেই দেখা যায় ফর্ম পূরণের ভুলের কারণে কিংবা অন্য যেকোনো রকম সমস্যার কারণে নাগরিকদের আধার কার্ডের তথ্যে নানারকম ভুল থেকে যায়। আর এই সমস্ত ভুল থাকার কারণে নাগরিকদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়।

তবে এই সমস্যা থেকে মুক্তির উপায়ও রয়েছে। UIDAI -এর তরফে জারি করা তথ্য অনুসারে জানা গিয়েছে যে নাগরিকরা বাড়িতে বসেই UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অত্যন্ত সহজেই আধার কার্ডে থাকা বিভিন্ন ভুল তথ্য ঠিক করে নিতে পারবেন। সুতরাং আপনার আধার কার্ডের বিভিন্ন তথ্যে যদি ভুল থেকে থাকে তবে আপনিও বাড়িতে বসেই এই সমস্ত ভুল তথ্য সংশোধন করে নিতে পারবেন। আজকের এই পোস্টের মাধ্যমে আমরা আধার কার্ডের তথ্য সংশোধন সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি।

কিভাবে আপনারা বাড়িতে বসেই আধার কার্ডের সমস্ত তথ্য সংশোধন করতে পারবেন:-

১. আধার কার্ডের সমস্ত তথ্য সংশোধন করার জন্য আপনাকে UIDAI -এর তরফে কার্যকরী My Aadhaar ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ -এ যেতে হবে।

২. এরপর উক্ত ওয়েবসাইটের হোম পেইজে থাকা Login অপশনে ক্লিক করুন এবং আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনার আধার নম্বরটি সঠিকভাবে লিখে ক্যাপচা কোডটি পূরণ করে SEND OTP অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে OTP টি আসবে তা সঠিক স্থানে সঠিকভাবে লিখে LOGIN অপশনে ক্লিক করতে হবে।

৩. উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে। এই পেজটিতে আপনি আধার কার্ড সংক্রান্ত সমস্ত রকম পরিষেবার অপশন পেয়ে যাবেন এই সমস্ত অপশনগুলির মধ্যে থেকে আপনাকে AADHAAR UPDATE অপশনটি নির্বাচন করে নিতে হবে।

gamezop ad

৪. পরবর্তীতে আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে, যাতে আপনি UPDATE AADHAAR ONLINE এবং HEAD OF FAMILY BASED ADDRESS UPDATE নামক দুটি অপশন পেয়ে যাবেন। আধার কার্ডের তথ্য সংশোধন করার জন্য আপনাকে UPDATE AADHAAR ONLINE অপশনটিতে ক্লিক করুন। এক্ষেত্রে সাধারণ জনগণের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, উপরোক্ত অপশনটির মাধ্যমে আপনি শুধু আপনার ঠিকানা সম্পর্কিত তথ্য সংশোধন করতে পারবেন। আপনার নাম, জেন্ডার, জন্ম তারিখ এই সমস্ত তথ্যগুলি সংশোধন করার ক্ষেত্রে আপনাকে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যেতে হবে। UIDAI-এর ওয়েবসাইটের মাধ্যমে ঠিকানা সম্পর্কিত তথ্য ছাড়া অন্য কোন প্রকার তথ্য সংশোধন করা সম্ভব নয়।

৫. এক্ষেত্রে UPDATE AADHAAR ONLINE অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ আসবে। ওই পেজে থাকা PROCEED TO UPDATE AADHAAR অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা ADDRESS অপশনে ক্লিক করুন এবং আগামীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার ঠিকানা সম্পর্কিত সমস্ত সঠিক তথ্য নির্ভুলভাবে লিখুন। এক্ষেত্রে আপনাকে আপনার গ্রাম অথবা শহর, পুলিশ স্টেশন, সাব ডিস্ট্রিক্ট, জেলা, রাজ্য সহ পেজটিতে উল্লিখিত অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে।

৬. এরপর আপনার সঠিক ঠিকানার প্রমাণপত্র আপলোড করতে হবে এবং পেজের নিচের দিকে থাকা next অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে ফর্ম এবং আপনি যে ডকুমেন্টটি আপলোড করেছেন তার একটি প্রিভিউ চলে আসবে। এক্ষেত্রে আপনার ঠিকানা সংক্রান্ত সমস্ত তথ্য এবং ঠিকানার প্রামাণ্য নথি সঠিক থাকলে নিচে থাকা চেকবক্সে ক্লিক করে NEXT অপশনে ক্লিক করুন।

৭. সবশেষে আধার সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আপনার আধার সংশোধনের আবেদনপত্রটি সাবমিট হয়ে যাবে। এরপর ফি পেমেন্টের এই ওয়েবসাইটের মাধ্যমে Acknowledge receipt টি ডাউনলোড করে নিন। পরবর্তীতে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরে যাবেন আপনার আধার কার্ডের ঠিকানায় আপডেট হয়েছে কিনা। ঠিকানা আপডেটের প্রক্রিয়াটি সম্পন্ন হলে UIDAI -এর ওয়েবসাইট থেকে আপনি আপনার আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।

এক্ষেত্রে মূল যে প্রশ্নটি রয়েছে তা হল আধার কার্ডের অন্যান্য তথ্যগুলি অর্থাৎ নাম, জেন্ডার, জন্ম তারিখ এগুলি কিভাবে সংশোধন করা সম্ভব। আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, আধার কার্ডের নাম, জন্ম তারিখ সংক্রান্ত তথ্যগুলি সংশোধন করার জন্য আপনাকে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে যোগাযোগ করতে হবে। আপনি UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নিজের নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটি খুঁজে নিতে পারবেন এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করার মাধ্যমে আধার সেবা কেন্দ্র থেকে আপনার আধার কার্ডের নাম, জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য সংশোধন করতে পারবেন। আপনার বাড়ির নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটি খোঁজার জন্য আপনাকে যে যে ধাপগুলি অনুসরণ করতে হবে তা হল-

১. প্রথমেই আপনাকে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/en/ -এ যেতে হবে এবং হোম পেজের নিচের দিকে থাকা Update Aadhaar অপশনের আওতাধীন Update Aadhaar at Enrolment/Update Center অপশনে ক্লিক করতে হবে।
২. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা অপশনগুলির মাধ্যমে আপনি তিনটি উপায়ে নিজের বাড়ির নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটি খুঁজে নিতে পারবেন। এক্ষেত্রে প্রথমেই আসে STATE অপশনটি। এই অপশনে ক্লিক করে আপনাকে আপনার রাজ্য, জেলা, গ্রাম সঠিকভাবে নির্বাচন করে ক্যাপচা কোড পূরণ করে LOCATE A CENTRE অপশনে ক্লিক করলেই আপনি আপনার বাড়ির নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটি খুঁজে নিতে পারবেন।
৩. অন্যদিকে POSTAL (PIN) CODE অপশনের ক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার এলাকার পিন কোড প্রদানের মাধ্যমে নিজের বাড়ির নিকটবর্তী আধার সেবা কেন্দ্রটি খুঁজে নিতে পারবেন। এছাড়াও SEARCH BOX অপশনের ক্ষেত্রে আপনি আপনার জেলা অথবা নিকটবর্তী এলাকার নাম উল্লেখ করার মাধ্যমে আপনার সর্বাধিক কাছের আধার সেবা কেন্দ্রটি খুঁজে নিতে পারবেন।

আরও পড়ুন:- আবেদন করুন স্বামী দয়ানন্দ স্কলারশিপে এবং পেয়ে যান ৫ লক্ষ টাকার অনুদান।

আধার সেবা কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন কিভাবে:-

১. আধার কার্ডের বিভিন্ন তথ্য সংশোধন করার ক্ষেত্রে আধার সেবা কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট বুক করা অত্যন্ত প্রয়োজনীয়। আর তা করার জন্য আপনাকে প্রথমেই UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটএ যেতে হবে।

২. এরপর হোম পেইজের নিচের থাকা Get Aadhaar অপশনটির আওতাধীন Book an Appointment অপশনে ক্লিক করুন এবং আপনার নিকটবর্তী আধার কেন্দ্রটি বেছে নিয়ে Book an Appointment at UIDAI run Aadhaar Seva Kendra অপশনের অধীনে থাকা proceed to book an appointment বাটনে ক্লিক করুন।

correct-your-wrong-aadhaar-information

৩. পরবর্তীতে আপনার সামনে একটি পেজ আসবে যাতে আপনি Aadhaar Update, New Aadhaar, Manage Appointments নামক তিনটি অপশন দেখতে পারবেন। এর মধ্যে থেকে Aadhaar Update অপশনটি বেছে নিয়ে আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা কোডের মাধ্যমে OTP ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

৪. OTP ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করার পরই আপনার সামনে একটি নতুন পেজ আসবে। এই পেজটিতে আপনি আপনার নাম, আধার নম্বর, আপনি ভারতীয় নাগরিক কিনা, রাজ্য, শহর অথবা গ্রাম এবং আধার সেবা কেন্দ্র সঠিকভাবে নির্বাচন করে নিন এবং Next অপশনে ক্লিক করুন।

৫. এরপর আপনার সামনে আসা নতুন পেজটিতে আপনি আপনার আধার কার্ডের কোন তথ্যটি আপডেট করতে চাইছেন তা নির্বাচন করে নিন এবং Next বাটনে ক্লিক করুন।

৬. তারপর আপনার সুবিধা অনুসারী তারিখ এবং সময় বেছে নিয়ে এপয়েন্টমেন্ট বুক করুন এবং NEXT অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার তথ্যগুলির প্রিভিউ চলে আসবে। সমস্ত তথ্য ঠিক থাকলে পুনরাই নেক্সট অপশনে ক্লিক করে পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

৭. পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আপনাকে একটি পিডিএফ দেওয়া হবে যাতে আপনার আধার সেবা কেন্দ্রের বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য উল্লেখ করা থাকবে। এই পিডিএফটি আপনি প্রিন্ট করে হার্ড কপি রূপে কিংবা পিডিএফ রূপে নিজের ফোনে রাখতে পারেন। পরবর্তীতে আধার সেবা কেন্দ্রে আধার সংশোধনের জন্য এই পিডিএফটি প্রয়োজন হবে।

৮. এরপর আপনি নির্দিষ্ট দিন নির্দিষ্ট আধার কেন্দ্রে উপস্থিত হলে আপনার আধার সংশোধনের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-

আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র।

Related Articles

Back to top button