এবার থেকে টানা এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন রাজ্যের মহিলা কর্মীরা। বিশদে জেনে নিন।

মাতৃত্বকালীন ছুটি নিয়ে এবারে এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হলো রাজ্য সরকারের তরফে। ভারতের, কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী নিয়ম অনুসারে দেশের বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত মহিলা কর্মচারীরা ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকার পেয়ে থাকেন। তবে এবারে মাতৃত্বকালীন ছুটি নিয়ে নয়া সিদ্ধান্ত গ্রহণ রাজ্য সরকার। বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, আগামী দিনের রাজ্য সরকারের অধীনে কর্মরত মহিলা কর্মচারীরা মাতৃত্বকালীন ছুটি হিসেবে সম্পূর্ণ ১ বছরের ছুটি পেতে চলেছেন। আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানা গিয়েছে সিকিমের রাজ্য সরকারের তরফে জারি করা নতুন নিয়ম অনুসারে।

বিভিন্ন ক্ষেত্রে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, বিগত বুধবার সিকিম স্টেট সিভিল সার্ভিস অফিসারস অ্যাসোসিয়েশন’- এর তরফে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছিল। মূলত সিকিমের রাজ্য সরকারের অধীনে কর্মরত মহিলা কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি বিষয়ক আলোচনার জন্যই এই বৈঠকটির আয়োজন করা হয়েছিল। আর এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং সিকিমের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। এই বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, মহিলা কর্মীদের সুবিধার বিষয়টি মাথায় রেখে রাজ্য সরকারের তরফে মাতৃত্বকালীন ছুটির বিষয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আর এই নতুন নিয়ম অনুসারে রাজ্য সরকারের অধীনে কর্মরত মহিলা কর্মীরা আগামী দিনে মাতৃত্বকালীন ছুটি হিসেবে ১ এক বছর ছুটি পাবেন।

আরও পড়ুন:- রেকর্ড হারে জনসংখ্যা হ্রাস পাচ্ছে জাপানে, বাড়ছে বিদেশী নাগরিকের সংখ্যা। বিশদে জেনে নিন।

এতদিন পর্যন্ত সিকিমের পুরনো নিয়ম মেনে রাজ্য সরকারের অধীনস্থ মহিলা কর্মীদের ৬ মাস কিংবা ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি প্রদান করা হতো, তবে এবারে সেই নিয়মে পরিবর্তন এনে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়িয়ে ১ বছর করা হলো। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী সমগ্র রাজ্যে সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে আরও জানিয়েছেন যে, রাজ্য সরকারের অধীনে কর্মরত মহিলা কর্মচারীরা যাতে তাদের নবজাতক সন্তান এবং নিজের প্রতি আরো বেশি করে যত্নশীল হতে পারে তা নিশ্চিত করার জন্যই রাজ্য সরকারের তরফ ১৯৬১ সালের মেটারনিটি বেনিফিট একটি বদল এনে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ মাস কিংবা ৫২ সপ্তাহ করা হয়েছে। তবে শুধুমাত্র মহিলা কর্মচারীরাই যে মাতৃত্বকালীন ছুটি পাবেন তা নয়, রাজ্য সরকারের অধীনে কর্মরত পুরুষ কর্মচারীরাও ১ মাসের পিতৃত্বকালীন ছুটি পাবেন, এমনটাই জানা গিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত নতুন নিয়ম অনুসারে।

মূলত, সদ্যজাত শিশুর জন্মের পর মা এবং শিশু উভয়েরই যথেষ্ট পরিচর্যা এবং যত্ন প্রয়োজন হয়ে থাকে। শুধু তাই নয় এই সময় মায়ের যথেষ্ট পরিমাণে বিশ্রাম নেয়াও প্রয়োজন। আর তাতেই সিকিমের রাজ্য সরকারের অধীনে কর্মরত মহিলা কর্মচারীরা যাতে নিজের এবং নিজের সন্তানের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট সময় পান তা নিশ্চিত করার জন্যই রাজ্য সরকারের তরফে এই বিশেষ নিয়মটি কার্যকর করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে সিকিমের রাজ্য সরকারের তরফে গৃহীত এই ঐতিহাসিক সিদ্ধান্ত প্রকাশ্যে আনা হলে সমগ্র সিকিমের সাধারণ জনগণ থেকে শুরু করে সমগ্র দেশের রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের কাছে তা যথেষ্টভাবে প্রশংসিত হয়েছে।

Related Articles

Back to top button