Dearness Allowance: অবশেষে পশ্চিমবঙ্গে 3% DA ঘোষণা। সঙ্গে ডিসেম্বরে তিন মাসের বকেয়া ডিএ এরিয়ার এক সঙ্গে মিটিয়ে দেওয়া হবে।

3% DA Hike

পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে কর্মরত রাজ্য সরকারি কর্মীদের একাংশের জন্য Dearness Allowance বা মহার্ঘ ভাতা সংক্রান্ত এক বড় সুখবর এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Mamata Banerjee). রাজ্য সরকার (Government of West Bengal) সম্প্রতি ঘোষণা করেছে যে, কেন্দ্রের ঘোষণার পর এবার আরো ৩ শতাংশ বাড়ছে (DA Hike) রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন দপ্তরের কর্মীদের। গত জুলাই মাস থেকেই এই DA কার্যকর হতে চলেছে বলে খবর।

তাই ডিসেম্বর মাসে বিভিন্ন রাজ্য সরকারি কর্মীদের একসঙ্গে তিন মাসের বকেয়া মহার্ঘ্য ভাতা দেবে রাজ্য। কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে রাজ্যজুড়ে সরকারি কর্মীদের একাংশের মধ্যে একদিকে খুশির আমেজ অন্যদিকে বঞ্চনার অভিযোগ ও তোলা হচ্ছে। কাদের জন্য ডিএ ঘোষণা, কারা পাবেন, কারা পাবেন না, বিস্তারিত জেনে নিন।

Dearness Allowance hike for West Bengal Government Employees

গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় মহার্ঘ্য ভাতার হারের সাথে সামঞ্জস্য রেখে রাজ্য সরকারের ডিএ বৃদ্ধি (DA Hike) করার দাবি জানিয়ে আসছিলেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকার অবশ্য গত ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে দুবার তিন শতাংশ করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। কিন্তু তাতেও কেন্দ্রীয় হারে (AICPI) মহার্ঘ ভাতা পাননি রাজ্যের কর্মীরা। কেন্দ্রীয় সরকার এতদিন ৫০ শতাংশ ডিএ দিত তার কর্মীদের।

আরও পড়ুন, সরকারি কর্মীদের DA, বেতনবৃদ্ধি ও পে কমিশন নিয়ে মন্ত্রীসভার জরুরী বৈঠক। সম্ভাব্য বেতন কত হবে?

সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) অক্টোবরে আরো ৩ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা বাড়িয়ে মোট ৫৩ শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করা হয়েছে। আর এদিকে রাজ্যের DA এর পরিমাণ রয়েছে ১৪ শতাংশ। এই ফারাক ক্রমেই অসন্তোষ বাড়িয়ে তুলছিল রাজ্য সরকারি কর্মীদের। এরই মধ্যে কেন্দ্রের ঘোষণার পর রাজ্য সরকার ও শেষ পর্যন্ত সম্মতি দিয়েছে ৩ শতাংশ ডিএ আরো বাড়ানোর, যা জুলাই ২০২৪ থেকে কার্যকর করা হবে বলে খবর। এই ঘোষণা রাজ্যের কর্মীদের একাংশের ক্ষোভ খানিকটা যেমন কমাবে তেমনি সাধারন কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে। কারন এই ডিএ পশ্চিমবঙ্গের সাধারন রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়।

কাদের জন্য ডিএ ঘোষণা?

পশ্চিমবঙ্গের সমস্ত সাধারন রাজ্য সরকারি কর্মীদের ডিএ ও বেতন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। এবং বিভিন্ন স্বশাসিত প্রতিষ্ঠান যেমন শিক্ষা দপ্তরের শিক্ষক শিক্ষাকর্মী, পুরসভা ও পঞ্চায়েত, পুলিশ কর্মী, বিশ্ববিদ্যালয় প্রভৃতির অর্ডার নিজস্ব দপ্তর করে থাকে। আর যেসমস্ত রাজ্য সরকারি কর্মী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বেতনভুক্ত হলেও তারা বাইরের রাজ্য যেমন চেন্নাই বা দিল্লীতে কর্মরত। তাদের DA কেন্দ্রীয় হারেই হয়ে থাকে, এবং TA Allowance ও বেশি থাকে। আর সেইসমস্ত বাংলার বাইরের কর্মরত রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের ন্যায় ৩% ডিএ ঘোষণা হয়েছে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের সাধারন রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি কবে? বড় সিদ্ধান্ত।

কত টাকা বেতন বাড়ছে?

শুধু যে ডিএ বাড়ছে তাই নয়, সংবাদ সূত্রে জানা গেছে, যেহেতু জুলাই মাস থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে তাই বকেয়া তিন মাসের ডিএ ও মিটিয়ে দেওয়া হবে। তবে জানানো হয়েছে এবার আর ৪টি কিস্তিতে নয় , বরং একসঙ্গে এই তিন মাসের ডিএ প্রদান করা হবে কর্মীদের একাউন্টে। এই বকেয়া ডিএ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ও অক্টোবর মাসের জন্য দেওয়া হবে, যা ঢুকবে ডিসেম্বরে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে এই পদক্ষেপের বিভিন্ন প্রতিক্রিয়া হয়েছে। এবার জানুয়ারী থেকে সমস্ত সাধারন রাজ্য সরকারি কর্মীদের জন্যও ডিএ ঘোষণা হয় কিনা, সেটাই এবার দেখার। সংবাদসুত্রঃ এশিয়ানেট নিউজ।

Related Articles

Back to top button