LPG Price: আবার বাড়ছে রান্নার গ্যাসের দাম। ভর্তুকি ও বন্ধ। কারা কি কারণে ভর্তুকি পাচ্ছেন না?

Liquefied petroleum gas

ক্রমাগত বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম (LPG Price Hike). তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাধারণ মানুষের উপর চাপ। এদিকে কেন্দ্রীয় সরকার প্রতি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) পিছু ভর্তুকির ব্যবস্থা করেছে। উজ্জ্বলা গ্রাহকরা (PM Ujjwala Yojana) সাধারণ গ্রাহকদের চেয়ে অনেক টাকা বেশি ভর্তুকি পান। তবে সেই ভর্তুকি অনেকের অ্যাকাউন্টেই ঢোকে না বলে খবর। এবার এই নিয়ে মুখ খুলেছে কেন্দ্রীয় সরকার। কেন এমনটা হচ্ছে? কি কারনে গ্যাসের দাম দিয়েও ভর্তুকি পাচ্ছেন না সাধারণ মানুষ? দেখে নেব।

LPG Price Hike and LPG Subsidy Stopped

কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি এলাকায় এখন ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম (LPG Price) প্রায় ৮২৯ টাকা। এখানকার সাধারণ গ্রাহকদের প্রতিটি সিলিন্ডারে ১৯.৫৭ টাকা এবং উজ্জ্বলাদের ৩০০ টাকা ভর্তুকি পাওয়ার কথা থাকলেও, বাস্তবে দেখা যাচ্ছে এই পরিমাণ প্রায়ই কম আসে অথবা কোন কোন ক্ষেত্রে একেবারেই পৌঁছায় না। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই সমস্যার মূল কারণ হলো গ্রাহকদের কেওয়াইসি (Know Your Customer) তথ্য সঠিকভাবে আপডেট না থাকা এবং আধার লিঙ্কের ঘাটতি। এর ফলে অনেক গ্রাহকের অ্যাকাউন্টে ভর্তুকির অর্থ জমা হচ্ছে না।

KYC Aadhaar Link এর গুরুত্ব:

অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটরস ফেডারেশনের সহ-সভাপতি বিজন বিশ্বাস জানিয়েছেন যে, বেশ কিছু গ্রাহকের ভর্তুকি সমস্যার কারণ হলো আধার লিঙ্ক ও কেওয়াইসি সংক্রান্ত ত্রুটি। কিছু ক্ষেত্রে সাইবার অপরাধের কারণে গ্রাহকদের নাম ভর্তুকি তালিকা থেকে বাদ পড়েছে বলেও জানা গিয়েছে। এই বিষয়ে তেল কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যা আর না ঘটে। বিশেষ করে এলপিজি (Liquefied petroleum gas) ডিস্ট্রিবিউটররা গ্রাহকদের কেওয়াইসি আপডেট করতে সহায়তা করছেন, যাতে ভর্তুকির (LPG Subsidy) অর্থ সঠিক অ্যাকাউন্টে পৌঁছায়। প্রসঙ্গত, যেসব গ্রাহক ভর্তুকি নিতে ইচ্ছুক নন, তাঁদের লিখিতভাবে এই তথ্য জানাতে হবে। কর্তৃপক্ষ আশা করছে যে, এই পদক্ষেপে গ্রাহকদের সুবিধা হবে এবং ভর্তুকি প্রাপ্তিতে কোনো বিভ্রান্তি থাকবে না।

আরও পড়ুন, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন না এই ভুল করলে। আগেই জেনে নিন।

সমস্যা সমাধানে তেল কোম্পানিগুলোর ভূমিকা

PMUY এর তেল কোম্পানিগুলো গ্রাহকদের সহায়তা করার জন্য কেওয়াইসি আপডেট কর্মসূচি শুরু করেছে। কারণ, অনেক গ্রাহকের তথ্য ঠিকমতো আপডেট না হওয়ার কারণে ভর্তুকির অর্থ নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে না। বর্তমানে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সংযোগ নিশ্চিত করার জন্য গ্রাহকদের সাহায্য করতে চাইছে কোম্পানিগুলো। আধার সংযুক্তির ক্ষেত্রে যে কোন অসামঞ্জস্যতা থাকলে তা তৎক্ষণাৎ সংশোধন করা হচ্ছে।

আরও পড়ুন, কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে? প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৯তম কিস্তির টাকা কবে ঢুকবে?

গ্রাহকদের মধ্যে এক বছর ধরে চলমান এই সমস্যার প্রভাব এতটাই বেড়েছে যে, অনেকেই এখন ভর্তুকি পাবার আশা ছেড়ে দিচ্ছেন। তবে সরকারের দাবি, যদি গ্রাহকের কেওয়াইসি তথ্য সঠিকভাবে আপডেট থাকে এবং আধার সংযোগ থাকে, তাহলে ভর্তুকি পাওয়া সম্ভব হবে।

সরকারি সহায়তার প্রয়োজনীয়তা

এলপিজি সিলিন্ডারের মূল্য বৃদ্ধি বা LPG Price Hike অনেক পরিবারের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে নীচু আয়ের পরিবারগুলো বেশি সমস্যায় পড়ছে। যদিও ভর্তুকি প্রদানের মাধ্যমে কিছুটা হলেও সস্তা করার চেষ্টা চলছে, তবে সঠিক ব্যবস্থাপনার অভাবে অনেকেই এই সুবিধা পাচ্ছেন না। এক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ এবং তেল কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো প্রয়োজন।

Related Articles

Back to top button