WBSSC Upper Primary Counselling – পুজোর আগেই দু’দফায় উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। কবে থেকে শুরু হচ্ছে জেনে নিন

WBSSC Upper Primary Counselling Date

পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক পর্যায়ের শিক্ষক নিয়োগ তথা WBSSC Upper Primary Counselling নিয়ে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর এসেছে। ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC Upper Primary Merit List) উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করেছে। কয়েক মাসের অপেক্ষার পর চাকরিপ্রার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে মেধাতালিকা প্রকাশের পরপরই সবচেয়ে বড় প্রশ্ন ছিল, কাউন্সেলিং কবে শুরু হবে? স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, পুজোর আগেই দ্রুত কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু হবে।

WBSSC Upper Primary Counselling Date and Phase

বুধবার সন্ধ্যায় মেধাতালিকা প্রকাশিত হওয়ার পর WBSSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, পুজোর আগে এক বা দুই দিনের মধ্যেই দু’দফায় কাউন্সেলিং সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই ঘোষণার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও নিশ্চিত করেন যে, শুধু উচ্চ প্রাথমিক নয়, প্রাথমিক-সহ অন্যান্য স্তরেও দ্রুত নিয়োগের কাজ সম্পন্ন হবে। মন্ত্রী বলেন, “SSC ইতিমধ্যেই মেধাতালিকা প্রকাশ করেছে এবং কাউন্সেলিংয়ের কাজও (WBSSC Upper Primary Counselling) দ্রুত শুরু হবে।”

উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা দীর্ঘ সময় ধরে এই নিয়োগ প্রক্রিয়ার অপেক্ষায় ছিলেন। উল্লেখযোগ্যভাবে, ২০১৪ সালের জানুয়ারিতে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরীক্ষাটি হয়েছিল ২০১৫ সালের অগস্টে, এবং ফলাফল প্রকাশিত হয় ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে। তবে দুর্নীতির অভিযোগের কারণে মেধাতালিকাটি দু’বার বাতিল হয়। অবশেষে ২০২৪ সালে তৃতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে, যা প্রার্থীদের জন্য আশার আলো হয়ে এসেছে।

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ১৪ হাজার ৫৩ জন প্রার্থীর মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। সেই তালিকায় পরবর্তীতে আরও ৯ জন যোগ হওয়ায় মোট প্রার্থী সংখ্যা দাঁড়ায় ১৪,০৬২ জন। তবে কিছু প্রার্থীর শংসাপত্র ও তথ্যগত গরমিলের কারণে ৯৬ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

চাকরিপ্রার্থীদের আশা, পুজোর আগে কাউন্সেলিং সম্পন্ন হলে দ্রুত নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে। আদালতের নির্দেশ অনুসারে, SSC-কে এক মাসের মধ্যে মেধাতালিকা প্রকাশ করে কাউন্সেলিং সম্পন্ন করতে হবে এবং পরবর্তী এক মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। যদিও অনেকের মধ্যে সংশয় ছিল পুজোর আগে কাউন্সেলিং হবে কি না, কিন্তু SSC এবং শিক্ষামন্ত্রীর এই বক্তব্য প্রার্থীদের আশ্বস্ত করেছে।

আরও পড়ুন, উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে সরকারি নির্দেশ দেখুন।

এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেশ কয়েক বছর ধরেই চলছিল আইনি জটিলতা। যার ফলে থমকে ছিল নিয়োগ প্রক্রিয়া। কিন্তু অবশেষে ২০২৪ সালে এসে তা কার্যকর হতে চলেছে। মেধাতালিকা প্রকাশ ইতিমধ্যেই হয়ে গেছে। আর পুজোর আগেই কাউন্সেলিং শুরুর সম্ভাবনা রয়েছে। যা চাকরিপ্রার্থীদের খুশি করেছে। সূত্রের খবর বলে, রাজ্য সরকার এবং কমিশন দ্রুত নিয়োগ সম্পন্ন করতে বদ্ধপরিকর।

কিছুক্ষণ আগেই জানা গেছে, পুজোর আগে কম বেশি দু’টি দিন মাত্র ৫০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং করছে WBSSC স্কুল সার্ভিস কমিশন। আর দুর্গা পুজোর পর বাকি তিন দিনে ৭০০ থেকে ৮০০ চাকরিপ্রার্থীর কাউন্সেলিং হতে পারে। এদিকে আদালতের দেওয়া সময়সীমা শেষ হচ্ছে ২৩ অক্টোবর। আর তার আগে ৩ ও ৪ অক্টোবর WBSSC Upper Primary Counselling Date ধার্য করা হয়েছে। এরপর আবার ২৪,২৮ ও ২৯ অক্টোবর Counselling হবে। এর মাঝে এতো গ্যাপ, এই সময়ে সকলের কাউন্সেলিং করাই যেত। মত আন্দোলনরত চাকরিপ্রার্থীদের। এখন দেখার বিষয়, কতজন প্রার্থীর কাউন্সেলিং সম্পন্ন হয় এবং পুজোর আগেই কতটা সাফল্যের সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

 

Related Articles

Back to top button