Content Writing Jobs – কেন্দ্র সরকারি দপ্তরে কন্টেন্ট রাইটার, ভিডিও এডিটর এবং রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ। আর্টিকেল লিখতে পারলেই আবেদন করুন

Central Govt Content Writing Jobs

যারা নিজের ভাষায় প্রতিবেদন লিখতে পারেন এবং টুকটাক ভিডিও এডিটিং জানেন তাদের সরকারি ভাবে Content Writing Jobs বা ক্রিয়েটিভ ফিল্ডে সরকারি চাকরি পাওয়ার সুযোগ। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কেন্দ্র সরকার একাধিক পদে নিয়োগ (Recruitment) করতে চলেছে। বর্তমানে কন্টেন্ট রাইটিং, ভিডিয়ো এডিটিং-এর মতো কাজের গুরুত্ব ক্রমশ বাড়ছে। এই সব পদে অভিজ্ঞ ব্যক্তিদের চাহিদাও তুঙ্গে। এবার কেন্দ্রীয় সরকারি (Central Government) ভাবে এই সমস্ত ব্যক্তিরা চাকরির সুযোগ পেতে চলেছেন।

Central Govt Content Writing Jobs Recruitment

সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য সামনে এনেছে কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের (Digital India MyGov) ‘মাইগভ’ বিভাগ। এই বিভাগের তরফে জানানো হয়েছে, কনটেন্ট রাইটার, ভিডিও এডিটর এবং রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজনের কথা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কন্টেন্ট রাইটার (Content Writer), রিসার্চ অ্যাসোসিয়েট এবং ভিডিয়ো এডিটর (Vidio Editor) হিসাবে কর্মী নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিউটি টাইম বেড়ে গেল! কখন অফিসে ঢুকবেন, কখন ছুটি হবে?

Job Roles and Eligibility

কন্টেন্ট রাইটার এবং রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে প্রার্থী নিয়োগ করা হবে ইংরেজি কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকলে। হ্যাঁ, ইংরেজি কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তরের ডিগ্রি থাকলে তবেই এই দুটি পদের জন্য আবেদন করতে পারবেন। আর হ্যাঁ, তার সঙ্গে আরও জানানো হয়েছে, কন্টেন্ট রাইটিং কাজের জন্য অন্তত পাঁচ বছরের এবং রিসার্চ অ্যাসোসিয়েটদের অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কন্টেন্ট রাইটিং এবং রিসার্চ অ্যাসোসিয়েটের ক্রাইটেরিয়া তো জানলেন। এবার দেখে নিন, ভিডিয়ো এডিটর নিয়োগের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া রয়েছে। যে কোনও বিষয়ে স্নাতক কিংবা ভিডিয়োগ্রাফি বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদেরই ভিডিও এডিটর হিসেবে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা অনিবার্য।

সরকারের এই প্রকল্পে প্রতিমাসে পাবেন হাজার হাজার টাকা। কিভাবে পাবেন, নিয়ম কানুন জেনে নিন

আগ্রহীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাঁদের কেন্দ্রীয় মন্ত্রকের ওয়েবসাইটে যেতে হবে। সেখানেই পেয়ে যাবেন একটি ফর্ম। সেই ফর্ম পূরণ করে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। Content Writing Jobs বা নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জানতে কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ওয়েবসাইটটি দেখে নিন।

এই চাকরি কিন্তু সরকারি অফিসিয়াল চাকরি। Earn Money online Work From Home টাইপের নয়। এছাড়া ভিভিন্ন সরকারি চাকরির খবর পেতে বাংলা একাডেমী ফলো করুন। আবেদন করতে উপরের নিয়ম অনুযায়ী স্টেপ বাই স্টেপ আবেদন করুন।

Related Articles

Back to top button