Civic Volunteer: পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ 2024. সিভিক ভলেন্টিয়ারদের বেতন কত? সিভিক পুলিশ ফর্ম নতুন খবর

West Bengal Civic Volunteer Qualification

বর্তমানে রাজ্যের অনেক ছেলেমেয়ে চান সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer) হিসেবে চাকরি করতে। বিশেষত সাম্প্রতিককালে সিভিক ভলান্টিয়ারদের কাজের সরকারীকরণ করায় এবং তাদের বেতন বৃদ্ধি পাওয়ায় এই কাজের গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে। এখন সিভিক ভলেন্টিয়ারদের সরাসরি পুলিশের কনস্টেবল হিসেবেও নিয়োগ করছে রাজ্য সরকার। তাই বর্তমানে এর মর্যাদা অন্য কোন সরকারি চাকরির চেয়ে কম নয়। এই অবস্থায় কেউ যদি সিভিক পুলিশ হতে চান তবে তার কি যোগ্যতা থাকতে হবে? কিভাবে নিয়োগ হবে? সিভিক ভলেন্টিয়ারদের বেতন কত দেওয়া হবে? সেই সব নিয়েই জেনে নেব আজ।

West Bengal Civic Volunteer Recruitment and Salary

পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের সংখ্যা

পশ্চিমবঙ্গে সিভিক ভলান্টিয়ার নিয়োগের পরিমাণ সাম্প্রতিক বছরগুলোতে লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে, সারা রাজ্যে ১ লক্ষ ২৩ হাজার ৬৯৬ জন সিভিক ভলান্টিয়ার কাজ করছেন, যার মধ্যে কলকাতার জন্য নিযুক্ত আছে ৭২১৮ জন, আর বাকি ১ লক্ষ ১৬ হাজার ৪৭৮ জন রয়েছেন রাজ্য পুলিশের অধীনে। তবে এই বিশাল নিয়োগের পেছনে নানা প্রশ্নও উঠেছে তাঁদের বেতন, কাজের ধরন, এবং কর্মক্ষেত্রে ভূমিকা নিয়ে।

সিভিক ভলান্টিয়ার নিয়োগের প্রক্রিয়া ও যোগ্যতা

২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার সিভিক ভলান্টিয়ার নিয়োগের জন্য একটি বিশেষ আদেশ জারি করে। সেই নির্দেশিকা অনুযায়ী, মাধ্যমিক পাশ করার পরেই একজন ব্যক্তি সিভিক ভলান্টিয়ার হওয়ার জন্য সিভিক পুলিশ ফর্ম ফিলাপ করে আবেদন করতে পারতেন। বয়সসীমা নির্ধারণ করা হয়েছিল ২০ থেকে ৩০ বছরের মধ্যে, এবং বিশেষ অগ্রাধিকার দেওয়া হতো তাঁদের, যাঁরা এনসিসি, খেলাধূলা, অথবা সিভিক ডিফেন্সের কাজে যুক্ত ছিলেন। তবে ২০১৭ সালে এই নিয়মে পরিবর্তন এনে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে কমিয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত নামিয়ে আনা হয়।

আরও পড়ুন, আবার বাড়ছে রান্নার গ্যাসের দাম। ভর্তুকি ও বন্ধ। কারা কি কারণে ভর্তুকি পাচ্ছেন না?

সিভিক ভলান্টিয়ারদের বেতন

বর্তমানে, কলকাতা পুলিশের অধীনস্থ Civic Volunteer Salary বা সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন ১০ হাজার টাকা। তবে এ নিয়ে বিস্তর বিতর্কও রয়েছে। মূলত, সিভিক ভলান্টিয়ারদের ট্রাফিক গার্ড হিসেবে নিয়োগ দেওয়া হলেও বাস্তবে তাঁদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়, যেমন আইনশৃঙ্খলা রক্ষা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং বিভিন্ন উৎসবের সময় জনসমাবেশ সামলানো।

আরও পড়ুন, দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট 2024, কবে থেকে শুরু দেখুন

সিভিক ভলেন্টিয়ার নিয়োগের চ্যালেঞ্জ

হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সিভিক ভলান্টিয়ারদের কাজের প্রসঙ্গে বহু মামলা দায়ের হয়েছে। আরজি কর হাসপাতালে সিভিক ভলান্টিয়ার নিয়োগের বিষয়ে সুপ্রিম কোর্ট কড়া অবস্থান গ্রহণ করে। এরপর, রাজ্য সরকারের থেকে সিভিক ভলান্টিয়ার নিয়োগের প্রক্রিয়া নিয়ে হলফনামা তলব করা হয় এবং নিয়মকানুনের উপর স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, সিভিক ভলান্টিয়ারদের শুধুমাত্র ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা উচিত। তবে বাস্তবে দেখা যায় যে, আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাঁদের নিযুক্ত করা হয়, যা নিয়মের বাইরে।

সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ প্রক্রিয়া, বেতন এবং কাজের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। অনেকেই মনে করছেন, সিভিক ভলান্টিয়ারদের মূল কাজ থেকে বিচ্যুত করে তাঁদের কঠিন দায়িত্ব পালনে নিযুক্ত করা হচ্ছে, যা তাঁদের দক্ষতার পরিধির বাইরের। এই সবকিছু বিবেচনায় রেখে, সিভিক ভলান্টিয়ারদের ভবিষ্যৎ কাজের ক্ষেত্র এবং বেতন কাঠামো নিয়ে রাজ্য সরকারকে নয়া পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে।

Related Articles

Back to top button