Dearness Allowance: অবশেষে ডিসেম্বরেই DA ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের? 20% এর উপরে আসবে মহার্ঘ ভাতা?
DA Hike News
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের (West Bengal Government Employees) জন্য বড়সড়ো আপডেট। ডিসেম্বরেই মহার্ঘ ভাতা বা (Dearness Allowance) ফের বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। অনেকের ধারণা, এবার পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীদের জন্য ২০ শতাংশ হারে DA ঘোষণা করতে পারে। আদৌ কি বেতন বাড়তে চলেছে (salary hike) বা ডিএ? বাড়লেও কতটা?
West Bengal Employees Dearness Allowance
কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধির (DA Hike) ঘোষণা করে, যা জানুয়ারি এবং জুলাই মাসে কার্যকর হয়। জানুয়ারি মাসের DA টি ঘোষণা করা হয় মার্চ এপ্রিল আর জুলাইয়ের ডিএ দেওয়া হয় সাধারণত অক্টোবর মাস নাগাদ। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এ বছর দীপাবলীর আগে তার কর্মচারীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র। যার ফলে তাদের মহার্ঘভাতার পরিমান এখন এসে দাঁড়িয়েছে মোট ৫৩ শতাংশে।
এদিকে পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতার দিকে তাকালে দেখা যায়, কেন্দ্রীয় সরকারের তুলনায় অনেকটাই কম ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা। যদিও তারা বারবার কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, কিন্তু তা কোনভাবেই সম্ভব নয় বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রাজ্য। তবে কেন্দ্রীয় হারে না বাড়লেও ইতিমধ্যেই ৪ শতাংশ করে দুবার ডিএ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার এ নিয়ে কোনো সুখবর আসতে পারে বলে এখন আশা করছেন রাজ্য সরকারি কর্মীরা।
উল্লেখ্য ২০২৩ সালে পার্কস্ট্রিটে ক্রিসমাস উৎসবের মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানো হবে। সেই ঘোষণার ফলে, ২০২৪ সালের জানুয়ারি থেকে তারা ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। এরপর ২০২৪ এর এপ্রিল মাসে আরো চার শতাংশ ডি এর ঘোষণা আসে, যার ফলে রাজ্য সরকারি কর্মীদের মোট মহার্ঘভাতা পৌঁছায় ১৪ শতাংশে।
আরও পড়ুন, রেশন কার্ড গ্রাহকদের জন্য দারুন সুখবর! এবার থেকে বেশি করে রেশন পাবেন!
ডিসেম্বরেই ডিএ নিয়ে ঘোষণার সম্ভাবনা
যাইহোক, এদিকে ফের ডিসেম্বর মাস পড়তে চলেছে। তাই গত বছরের ঘটনা দেখে এখন রাজ্য সরকারি কর্মীরা আন্দাজ করছেন এ বছরও হয়তো মুখ্যমন্ত্রী বড়দিনের সময় ডিএ (Dearness Allowance) বাড়ানোর ঘোষণা করতে পারেন। যদিও, এখনও রাজ্য সরকারের তরফে এ বিষয়ে কোনো সরকারি বিবৃতি বা আগাম ইঙ্গিত মেলেনি। আর ঘোষণা হলেও সেটা পহেলা জানুয়ারীর আগে চালু হওয়ার সম্ভাবনা খুবই কম।
কেন্দ্রীয় সরকারের কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পান। তাদের ডিএ ও অনেক বেশি। এদিকে আবার নভেম্বরেই অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে আলোচনা শুরু হতে পারে বলে সূত্রের খবর। সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় খুব সামান্যই বেতন ও ডিএ পান। তাই এই মুহূর্তে যদি DA বাড়ে তবে খানিকটা হলেও স্বস্তি পাবেন তারা। এদিকে বকেয়া ডিএ না দেওয়ায় আগামীতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই ব্যাপারে ও কি পদক্ষেপ বা কর্মসুচি ঘোষিত হয়, সেই দিকেও নজর রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মীদের।