নিজের মোবাইলের মাধ্যমে ঘরে বসে আবেদন করুন কাস্ট সার্টিফিকেটের জন্য। রইলো বিস্তারিত পদ্ধতি।
পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সমগ্র ভারতের পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর দরিদ্র জনগণকে অতিরিক্ত সুবিধা প্রদানের জন্য কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র কার্যকর করা হয়েছিল। যার কারণে পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী বিভিন্ন ধরনের প্রকল্প, স্কিম, স্কলারশিপ -এর সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নথিগুলির তালিকায় অন্যতম উল্লেখযোগ্য একটি নথি হল কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র। তবে এখানেই শেষ নয় যেকোনো সরকারি বা বেসরকারি ক্ষেত্রের কাজের প্রয়োজনে হোক অথবা নিজের সন্তানকে স্কুল-কলেজে ভর্তি করানোর ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট অবশ্য প্রয়োজনীয়। আর তাই বর্তমানে রাজ্য সরকারের তরফে এমন এক প্রক্রিয়া কার্যকর করা হয়েছে যার মাধ্যমে আপনারা বাড়িতে বসেই নিজের কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন।
কাস্ট সার্টিফিকেটের:-
একজন ব্যক্তি কোন জাতিভুক্ত এবং তিনি কোন কোন ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়ার দাবি রাখেন তা জানার জন্য কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি অনেক ক্ষেত্রেই বিভিন্ন ধরনের কোর্সে ভর্তির ক্ষেত্রে কিংবা স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে, এমনকি চাকরির ফর্ম পূরণের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়ার জন্য কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে। তবে সকলেই কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন এমনটা নয়। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের কাস্ট সার্টিফিকেটে আবেদনের ক্ষেত্রে যে সমস্ত শর্তগুলি আরোপ করা হয়েছে তা হলো:
১. আবেদনকারী ব্যক্তিকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। এর পাশাপাশি উক্ত ব্যক্তিকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. আবেদনকারী ব্যক্তি যে তপশিলি জাতি, তপশিলি উপজাতি অথবা ওবিসি সম্প্রদায়ভুক্ত তার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ থাকা আবশ্যক।
সুতরাং উপরোক্ত যোগ্যতা দুটি পূরণ করতে পারলেই আপনিও কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন।
কিভাবে আপনারা বাড়িতে বসে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন জানাবেন:-
১. বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কাস্ট সার্টিফিকেট বা SC/ ST/ OBC সার্টিফিকেটের জন্য আবেদনের ক্ষেত্রে আপনাকে প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের তরফে কার্যকরী Backward Classes Welfare Department এর অফিসিয়াল ওয়েবসাইট https://castcertificatewb.gov.in/ -এ যেতে হবে।
২. এরপর উপরোক্ত ওয়েবসাইটের হোম পেজের ডানদিকে APPLICANT অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে আপনাকে Apply For SC/ST/OBC অপশনটি নির্বাচন করে নিতে হবে।
৩. পরবর্তীতে আপনার সামনে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। এরপর ওই ফর্মে আপনাকে আপনার জেলা, সাব-ডিভিশন, মিউনিসিপালিটি অথবা ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং ওয়ার্ড সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে।
৪. তারপর আপনি SC অথবা ST কিংবা OBC কোন ধরনের সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে চাইছেন তা সঠিকভাবে নির্বাচন করে নিয়ে আপনার কাস্ট সঠিকভাবে নির্বাচন করতে হবে।
৫. উপরোক্ত তথ্যগুলি সঠিকভাবে প্রদান করার পর আপনাকে আপনার নাম, পিতার নাম, মোবাইল নম্বর এবং ইমেইল অ্যাড্রেস সঠিকভাবে লিখতে হবে। এরপর আপনাকে আপনার আধার নম্বর, ভোটার নম্বর, খাদ্য সাথী কার্ডের ক্যাটাগরি (এক্ষেত্রে আপনাকে AAY / PHH / SPHH / RKSY-I / RKSY-II / GEN ক্যাটাগরিগুলির মধ্যে থেকে আপনার খাদ্য সাথী কার্ডে উল্লিখিত ক্যাটাগরিটি নির্বাচন করে নিতে হবে) এবং খাদ্যসাথী নম্বর নির্ভুলভাবে লিখতে হবে।
৬. পরবর্তীতে আপনাকে আপনার জন্ম তারিখ, জন্মের স্থান, জেলা, থানা, গ্রাম অথবা শহর সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে এবং আপনার ঠিকানা সম্পর্কিত সমস্ত তথ্য লিখতে হবে। তারপর আপনি আপনার Nationality, gender এবং ধর্ম নির্বাচন করতে হবে।
৭. এরপর আপনার পরিবারের কারোর যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তবে Blood relation details অপশনের অধীনে থাকা YES অপশনটি নির্বাচন করুন এবং উক্ত ব্যক্তির নাম, সার্টিফিকেট নম্বর, সার্টিফিকেট ইস্যু হওয়ার তারিখ, আপনার সাথে উক্ত ব্যক্তির সম্পর্ক এবং Issuing Authority -এর বিষয়ে সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। তবে যদি পরিবারের কারোর কাস্ট সার্টিফিকেট না থাকে তবে Blood relation details এর আওতাধীন NO অপশনটি নির্বাচন করুন।
আরও পড়ুন:- আবেদন করুন যুবশ্রী প্রকল্পে এবং প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান সরাসরি ১৫০০ টাকা
৮. উপরোক্ত তথ্যগুলি সঠিকভাবে প্রদান করার পর আপনার এলাকার দুজন ব্যক্তির রেফারেন্স প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনি যে দুজন ব্যক্তির রেফারেন্স প্রদান করছেন Details of two(2) local referees অপশনের আওতায় তাদের নাম এবং ঠিকানা সঠিকভাবে লিখুন।
৯. সবশেষে আবেদনকারী কিংবা তার পরিবার অন্য কোনো রাজ্য থেকে স্থানান্তরিত হয়ে এসেছে কিনা তা সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে। এক্ষেত্রে আপনি যদি অন্য কোন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন তবে Whether the applicant or his family migrated from other State/Country? অপশনের অধীনে থাকা YES বাটনে ক্লিক করে আপনার মাইগ্রেশন সার্টিফিকেট -এর নম্বর সহ আপনার পূর্ব ঠিকানার সমস্ত ডিটেইলস সঠিকভাবে পূরণ করতে হবে। তবে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তবে এক্ষেত্রে থাকা NO অপশনটি নির্বাচন করুন।
১০. সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করা হলে ফর্মটির নীচে থাকা SAVE AND CONTINUE অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন আইডি নম্বর জেনারেট হয়ে যাবে। এটি ভবিষ্যতের প্রয়োজন হবে সুতরাং তা অবশ্যই কপি করে রাখুন।
১১. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার পিতা এবং মাতার পেশা সংক্রান্ত সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে এবং OK অপশনে ক্লিক করতে হবে।
১২. এরপর আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে যাতে আপনাকে আপনার পিতা ও মাতার বাৎসরিক আয়ের সমস্ত তথ্য প্রদান করতে হবে এবং নিচে থাকা Save and Continue বাটনে ক্লিক করতে হবে। তবে আবেদনকারীদের সুবিধার্থে জানিয়ে রাখি যে, শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট -এর জন্য আবেদনের ক্ষেত্রে এই পৃষ্ঠাটি পূরণ করতে হবে, তপশিলী জাতি এবং উপজাতির কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে এই পৃষ্ঠাটি পূরণ করার প্রয়োজন নেই।
১৩. সবশেষে আপনাকে ফর্ম পূরণের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে এবং SUBMIT অপশনে ক্লিক করার মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর আপনার সামনে আসা পেজটিতে থাকা অপশনগুলির মাধ্যমে আবেদনপত্র এবং Acknowledgement slip ডাউনলোড করে নিন।
১৪. এরপর আপনার আবেদনপত্রে সাক্ষর করে নিয়ে প্রয়োজনীয় নথি সহকারে বিডিও অফিসে জমা দিলেই কাস্ট সার্টিফিকেট -এর জন্য আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আবেদনকারীর বয়স ১৮ বছরের কম হলে তার অভিভাবক সাক্ষর করবেন।
আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো
আপনার যে আত্মীয়ের কাস্ট সার্টিফিকেট রয়েছে তার সার্টিফিকেটের জেরক্স কপি
আবেদনকারীর বয়সের প্রমাণপত্র
আবেদনকারীর আধার কার্ড
আবেদনকারীর স্থায়ী ঠিকানার প্রমাণপত্র