আবেদন করুন উজ্জ্বলা যোজনায় এবং পেয়ে যান বিনামূল্যে গ্যাস কানেকশন
পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে এমন কিছু প্রান্তিক গ্রাম রয়েছে যেগুলিতে এখনো পর্যন্ত এলপিজি কানেকশনের সুবিধা পৌঁছায়নি। মহিলাদের এখনো কাঠ, কয়লার আগুনে রান্না করতে হয়। এর ফলে যেমনভাবে মহিলাদের স্বাস্থ্যহানি হচ্ছে ঠিক তেমনভাবেই ক্রমাগত হারে পরিবেশ দূষণের পরিমাণও বাড়ছে। আর এই সমস্যা থেকে ভারতীয় মহিলাদের উদ্ধারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে উজ্জ্বলা যোজনা কার্যকর করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে কার্যকরী এই উজ্জ্বলা যোজনার আওতায় ভারতীয় মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি কানেকশন থেকে শুরু করে বিনামূল্যের গ্যাস সিলিন্ডার, এমনটাই প্রতিটি গ্যাস সিলিন্ডারের মূল্যের ওপর ভর্তুকি পর্যন্ত পেয়ে থাকেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তের মহিলাদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে উজ্জ্বলা যোজনা। আর তাতেই সমগ্র পশ্চিমবঙ্গের জনসাধারণের মধ্যে উজ্জ্বলা যোজনা যথেষ্ট চর্চিত হয়েছে। যার কারণে আজকের এই পোস্টে আমরা উজ্জ্বলা যোজনা সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি।
কারা উজ্জ্বলা যোজনার আওতায় সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস কানেকশন এবং গ্যাস সিলিন্ডারের সুবিধা পেয়ে যাবেন:-
১. কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে ভারতের যেকোনো প্রান্তে বসবাসকারী আর্থিকভাবে অসহায় শ্রেণীর মহিলারা এই উজ্জ্বলা যোজনার জন্য আবেদন জানাতে পারবেন। তবে এই যোজনার আওতায় শুধুমাত্র মহিলারাই সুবিধা পাবেন, কোনো পুরুষ এই যোজনার সুবিধাতা পাবেন না।
২. যে সমস্ত মহিলার বয়স ১৮ বছর কিংবা তার তুলনায় বেশি তারাই উজ্জ্বলা যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানাতে পারবেন। ১৮ বছরের চেয়ে কমবয়সী কোনো যুবতী উজ্জ্বলা যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না।
৩. উজ্জ্বলা যোজনার আওতাধীন পরিবারগুলিতে অন্য কোন গ্যাস কানেকশন নেওয়া যাবে না। অর্থাৎ যে সমস্ত পরিবারগুলি এই প্রকল্পের আওতায় আবেদন জানাবেন তাদের একটি মাত্র গ্যাস কানেকশন থাকা আবশ্যক। অন্যদিকে যে সমস্ত পরিবারগুলিতে আগে থেকেই একটি গ্যাস কানেকশন রয়েছে তারা এই যোজনার কোনোরকম সুবিধা পাবেন না।
৪. ভারতে বসবাসকারী যে সমস্ত নাগরিকদের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র নেই তারাও এই উজ্জ্বলা যোজনার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
৫. যে সকল ব্যক্তিরা নিজেদের কাজের কারণে ভাড়া বাড়িতে বসবাস করেন অর্থাৎ যেসকল ব্যক্তিদের স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা আলাদা তারাও এই যোজনার আওতায় সম্পন্ন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য দ্রব্যগুলি পেয়ে যাবেন।
উজ্জ্বলা যোজনার আওতায় কি কি সুবিধা পাওয়া যাবে?
সমগ্র ভারতের আর্থিকভাবে অসহায় শ্রেণীর সাধারণ জনগণের সুবিধার খাতিরে উজ্জ্বলা যোজনার অধীনস্ত মহিলাদের প্রথম গ্যাস সিলিন্ডারটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে উজ্জ্বলা যোজনা সুবিধাভোগী মহিলাদের প্রথম সিলিন্ডারটি সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হয়ে থাকে। তবে শুধুমাত্র বিনামূলের গ্যাস সিলিন্ডার নয়, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী মহিলাদের ওভেন, পাইপ সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলিও সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। এর পাশাপাশি উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী নাগরিকরা এই যোজনার মাধ্যমে প্রত্যেক বছরে ১২ টি সিলিন্ডারের জন্য ২০০ টাকা করে ভর্তুকি পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে যদি বছরে ১২ টি সিলিন্ডারে বেশি সিলিন্ডার নেওয়া হয় তাহলেও শুধুমাত্র বারোটি সিলিন্ডারের জন্যই ভর্তুকি পাওয়া যাবে এর বাইরে যে সমস্ত অতিরিক্ত সিলিন্ডার গুলি নেওয়া হবে তার জন্য কোনোরকম ভর্তুকি দেওয়া হবে না, এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্যে।
আরও পড়ুন:- একই সাথে কতগুলো সরকারি এবং বেসরকারি স্কলারশিপে আবেদন করা সম্ভব?
উজ্জ্বলা যোজনার অধীনে কিভাবে নিজের নাম নথিভুক্ত করবেন?
বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় নাগরিকদের সুবিধার খাতিরে এমন এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে তারা বাড়িতে বসেই উজ্জ্বলা যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করার জন্য আবেদন জানাতে পারবেন। আজ্ঞে হ্যাঁ এখন আপনারা বাড়িতে বসেই অনলাইনের মারফত উজ্জ্বলা যোজনার আওতায় নিজেদের নামও অধিভুক্ত করতে পারবেন। তবে এর জন্য আপনাকে কতগুলো সহজ সরল ধাপ অনুসরণ করতে হবে। আর এই ধাপ গুলি হল:-
১. উজ্জ্বলা যোজনার আওতায় নিজের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে প্রথমেই উজ্জ্বলা যোজনা -এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.pmuy.gov.in/ -এ পৌঁছে যান।
২. এরপর উজ্জ্বলা যোজনার অফিশিয়াল ওয়েবসাইট -এর হোমপেইজে থাকা Apply for New Ujjwala 2.0 Connection অপশনটিতে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে যাতে আপনি ইন্ডেন, ভারত পেট্রোলিয়াম এবং এইচপি এই তিনটি অপশন দেখতে পাবেন।
৩. এক্ষেত্র আপনি আপনার সুবিধা অনুসারে যেকোনো একটি গ্যাস ডিস্ট্রিবিউটর বেছে নিন এবং Click here to apply অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে উল্লিখিত সমস্ত ডকুমেন্টগুলি সঠিকভাবে আপলোড করতে হবে।
অফলাইনের মাধ্যমে উজ্জ্বলা যোজনায় আবেদনের প্রক্রিয়া:-
শুধুমাত্র অনলাইন পোর্টালের মাধ্যমে নয় অফলাইনের মাধ্যমে আপনারা উজ্জ্বলা যোজনার আওতায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে যেতে হবে এবং সেখান থেকে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফ্রমটি সংগ্রহ করতে হবে। পরবর্তীতে ফর্মটি সঠিকভাবে পূরণ করে উল্লিখিত নথিপত্র সহকারে ওই গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে জমা দিতে হবে। এভাবেই আপনারা উজ্জ্বলা যোজনার আবেদন জানাতে পারবেন। ভারতীয় জনগণের সুবিধার্থে জানিয়ে রাখি যে, আপনি যে সমস্ত তথ্য ফর্ম টিতে প্রদান করবেন এবং যে সমস্ত নথি প্রদান করবেন তা উজ্জ্বলা যোজনার কর্তৃপক্ষের তরফে বিচার করা হবে এবং সমস্ত তথ্য ঠিক থাকলে আপনার আবেদন জমা নেয়া হবে। অর্থাৎ সমস্ত তথ্য ঠিক থাকলে আপনি উজ্জ্বলা যোজনার আওতায় সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র:-
১. আবেদনকারীর কেওয়াইসি।
২. রাজ্য সরকারের তরফে জারি করার রেশন কার্ড।
৩. আবেদনকারী এবং আবেদনকারীর পরিবারের অন্য সমস্ত সদস্যর আধার কার্ড।
৪. ঠিকানার প্রমাণপত্র।
৫. আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত ডিটেইলস।