Education Department: পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল শিক্ষকদের জরুরী নির্দেশ। পুজোর ছুটির মধ্যেই করতে হবে।
School Teacher Guidelines
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর তথা School Education Department সম্প্রতি রাজ্যের প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে একটি নতুন নির্দেশিকা জারি করেছে। যা চাকরি নিয়ে টানাটানি অবস্থায় ফেলতে পারে তাদের। স্কুলের প্রধান শিক্ষকদের জন্য নতুন নির্দেশিকা রাজ্যের। নির্দিষ্ট তারিখের মধ্যে সমস্ত প্রধান শিক্ষকদের শিক্ষা দপ্তরের কাছে এক বিশেষ প্রমাণ জমা করতে হবে বলে জানানো হয়েছে। আর যারা সেই কাজ করবেন না তাদের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহন করতে পারে রাজ্য সরকার।
School Education Department order for School teacher
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে কন্যাশ্রী, রূপশ্রী, এবং অন্যান্য স্কলারশিপ প্রকল্প উল্লেখযোগ্য। বিদ্যালয়ের ইউনিফর্ম বিতরণ প্রকল্পও তেমনই একটি উদ্যোগ, যা সরকারের তরফে দীর্ঘদিন ধরেই চলছে। School Education Department তথা শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীকে পোশাক সরবরাহের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, যা স্কুল খোলার আগেই মধ্যে সম্পন্ন করতে হবে।
শিক্ষকদের কি করতে হবে?
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে বা যারা পূর্বে ইউনিফর্মের জন্য কাজের আদেশ (Work Order) জারি করেনি, তাদের ইউনিফর্ম সরবরাহের জন্য নতুন করে কাজের আদেশ প্রদান করতে হবে। শিক্ষার্থীদের জন্য ইউনিফর্মের চাহিদা জানিয়ে দ্রুত কাজ করতে হবে স্বনির্ভর গোষ্ঠীকে। তবে, অতীতে ইউনিফর্ম নিয়ে কিছু অভিযোগ উঠেছে। বেশ কিছু অভিভাবক এবং শিক্ষার্থীরা পোশাকের মান এবং সরবরাহের সমস্যার কথা জানিয়েছেন।
আরও পড়ুন, মধ্যেই 3 মাস রেশন বন্ধ! বায়োমেট্রিক দিয়েও রেশন অমিল। গরীব মানুষ খাবে কি?
পূর্ববর্তী বছরগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে, অনেক স্কুলের প্রধান শিক্ষকেরা অভিযোগ করেছেন যে, কিছু ক্ষেত্রে পোশাকের মান অস্বীকারযোগ্য। চন্দন মাইতি, ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস’-এর রাজ্য সম্পাদক, জানিয়েছেন যে অনেক ক্ষেত্রে সরবরাহ করা পোশাকের মান খারাপ। উদাহরণস্বরূপ, অষ্টম শ্রেণির ছাত্রদের জন্য হাফ প্যান্ট সরবরাহ করা হয়েছে, যা অভিভাবকদের কাছে গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন, রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে পঞ্চম শ্রেণী। তালিকা দেখে নিন
এছাড়াও ছাত্র-ছাত্রীদের অভিভাবক মারফত ইউনিফর্মের মান নিয়ে নানা ধরনের অভিযোগ জমা করেছে প্রধান শিক্ষকদের কাছে। প্রধান শিক্ষকরা অনেকেই এই কারণে নতুন পোশাকের বরাত না দিতে ইচ্ছুক রাজ্যকে। তবে শিক্ষা দপ্তরের কর্মকর্তারা কিছুতেই সেই অভিযোগ মানতে রাজি নন। তাদের মতে পোশাকের মাপ নিয়ে সমস্যা হতে পারে, কিন্তু মান নিয়ে নয়।
আরও পড়ুন, দীপাবলির দিন সরকারি কর্মীদের সুখবর। ধামাকাদার উপহার!
তাই এই মুহূর্তে, পশ্চিমবঙ্গ সরকার আশা করছে, নতুন নির্দেশনার মাধ্যমে ইউনিফর্ম বিতরণে স্বচ্ছতা এবং কার্যকরীতা বাড়ানো সম্ভব হবে। প্রধান শিক্ষকদের নির্দেশিকা মেনে চলা এবং ত্বরিত প্রতিক্রিয়া প্রদান নিশ্চিত করা হলে, শিক্ষার্থীরা মানসম্মত ইউনিফর্ম পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।