LPG Price Hike: মাসের শুরুতেই বেড়ে গেল এলপিজি রান্নার গ্যাসের দাম। নতুন দাম কত হলো জেনে নিন

Liquefied Petroleum Gas

প্রধানমন্ত্রী উজ্জলা যোজনায় একদিকে যেমন ফ্রিতে রান্নার গ্যাস সিলিন্ডার দিচ্ছে, উল্টোদিকে LPG Price Hike বা সাধারন মানুষের রান্নার গ্যাসের দাম ও বেড়ে যাচ্ছে। আর একটু একটু করে বাড়তে বাড়তে রান্নার গ্যাসের দাম (Liquefied Petroleum Gas) এখন আকাশ ছোঁয়া। আর তার উপরে পুজোর মধ্যেই নতুন করে আবার রান্নার গ্যাসের দাম বাড়লো।

LPG Price Hike up to Rs 62

নতুন মাস পড়তে না পড়তেই ফের বাড়ল এলপিজি গ্যাসের দাম। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ১ নভেম্বর, শুক্রবার থেকে দেশ জুড়ে এলপিজি গ্যাসের দাম ৬২ টাকা বাড়তে চলেছে। একদিকে চলছে দীপাবলি, তার মধ্যেই এই বাড়তি খরচের বোঝা সাধারণ মানুষকে বেশ চিন্তার মুখে ফেলেছে।

সংবাদ সূত্রে জানা গেছে, এক্ষেত্রে দাম বৃদ্ধি হয়েছে কেবল 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার গুলিতে। এই নতুন দাম বাড়ার ফলে এখন কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার পাওয়া যাবে ১৯১১ টাকা ৫০ পয়সায়। তবে, বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির LPG গ্যাসের দাম আগের মতোই থাকছে, তাতে কোনও পরিবর্তন আসছে না।

আরও পড়ুন, পুজোর মধ্যেই 3 মাস রেশন বন্ধ! বায়োমেট্রিক দিয়েও রেশন অমিল। গরীব মানুষ খাবে কি?

রান্নার গ্যাসের দাম বাড়লো

তবে এই ঘটনা নতুন নয়, গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে জুড়েও বানিজ্যিক গ্যাসের দাম বাড়তে (Commercial LPG Price Hike) দেখা গেছে। সেপ্টেম্বর মাসে ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছিল ৩৯ টাকা এবং অক্টোবর মাসে ৪৮.৫০ টাকা। এছাড়াও ৫ কেজি ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল ১২ টাকা, আর ৪৭.৫ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল ১২০ টাকা।

আরও পড়ুন, 1 নভেম্বর থেকে চালু হলো গুরুত্বপূর্ণ চারটি নিয়ম।

তবে এই ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন। বিশেষ করে, উৎসবের সময় যখন গ্যাসের চাহিদা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, তখন এই বৃদ্ধি ব্যবসায়ীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কলকাতার একটি রেস্তোরাঁর মালিক বললেন, “যদি দাম এভাবে বাড়তে থাকে, তাহলে আমাদের খরচ সামলানো কঠিন হয়ে পড়বে। গ্যাসের খরচ বাড়লে খাবারের দামও বাড়াতে হবে, যা গ্রাহকদের জন্য আরও সমস্যা সৃষ্টি করবে।”

এলপিজি গ্রাহকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এই দাম বৃদ্ধির ধারাবাহিকতা চলবে নাকি কিছুটা স্থিতিশীলতা ফিরে আসবে। দীপাবলির মতো উৎসবে বাড়তি খরচের এই চাপ যেন তাদের আনন্দে ছেদ না ঘটায়, এমনটাই সকলের কামনা। তবে বর্তমানে যা অবস্থা পেট্রোল ডিজেল ও গ্যাসের দাম যতটা বেড়ে গেছে, কিছুটা কমলেও স্বস্তি ফেরার নাম নেই।

Related Articles

Back to top button