DA Hike – পুজোর মধ্যেই DA পাবেন সরকারী কর্মীরা? এই মুহূর্তে বড় খবর এলো।

DA Hike for Govt Employees

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিচ্ছে না বা মহার্ঘ ভাতা বাড়ছে না একথা সকলেরই জানা। তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে DA Hike হবে সেকথা অনেক সংবাদ মাধ্যমই প্রচার করেছিলো। তবে শেষ মুহুর্তে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে খারাপ খবর এলো। যার ফলে আশায় থাকা রাজ্য সকারি কর্মীদের মন খারাপ করে দিতে পারে। পুজোর আগে ডিএ দেবে তো? সেই প্রশ্ন আরো জোরালো হলো।

DA Hike News for Central Government Employees

যে পুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) জন্য আশঙ্কাজনক খবর সামনে এসেছে। ডিএ (মহার্ঘ ভাতা) বৃদ্ধির ঘোষণা, যা নিয়ে কর্মচারীরা অপেক্ষায় ছিলেন, তা আপাতত স্থগিত রাখা হয়েছে। কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল, এবার পুজোর আগে ডিএ বৃদ্ধি হতে পারে। সরকার সূত্রে এমন কিছু ইঙ্গিতও পাওয়া গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে সেই প্রত্যাশায় জল পড়ল।

কখন ডিএ বাড়ে?

সাধারণত, জানুয়ারি এবং জুলাই মাসে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ায়। এই ভাতা বৃদ্ধির মাধ্যমে কর্মচারীদের জীবনযাত্রার খরচের সাথে সমতা রক্ষা করা হয়। গত বছর অক্টোবর মাসের প্রথম দিকে কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করেছিল। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও, তা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বাধীন অর্থ মন্ত্রকের তরফে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

মহার্ঘভাতা বৃদ্ধি না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ছড়িয়েছে। গত মার্চ মাসে শেষবার ডিএ বৃদ্ধি করা হয়েছিল, যখন ৪ শতাংশ ভাতা বাড়ানো হয়েছিল। তখন থেকে এই ভাতার হার ৫০ শতাংশে পৌঁছেছে। কিন্তু এবার নতুন ঘোষণা না আসায় প্রায় এক কোটি কর্মচারী ও পেনশনভোগীর হতাশা বাড়ছে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের কর্মীদের বেতন বাড়লো, বিস্তারিত দেখুন।

ডিএ বাড়ানোর ব্যাপারে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, 7th Pay Commission অনুযায়ী প্রায় ৩ শতাংশ ভাতা বৃদ্ধির (DA Hike) সম্ভাবনা ছিল, তবে কিছু সূত্র বলছে, ৪ শতাংশ বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তবে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এখন ডিএ বৃদ্ধির সম্ভাবনা খুব কম। সরকারিভাবে যদিও কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে অর্থমন্ত্রী বা অন্য কোনো শীর্ষ কর্মকর্তার তরফে ইতিবাচক বার্তা না আসায় কর্মচারীদের মনোবল ভেঙে পড়েছে।

সরকারি কর্মচারীদের একটি অংশ অর্থমন্ত্রীর কাছে চিঠি লিখে ডিএ বৃদ্ধির জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কনফেডারেশনের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে এ বিষয়ে তাগিদ দেওয়া হয়েছিল।

ডিএ বৃদ্ধির এই দোলাচলের মধ্যে, কর্মচারীরা আশা করছেন যে শীঘ্রই সরকার কোনো সিদ্ধান্তে পৌঁছাবে। তবু পুজোর আগে এই খবরে তাদের মধ্যে হতাশার সঞ্চার হয়েছে। পুজোর এই সময়ে বাড়তি আয়ের প্রত্যাশা থাকলেও, সরকারের সিদ্ধান্তহীনতা তাঁদের খুশি ম্লান করে দিয়েছে।

Related Articles

Back to top button