বাড়িতে বসেই এই বিশেষ পদ্ধতিতে নিজের ইলেকট্রিক বিল দ্রুত জমা করুন।

ডিজিটালাইজেশনের উন্নতির সাথে সাথে সমগ্র ভারত জুড়েও ডিজিটালাইজেশনের বাড়বাড়ন্ত ক্রমাগত হারে বৃদ্ধি পেয়েছে। আর তাতেই কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকারের তরফে কার্যকরী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি কাজগুলি সম্পন্ন করার ক্ষেত্রে ডিজিটালাইজেশনের আশ্রয় নেওয়া হয়েছে। আর এক্ষেত্রে কোনভাবেই পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও। সমগ্র দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফেও এমন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে রাজ্যের নাগরিকরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন করতে পারবেন। আর বর্তমানে রাজ্য সরকারের অন্যান্য কাজের পাশাপাশি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ইলেকট্রিক বিলও প্রদান করা সম্ভব।

চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসেই ইলেকট্রিসিটি বিল প্রদান করতে পারবেন:-

১. বাড়িতে বসেই ইলেকট্রিসিটি বিল প্রদান করার জন্য আপনাকে প্রথমেই যেকোনো একটি ব্রাউজারে গিয়ে WBSEDCL -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbsedcl.in/ -এ যেতে হবে।
২. উক্ত ওয়েবসাইটের হোম পেইজে আপনি বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত নানা ধরনের অপশন দেখতে পারবেন, এই সমস্ত অপশনগুলির মধ্যে থেকে আপনাকে Online Payment অপশনটি নির্বাচন করে নিতে হবে।
৩. উপরোক্ত অপশনটি নির্বাচন করলে পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি তিনটি অপশন দেখতে পারবেন। এই সমস্ত অপশনগুলির মধ্যে থেকে Quick pay অপশনটি নির্বাচন করে নিন।
৪. এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার Customer Id সঠিকভাবে লিখে ক্যাপচা কোডটি পূরণ করে Proceed অপশনে ক্লিক করতে হবে।
৫. পরবর্তীতে আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে যাতে আপনি আপনার নাম, কাস্টমার আইডি সহ অন্যান্য তথ্য দেখতে পারবেন। সমস্ত তথ্য ঠিক থাকলে View Unpaid Bill অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে ডিউ থাকা ইলেকট্রিক বিলের তালিকা চলে আসবে। এক্ষেত্রে আপনি যে বিলের অর্থ প্রদান করতে চাইছেন সেটি সিলেক্ট করে নিয়ে Next অপশনে ক্লিক করুন।
৬. এরপর অনলাইনের মাধ্যমে বিল পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করলেই বাড়িতে বসে ইলেকট্রিক বিল জমা করার প্রক্রিয়াটি সম্পন্ন হবে। পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন হলে পেমেন্ট সম্পন্ন হওয়ার একটি মেসেজ আসবে। এই মেসেজের নিচে থাকা Download Receipt অপশনটিতে ক্লিক করে বিল পেমেন্টের রিসিটটি ডাউনলোড করে রাখুন, পরবর্তীতে বিল সংক্রান্ত কোনোরকম সমস্যা হলে এটি প্রয়োজন হবে।

pay-electricity-bills

তবে শুধুমাত্র যে WBSEDCL -এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইলেকট্রিক বিল প্রদান করা সম্ভব তা নয় আপনি Phone pe, Google pay, Paytm -এর মত অ্যাপের মাধ্যমেও বাড়িতে বসে ইলেকট্রিসিটি বিল প্রদান করতে পারবেন।

আরও পড়ুন:- ডাক্তার হওয়ার জন্য কি নিয়ে পড়াশোনা করতে হয়, জেনে নিন।

Phone Pe -এর মাধ্যমে ইলেকট্রিসিটি বিল জমা করার প্রক্রিয়া:-

Phone Pe -এর মাধ্যমে ইলেকট্রিসিটি বিল প্রদান করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই অ্যাপটি ওপেন করে নিতে হবে এবং অ্যাপের হোম পেইজে থাকা Recharge and Bills -এর আওতাধীন Electricity অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার ইলেকট্রিসিটি প্রদানকারী সংস্থার নাম নির্বাচন করে নিতে হবে এবং নিজের Customer Id সঠিকভাবে লিখতে হবে। এরপর Confirm অপশনে ক্লিক করলে আপনার ডিউ থাকা বিলের সম্পূর্ণ আম্যাউন্ট আপনার সামনে চলে আসবে। এক্ষেত্রে Pay Bill অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ইলেকট্রিসিটি বিলের সম্পূর্ণ অর্থ প্রদান করতে পারবেন।

Google pay -এর মাধ্যমে ইলেকট্রিসিটি বিল জমা করার প্রক্রিয়া:-

Google pay -এর মাধ্যমে ইলেকট্রিসিটি বিল জমা করার ক্ষেত্রে আপনাকে Google pay অ্যাপটি ওপেন করে নিতে হবে এবং অ্যাপের হোম পেইজে থাকা Electricity অপশনে আপনাকে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার ইলেকট্রিসিটি সাপ্লাইয়ার নির্বাচন করে নিতে হবে এবং আপনার কাস্টমার আইডি, মোবাইল নম্বর সঠিকভাবে লিখে Link Account অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে ডিউ থাকা ইলেকট্রিসিটি বিল চলে আসবে। এরপর Pay Bill অপশনে ক্লিক করার মাধ্যমে ইলেকট্রিসিটি বিল জমা করতে।

এছাড়াও আপনারা PAYTM, BHIM সহ অন্যান্য UPI অ্যাপের মাধ্যমে আপনার বাড়ির ইলেক্ট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবেন। নাগরিকদের যাতে ইলেকট্রিক অফিসের লম্বা লাইনে দাঁড়িয়ে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট না করতে হয় তা নিশ্চিত করার উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে এই পদ্ধতি কার্যকর করা হয়েছে। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সমগ্র দেশের বিভিন্ন রাজ্যগুলির রাজ্য সরকারের তরফে বাড়িতে ইলেকট্রিক বিল প্রদানের ক্ষেত্রে অনলাইনে পদ্ধতি কার্যকর করা হয়েছে। সুতরাং এখন আপনি দেশে যেকোনো প্রান্তে বসেই কোনোরকম সমস্যা ছাড়াই নিজের বাড়ির বিদ্যুৎ বিল মিটিয়ে ফেলতে পারবেন।

Related Articles

Back to top button