Holiday – পশ্চিমবঙ্গে ফের টানা ছুটি ঘোষণা। বন্ধ থাকবে স্কুল কলেজ ও সরকারি অফিস। ছুটির তালিকা দেখে নিন

West Bengal Holiday List

পশ্চিমবঙ্গে উৎসবের মরসুম মানেই ছুটি (Holiday) আর আনন্দের সময়। এই বছর দুর্গাপুজো থেকে শুরু করে ভাইফোঁটা পর্যন্ত টানা ছুটি থাকছে (Durga Puja Vacation) রাজ্যের সব সরকারি অফিস কাছারি ও শিক্ষাপ্রতিষ্ঠান। দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ভাইফোঁটার জন্য অক্টোবরের শুরু থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় ২০ দিনের মধ্যে ১৪ দিনই ছুটি, যা কর্মচারীদের জন্য উৎসবের সময়টাকে আরও আনন্দময় করে তুলবে। দেখে নেওয়া যাক এই বিস্তারিত ছুটির তালিকা।

West Bengal Holiday List of Durga Puja Vacation 2024

দুর্গাপুজোর ছুটির তালিকা

দুর্গাপুজো মানেই সারা রাজ্যজুড়ে উৎসবের আমেজ ও তানা ছুটি (Durga Puja Vacation). এবছর ৭ অক্টোবর, সোমবার থেকে সরকারি অফিসে ছুটি শুরু হবে। চতুর্থী থেকে শুরু করে দশমী পর্যন্ত টানা ছুটি থাকবে। তবে শুধু দুর্গাপুজোর চারদিন নয়, চতুর্থী, পঞ্চমী ও ষষ্ঠীতেও ছুটি পাবে সরকারি কর্মচারীরা। তাই কার্যত পুজোর ছুটি শুরু হবে ৭ অক্টোবর থেকে। ১৮ অক্টোবর, শুক্রবার পর্যন্ত ছুটি থাকবে, ফলে যাঁদের শনিবারও ছুটি থাকে, তাঁরা ২১ অক্টোবর, সোমবার থেকে অফিসে যোগ দেবেন।

কোজাগরী লক্ষ্মীপুজোর ছুটি

দুর্গাপুজোর পর কোজাগরী লক্ষ্মীপুজোতে বাড়তি ছুটিরও ঘোষণা (Holiday) করেছে সরকার। ১৬ অক্টোবর, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন তো ছুটি থাকবেই, তার সঙ্গে ১৭ ও ১৮ অক্টোবরেও ছুটি দেওয়া হয়েছে। ফলে দুর্গাপুজোর পরেও একটানা ছুটি উপভোগ করতে পারবেন কর্মচারীরা।

কালীপুজোর ছুটি

অক্টোবরের শেষ দিকে আসছে কালীপুজো, যা এক বিশেষ গুরুত্ব বহন করে বাংলার মানুষের কাছে। ৩১ অক্টোবর, বৃহস্পতিবার কালীপুজোতে ছুটি থাকবে। এর সঙ্গে পরের দিন, ১ নভেম্বরেও ছুটি ঘোষণা করা হয়েছে। তাই কালীপুজোর জন্যও সরকারি কর্মীরা টানা দুইদিন ছুটি উপভোগ করবেন।

ভাইফোঁটার ছুটি

কালীপুজোর পরেই পড়ছে ভাইফোঁটা। এবছর ভাইফোঁটা পড়েছে ৩ নভেম্বর, রবিবার। রবিবারে ছুটি থাকলেও, ভাইফোঁটার পরদিন, ৪ নভেম্বর, সোমবারও সরকারি অফিস বন্ধ থাকবে। তাই ৫ নভেম্বর, মঙ্গলবার থেকে অফিস খুলবে।

আরও পড়ুন, প্রতিমাসে ৩০০০ টাকা পাবেন। আজই আবেদন করুন।

সর্বোপরি এবার ছুটির তালিকা থেকে ৩ দিন অতিরিক্ত ছুটি (West Bengal) মিলেছে। অন্যদিকে হাই স্কুলের ক্ষেত্রে দুর্গা পুজো থেকে ভাইফোটায় টানা ছুটি থাক্লেও, প্রাইমারী স্কুলের ক্ষেত্রে ৫ দিন ক্লাস থাকে।তবে সিক্ষকদের একাংশ মনে করেন প্রাইমারী স্কুলের খেত্রেও টানা ছুটি দেওয়া প্রয়োজন।

এবার কেন্দ্রীয় হারে DA পাবেন সরকারি কর্মীরা। পুজোর আগেই সুখবর!

এখন এই টানা ছুটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের (Government Employee) জন্য হলেও, উৎসবের এই সময়টা সকলের জীবনেই খুশির সময়। পুজোর আনন্দকে উপভোগ করতে অনেকেই পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটাবেন। আবার অনেকে হয়তো এই সুযোগে বিভিন্ন পর্যটনস্থল ভ্রমণের পরিকল্পনা করছেন। সর্বোপরি, পুজোর ছুটির এই ঘোষণা নিশ্চিতভাবে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছে।
Written by Nabadip Saha.

Related Articles

Back to top button