Government Scheme – লক্ষ্মীর ভান্ডারের মতো নতুন প্রকল্প। প্রতিমাসে 1500 টাকা করে পাবেন। কাদের জন্য ও কিভাবে আবেদন করবেন?

Government Scheme for Women Empowerment

লক্ষ্মীর ভান্ডার সারা দেশ জুড়ে দেশের সর্বোত্তম জনপ্রিয় সরকারি প্রকল্প তথা Best Government Scheme বলে প্রশংসা কুড়িয়েছে। এমনকি নাম বদলে এই ধরনের একাধিক প্রকল্প বিভিন্ন রাজ্য সরকার চালু করেছে। সেই সমস্ত প্রকল্পের সুবিধা আলাদা হলেও মূল উদ্দেশ্য এক, সেটি হলো মহিলাদের ক্ষমতায়ণ (Women Empowerment) তথা সার্বিক উন্নতি সাধন।

Ladki Bahin Yojana for Women

পশ্চিমবঙ্গের লক্ষীর ভান্ডার প্রকল্পে (Lakshmir Bhandar Scheme) ফের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। কানাঘুষো শোনা যাচ্ছিল পুজোর মাস থেকেই নাকি ভাতা বেড়ে ১৫০০ এবং ২০০০ হতে চলেছে। তবে পশ্চিমবঙ্গে ১৫০০ টাকা ও ২০০০ টাকা বৃদ্ধির ঘোষণা না হলেও অন্য একটি রাজ্যে পুজোর মাস থেকে মহিলাদের একাউন্টে ১৫০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে সেই রাজ্য সরকার। স্বাভাবিক ভাবেই তাদের উৎসবের আনন্দ কে দ্বিগুণ করে তুলেছে। কিন্তু সকলে পাবেন না এই ভাতা। নতুন এই Government Scheme কারা পাবেন? কত তারিখের মধ্যে একাউন্টে ঢুকবে? জানতে হলে বিস্তারিত পড়ুন।

লাডকি বেহেন যোজনা – माझी लाडकी बहीण योजना

মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে চালু হয়েছে মুখ্যমন্ত্রী লাডকি বেহেন যোজনা (Ladki Bahini Yojana). এই প্রকল্পটি কিন্তু শুধুমাত্র মহারাষ্ট্রের জন্য। ২০২৪ এর আগস্ট মাস থেকে মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকার এই প্রকল্পটি আরম্ভ করেছেন। এটি একটি বড়সড় আর্থিক প্রকল্প, যা বিশেষত সমাজের নিম্ন আয়ের মহিলাদের সাহায্য করবে।

এই প্রকল্প অনেকটা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতই যার মাধ্যমে প্রতি মাসে সরাসরি ভাতা প্রদান করা হয় মহিলাদের ব্যাংক একাউন্টে। মহারাষ্ট্র সরকার ঘোষণা করেছে, এই প্রকল্পের অধীনে ১.৫ কোটি মহিলাকে প্রতি মাসে ১৫০০ টাকা করে প্রদান করা হবে।

লাডকি বেহেন যোজনার শর্তাবলী

Ladki Bahin Yojana প্রকল্পে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত মানা বাধ্যতামূলক।
১. ২১ থেকে ৬৫ বছর বয়সী মহিলারা এই যোজনার অধীনে আবেদন করতে পারবেন।
২. তাদের বার্ষিক আয় কখনই ২.৫ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।

কারা টাকা পাবেন?

  • আবেদনকারী মহিলাকে অবশ্যই মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে
  • তার নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • বিবাহিত, অবিবাহিত এবং বিচ্ছেদপ্রাপ্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

হটাত টাকার দরকার হলে দুই ভাবে টাকা দিচ্ছে সরকার। যেকোনো একটিতে আবেদন করুন

কারা টাকা পাবেন না

রাজ্য বা কেন্দ্র সরকারের স্থায়ী কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও সরকারি প্রকল্পে বা Government Scheme এর নিযুক্ত অঙ্গনওয়াড়ি সেবক, সুপার ভাইজার, মুখ্য সেবক বা সেতু সুবিধাভোগী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। তবে সাধারন মহিলাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।

প্রকল্পের আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, ইচ্ছুক মহিলারা সহজেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। আবেদন প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে করা সম্ভব হবে। সরকারি ওয়েবসাইট এবং নিকটবর্তী গ্ৰাহক সেবা কেন্দ্রের মাধ্যমে ফর্ম ফিলাপ করে ও প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করে মহিলারা তাদের আবেদন জানাতে পারবেন।
লড়কি বহিন যোজনার অধীনে আবেদনকারীরা নভেম্বর ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পুজোর আগেই রেশন কার্ড গ্রাহকদের সুখবর দিলো সরকার। কোটি কোটি গ্রাহকদের মুখে হাসি

যদিও বর্তমানে অনেক রাজ্যেই আর্থিক প্রকল্প চালু হয়েছে। তবে কন্যাশ্রী ও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সর্বপ্রথম চালু করে মেয়েদের সার্বিক উন্নয়ন এর দৃষ্টান্ত স্থাপন করেছে। আর সেই ধারণা নিয়েই বর্তমানে একাধিক রাজ্য সরকার তাদের মতো করে সরকারি প্রকল্প তথা Government Scheme চালু করেছে। আর এই প্রকল্পে যারা আবেদন করবেন অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত জেনে নিন। এছাড়া প্রকল্পের বিভিন্ন খবর পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button