Puja Holiday: পুজোর ছুটির মধ্যেই পশ্চিমবঙ্গে ছুটি নিয়ে নয়া নির্দেশ। স্কুল ও সরকারি কবে খুলবে? কবে আবার বন্ধ?

Durga Puja Kali Puja Holiday 2024

ইতিমধ্যেই দুর্গাপুজোর পুজোর ছুটি শেষ (Durga Puja Holiday). আর দুইদিন পরই সব খুলে যাচ্ছে। এরপর আবার কবে ছুটি? এবারের দুর্গাপুজো ৭ অক্টোবর থেকে শুরু হয়েছিল এবং ১৩ অক্টোবর দশমী পর্যন্ত চলেছিল। কিন্তু এখনো আজ ও কাল রয়েছে লক্ষ্মী পুজো। এর পর কালীপুজো ও ভাইফোঁটা সহ আরো অনেক উৎসব রয়েছে। এই উপলক্ষে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের একটানা ছুটি দিয়েছে রাজ্য সরকার। তবে কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি কর্মীদের লক্ষ্মীপুজোর পরই কাজে ফিরতে হবে। এরপর কখন আবার ছুটি পড়বে বা তা কতদিন পর্যন্ত চলবে, সেই উপলক্ষে পশ্চিমবঙ্গের সরকারী অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছুটির একটি বিশদ তালিকা প্রকাশ করা হয়েছে। দেখে নেব।

West Bengal Puja holiday List 2024

লক্ষ্মীপুজোর ছুটি

সঠিকভাবে দেখতে গেলে, ১৬ অক্টোবর কোজাগরি লক্ষ্মী পুজোর ছুটি রয়েছে। এই উপলক্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং সরকারি কর্মচারীরা ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত তিন দিন ছুটি পাবেন। আবার ১৯ অক্টোবর থেকে অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পুনরায় কাজ শুরু হবে।

কালীপুজোর ছুটি

অন্যদিকে, দীপাবলি এবং কালীপুজোর সময়ও ছুটির একটি সমাহার রয়েছে। কালীপুজো ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে এবং এই উপলক্ষে ১ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, কালীপুজো উপলক্ষে সরকারি কর্মচারীরা দুই দিন ছুটি পাবেন। ৩১ অক্টোবর সন্ধ্যায় কালীপুজো হবে এবং পরদিন, ১ নভেম্বর দীপাবলি হিসেবে পালিত হবে।
এবারের দীপাবলিতে উৎসবের মেজাজ আরও উজ্জ্বল হতে চলেছে।

আরও পড়ুন, সুখবর! 3 শতাংশ ডিএ বাড়ল সরকারি কর্মীদের! দীপাবলির আগে জানিয়ে দিল সরকার

দীপাবলি পাঁচ দিনের উৎসব হলেও এবার তা ছয় দিনে বিস্তৃত হবে। ৩১ অক্টোবর কালীপুজো এবং ১ নভেম্বর দীপাবলি উদযাপিত হবে, ২ নভেম্বর গোবর্ধন পুজো এবং ৩ নভেম্বর ভাইফোঁটা পালন করা হবে। এতে করে সরকারি কর্মচারীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন। যা সকল সরকারি কর্মচারীর জন্য বেশ আনন্দের ব্যাপার।

আরও পড়ুন, অবশেষে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের চাকরি ও বেতন নিয়ে বহুদিনের দাবী মেনে নিলেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গে এই বছর দেবীপক্ষের ছুটির তালিকা দেখে বুঝতে পারা যায়, উৎসবের এই মরশুমে সকলেই একটি দীর্ঘ বিরতির সুযোগ পাচ্ছে। ছাত্রছাত্রী এবং সরকারি চাকরিজীবী তাদের একটানা ক্লাস এবং অফিসের চাপ থেকে মুক্ত হয়ে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবে। এক কথায়, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো এবং দীপাবলি সব মিলিয়ে এই বছর পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটি আনন্দময় পুজো ও উৎসবের ছুটি অপেক্ষা করছে।

Related Articles

Back to top button