General Provident Fund – পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে বিরাট সুখবর। পুজোর আগেই চুপিসারে বিজ্ঞপ্তি প্রকাশ

GPF Calculator

পুজোর আর বেশি দেরি নেই। তার আগেই রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য General Provident Fund তথা জিপিএফ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal). পশ্চিমবঙ্গ অর্থ দফতরের তরফ থেকে সম্প্রতি জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড এর সুদের হার (GPF Interest rate Calculator) গণনার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এই নতুন নিয়ম চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। সরকারের এই নতুন সিদ্ধান্ত রাজ্যের কর্মীদের লাভ না ক্ষতির কারণ হবে, হিসাব সহকারে জেনে নিন।

General Provident Fund Rules

গত ১১ সেপ্টেম্বর অর্থ দফতরের (West Bengal Finance Department order) পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী, কর্মীরা তাদের অবসর গ্রহণের সময় বা চাকরি ছাড়ার সময় জিপিএফ বাবদ যে টাকা , তার সুদের হিসাব করার পদ্ধতিতে পরিবর্তন আসবে। আগে, যখন চূড়ান্ত পেমেন্ট করা হত, তখন GPF এর সুদের হিসাব নির্দিষ্ট পদ্ধতিতে করা হত। তবে এবার নতুন নিয়ম অনুযায়ী, শেষ মাস অবধি সুদ গণনা হবে। অর্থাৎ, যে কর্মচারী GPF থেকে টাকা তুলবেন, তাকে তার জমা টাকার উপর সর্বশেষ মাস পর্যন্ত সুদ দেওয়া হবে।

এছাড়াও, নতুন নিয়মে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আগের নিয়মে কর্মচারীর অবসরের দিন পর্যন্ত জমাকৃত টাকার উপরে সুদ পাওয়া যেত। এবং তার পর আর টাকা বাড়তো না। নতুন নিয়মে, যদি GPF Withdrawal পেমেন্ট করতে কিছু বিলম্ব হয়, যেমন ছয় মাস পর্যন্ত দেরি হয়, তাহলে বিলম্বিত সময়ের জন্যও সেই কর্মী তার জমা টাকার ওপর সুদ পাবেন। এটি কর্মীদের জন্য একটি উপকারী পরিবর্তন হিসেবে ধরা হচ্ছে।

উদাহরণ স্বরূপ বলা যায়, ধরা যাক, কোন কর্মীর অবসরের সময়ে ১০০ টাকা সুদ ও জমার মোট পরিমান থাকলে। আগের নিয়মে GPF এর টাকা পেতে ১ বছর সময় লাগলেও তিনি ১০০ টাকাই পেতেন। কিন্তু নতুন নিয়মে ১ বছরে ওই টাকা জমা থাকলে ওই বছরে GPF Interest Rate যা ঘোষণা হবে সেই হারে তিনি ওই ১০০ টাকার উপরে সুদ পাবেন। এছাড়া প্রতি ৩ মাস অন্তর একটি কোয়ার্টার ধরে সুদ দেওয়া হতো। এবার নতুন নিয়মে ৩ মাসের থেকে ১ মাস বেশি হলেও সেই ১ মাসের জন্য তিনি সুদ পাবেন। অর্থাৎ General Provident Fund এর টাকায় আগের চেয়ে এবার থেকে বেশি সুদ পাবেন।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে DA মামলার মাঝেই ১১ বছরের এরিয়ার পাবেন।

GPF Interest rate Calculator

বর্তমানে GPF এর সুদের হার ৭.১%। কেন্দ্রীয় সরকার এই হার নির্ধারণ করেছিল এবং সেই হারেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সুদ পাচ্ছেন। তবে এই সুদের হার অপরিবর্তিত থাকলেও, সুদ গণনার পদ্ধতিতে (GPF Calculator) পরিবর্তন আনা হয়েছে। ফলে কর্মীরা তাদের অবসরকালীন সঞ্চিত টাকার উপরে আরও সঠিক ও সুবিবেচিত সুদ পাবেন।

জানা যাচ্ছে, এই নতুন নিয়ম শুধুমাত্র GPF-এ সঞ্চিত টাকার জন্যই প্রযোজ্য হবে না, বরং শিক্ষক এবং শিক্ষাকর্মীরাও এই সুবিধা পাবেন। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের সঞ্চিত টাকার ওপর ভিত্তি করে ঋণ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তারা দুই ধরণের ঋণ (GPF Loan) নিতে পারবেন, যা তাদের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা এবং দৈনন্দিন খরচের জন্য সহায়ক হবে।

এছাড়াও, রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই GPF এর ব্যবস্থাপনা সম্পূর্ণ অনলাইনে করার কাজ সম্পন্ন হয়েছে। অর্থাৎ, সরকারি কর্মীরা এখন সহজেই অনলাইনে তাদের GPF এর তথ্য দেখতে এবং সুদ সংক্রান্ত বিবরণ পেতে পারবেন। এর ফলে তারা সহজেই তাদের সঞ্চিত টাকার সঠিক হিসাব রাখতে সক্ষম হবেন।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের পুজোর ছুটি নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার।

এই নতুন নিয়মের কারণে রাজ্য সরকারি কর্মীদের অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি পাবে এবং তারা নিজেদের সঞ্চিত টাকার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা পাবেন। অবসরকালীন কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বাড়াতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজ্য সরকারের এই উদ্যোগকে কর্মীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

আরও পড়ুন, আবার সরকারি কর্মীদের DA বাড়তে চলেছে! পুজোর আগেই ফাইনাল আপডেট

এই পরিবর্তনের ফলে, সরকারি কর্মীরা (Government Employees) যেমন অবসরকালীন সঞ্চিত টাকার সঠিক সুদ পাবেন, তেমনই বিলম্বিত পেমেন্টের ক্ষেত্রেও তারা সুদের সুবিধা পেতে পারবেন। এটি একটি ইতিবাচক পদক্ষেপ যা কর্মীদের আর্থিক নিরাপত্তা এবং সুদের হিসাবকে আরও স্বচ্ছ করবে। তাই কর্মচারীদের অবসরের সময় এই শেষ সম্বল (GPF Statement) পেতে আরো সুবিধা করে দিলো রাজ্য সরকার।

Related Articles

Back to top button