Mobile Recharge : Jio Airtel VI এর সমস্ত মোবাইল রিচার্জ প্ল্যানের দাম 15% বাড়ছে। দিপাবলীর আগে জোর ধাক্কা দেশবাসীর

Mobile Recharge Plan Hike

দীপাবলির আগেই বাড়বে সমস্ত Mobile Recharge বা মোবাইল রিচার্জ প্ল্যানের দাম! জানা গেল সর্বভারতীয় টেলিকম নিয়ামক সংস্থা TRAI এর তরফ থেকে। Airtel, Jio, Vi এর সমস্ত গ্রাহকদের জন্য এই খবর মোটেও সুখকর নয়। বর্তমানের ডিজিটাল দুনিয়ায় প্রত্যেকের হাতেই স্মার্টফোন। প্রত্যেকটি স্মার্টফোনে ইনসার্ট করা আছে সিমকার্ড। মোবাইলে আনলিমিটেড কথা বলা, ইন্টারনেট ব্যবহার করা এসবের জন্য যেটা প্রয়োজন তা হল মোবাইলের রিচার্জ প্ল্যান।

তবে চলতি বছরের শুরুর দিকে এক দফায় বেড়েছিল মোবাইলের রিচার্জ প্ল্যানগুলির দাম (Recharge Plan Hike) আর এবার শোনা যাচ্ছে, দীপাবলির আগে আরেক দফায় বাড়বে মোবাইলের খরচ। সেক্ষেত্রে কত টাকা বাড়তে পারে? নামকরা সব টেলিকম সংস্থাগুলি প্রত্যেকটি প্ল্যানের দাম ঠিক কত টাকা বাড়াতে পারে, সবটাই আলোচনা করা হচ্ছে আজকের এই প্রতিবেদনে। আপনারা তাই সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নেবেন।

Mobile Recharge Plan Hike News

মূল্যবৃদ্ধির বাজারে জীবন যাপন করা রীতিমতো কঠিন হচ্ছে। প্রায় প্রতিটি জিনিসের দাম দিন দিন বাড়ছে। আর এই পরিস্থিতিতে মোবাইল রিচার্জ এর নতুন দাম বৃদ্ধির (Mobile Recharge Plan Hike) খবর আমজনতার কপালে চিন্তার ভাঁজ ফেলছে। সকলের এখন একটাই চিন্তা, মোবাইল রিচার্জের দাম ফের নতুন করে কত টাকা বাড়বে। ভারতবর্ষের প্রথম সারির টেলিকম সংস্থাগুলি যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, সকলেই চলতি বছরে মোবাইলে রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। একধাক্কায় বেড়েছে প্রতিটি প্ল্যানের খরচ। বাধ্য হয়ে অনেকেই বিএসএনএল-কে আপন করেছেন। কারণ, BSNL-এর প্রত্যেকটি রিচার্জ প্ল্যান এর দাম বর্তমানে যথেষ্ট কম। আর সেই সকল প্ল্যান আমজনতার সাধ্যের মধ্যে। তাই অনেকেই পোর্ট করে নিচ্ছেন। গ্রাহক কমছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার। আবার নতুন একটি পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, গত কয়েক মাসে BSNL-এর গ্রাহক সংখ্যা লাফিয়ে বেড়েছে।

Mobile Recharge Plan increase

এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে, আবার প্রত্যেকটি রিচার্জ প্ল্যানের দাম বাড়তে চলেছে। এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়ার মত টেলিকম সংস্থা গুলি তাঁদের রিচার্জ প্ল্যান এর দাম আরো পনেরো শতাংশ বাড়াবে। ফলে বোঝাই যাচ্ছে এটি প্রত্যেক গ্রাহকের জন্য চিন্তার কারণ। চলতি বছর ২০২৪ সালের জুলাই মাসে বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থা‌ যেমন Jio, Airtel, Vi এর মতো সংস্থাগুলির প্রায় প্রত্যেকটি আনলিমিটেড প্যাকের খরচ এখন আকাশছোঁয়া। প্রায় অনেকটাই বেড়েছিল মাসিক ও বার্ষিক রিচার্জ প্ল্যানের খরচ।

আরও পড়ুন, সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 18,000 টাকা পাঠাচ্ছে সরকার! আপনি পেয়েছেন? কিভাবে আবেদন জানাবেন?

মোনবাইল রিচার্জের দাম কেন বাড়ছে?

বর্তমান পরিস্থিতিতে জনপ্রিয় ফাইনান্সিয়াল সংস্থা জেপি মরগান এর তরফে দাবী করা হয়েছে যে, সকল ভারতীয় টেলিকম ইন্ড্রাস্ট্রি ফের ট্যারিফ বৃদ্ধির সম্মুখীন হবে অর্থাৎ আবার বাড়তে চলেছে রিচার্জের দাম (Mobile Recharge Plan increase). তবে কিছুটা স্বস্তির খবর এটাই যে খুব শীঘ্রই রিচার্জের দাম বৃদ্ধি হবে না। টেলিকম সংস্থা গুলি যেমন, Airtel, Jio, Vi ২০২৭ অর্থবর্ষে মোবাইলের রিচার্জ প্ল্যানের দাম ১৫ শতাংশ বৃদ্ধি করবে। আর সেই দাবি সম্প্রতি সামনে আসছে।

আরও পড়ুন, সবার বাড়ি বাড়ি অফিসার যাবে। কি কি কাগজ দেখাতে হবে?

কিন্তু কেন হঠাৎ এই পদক্ষেপ? সূত্রের খবর, প্রতি গ্রাহক পিছু গড় আয় বৃদ্ধি করতে, সকল গ্রাহক দের উন্নত পরিষেবা দিতে, এছাড়া, নিজেদের আয় বাড়াতে টেলিকম কোম্পানিগুলি যেমন Jio Airtel Vi এই পদক্ষেপ গ্রহণ করবে। এই তথ্য তুলে ধরছেন জেপি মরগানের বিশেষজ্ঞরা।‌ এই দেশে মোবাইল ট্যারিফ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম। ভারতবর্ষে প্রতি জিবি ডেটার জন্য খরচ হয় মাত্র ০.০৯ ডলার। হিসেব করলে জানা যায়, এটি অনেকটাই কম অন্যান্য দেশের তুলনায়।‌

যদিও সত্যিই আবার রিচার্জ প্ল্যান এর দাম বাড়বে নাকি সেই বিষয়ে মুখ খোলেনি ভারতের বিভিন্ন টেলিকম সংস্থাগুলি। ‌আগামী ২০২৭ সালে ফের রিচার্জ এর দাম বাড়বে নাকি তাই নিয়ে এখন থেকে কোন সিদ্ধান্ত হয়নি। ‌তবে এই কথা সত্য যে, বারবার এভাবে রিচার্জ প্ল্যান এর দাম বাড়লে সাধারণ মানুষের চিন্তার কারণ। ‌সমস্যায় পড়বেন দেশের নিম্ন মধ্যবিত্ত মানুষেরাও

Related Articles

Back to top button