Vacation: নতুন বছর থেকে 13 টি ছুটি বাতিল ঘোষণা। সুপ্রীম কোর্টের নির্দেশে ছুটি কমে গেল

Summer Vacation

সম্প্রতি গরমের ছুটি (Summer Vacation) নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট (Supreme Court of India) এমন এক ঘোষণা করেছে যে শুনে সকলের মাথায় হাত পড়ার জোগাড়। এবার থেকে কমবে গরমের ছুটির সংখ্যা। আগে যেমন স্কুলগুলিতে দাবদাহের হাত থেকে বাঁচার জন্য গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হত, এবার সেই ছুটির সুযোগ কমে যেতে পারে। ছাত্রছাত্রীদের কি তবে প্রচণ্ড গরম সহ্য করেও যেতে হবে স্কুলে? এমন প্রশ্ন ঘুরছে অনেকের মনে।

Supreme Court Order on Summer Vacation

গরমের ছুটি নিয়ে যদিও এই নির্দেশ স্কুল কলেজ বা সাধারণ সরকারি কর্মীদের জন্য নয়। তবে সেই ব্যাপারেও ভাবনাচিন্তা করছে শিক্ষা দপ্তর। কারন প্রতিবছরই অসহ্য গরম পড়ছে। তাই এই ছুটি অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। বিকল্প পন্থা শিক্ষা দপ্তরকেই খুজে বের করতে হবে।

কাদের ছুটি কমে গেল?

এই নতুন নিয়ম শুধুমাত্র সুপ্রিম কোর্টের বিচারকদের ছুটি কমানোর জন্য প্রযোজ্য। ছাত্রছাত্রীদের ছুটি কমানো এই নিয়মের অন্তর্ভুক্ত নয়। শীর্ষ আদালতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে ২০২৫ সাল থেকে গ্রীষ্মকালে আদালতের কাজ পুরোপুরি বন্ধ থাকবে না। বরং বিচারকদের মধ্যে ভাগাভাগি করে ছুটি দেওয়া হবে। ২৬ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত আদালত আংশিক কার্যদিবস পালন করবে, যাতে আদালতে কিছু বিচারক কাজ চালিয়ে যেতে পারবেন, আবার অন্য বিচারকেরা তখন ছুটিতে থাকতে পারবেন। অর্থাৎ আপদকালিন পরিস্থিতে ছুটির সময়ে সরকারি কর্মীরা যেমন রোস্টার মেনে ডিউটি করেন, ঠিক তেমনি আদালতের কাজ ও চলবে।

এই পরিবর্তনের মূল কারণ হিসেবে উঠে এসেছে বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির প্রয়োজন। আগে সুপ্রীম কোর্টের বিচারকদের জন্য ১০৩ দিনের ছুটি বরাদ্দ ছিল। তবে নতুন নিয়ম অনুযায়ী এটি কমিয়ে সর্বাধিক ৯০ দিন করা হয়েছে। বিচারব্যবস্থার উপর বাড়তে থাকা চাপের কথা মাথায় রেখে এবং জনসাধারণের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সময়ের বিলম্ব মানুষের মধ্যে হতাশা তৈরি করেছিল, বিশেষ করে উচ্চ আদালতের ক্ষেত্রে।

আরও পড়ুন, বছরের শুরুতেই চাকরিজীবীদের বেতন বাড়ছে। সমস্ত কর্মীদের ন্যূনতম মজুরি দেড় গুন বাড়ানোর সিদ্ধান্ত

সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে, সুপ্রিমকোর্ট এই পরিবর্তন এনেছে, যা কার্যকর হয়েছে ৫ নভেম্বর, ২০২৪ থেকে। আদালতের ধারাবাহিকতা বজায় রাখতে এবং বিচারপ্রার্থীদের জন্য কার্যকরী পরিষেবা নিশ্চিত করতে এই নতুন ব্যবস্থা চালু হয়েছে। এখন থেকে সারা বছর আদালত মামলা শুনানির জন্য খোলা থাকবে, এবং এককভাবে বিচারকদের জন্য বড় ধরনের ছুটি আর বরাদ্দ করা হবে না।

আরও পড়ুন, সবাইকে 10 লাখ টাকা দিচ্ছে সরকার! চালু হল নতুন প্রকল্প। কিভাবে আবেদন করবেন? জানুন

এখন পর্যন্ত আদালতের ছুটি কমানোর এই নিয়মটি শুধু বিচারকদের ক্ষেত্রেই প্রযোজ্য। ছাত্রছাত্রীদের গ্রীষ্মকালীন ছুটিতে কোনও পরিবর্তনের কথা এখনো বলা হয়নি, তাই আপাতত তাদের ছুটির বিষয়ে কোনও পরিবর্তন হয়নি।

Related Articles

Back to top button