Dearness Allowance – এবার কেন্দ্রীয় মূল্যসুচক হারে DA পাবেন সরকারি কর্মীরা। পুজোর মাসেই কমপক্ষে ৮৬৪০ টাকা বাড়তি বেতন পাবেন

DA for Government Employees

পুজোর মাসেই সুখবর সরকারি কর্মীদের জন্য। কেন্দ্রীয় মূল্যসূচক তথা AICPI হারে Dearness Allowance বা মহার্ঘ ভাতা পেতে চলেছেন তারা। যার জেরে স্যালারি একাউন্টে এমাস থেকে প্রাপ্ত বেতনের সঙ্গে কমপক্ষে ৮৬৪০ টাকা করে বাড়তি বেতন পাবেন তারা। এমনিতেই উৎসবের আমেজ, সকলের মনে আনন্দ এখন। এর ওপর এরকম ঘোষণা শোনার পর স্বাভাবিকভাবেই তা দ্বিগুণ হতে চলেছে। কাদের জন্য এই সুখবর, বেসিক হিসাবে কত টাকা বেতন বাড়ছে, বিস্তারিত জেনে নিন।

Dearness Allowance Hike

ডিএ বৃদ্ধির সম্ভাবনা ও AICPI সূচক

এখন প্রশ্ন হচ্ছে, এবার মহার্ঘ ভাতা কতটা বাড়বে?
যদিও তা অনেকটাই পরিষ্কার হয়েছে AICPI সূচকের মাধ্যমে। জুন মাস থেকে AICPI সূচকে ১.৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, যা সরকারি কর্মচারীদের জন্য ৩-৪% ডিএ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এই বৃদ্ধির ফলে সরকারি কর্মীদের (Government Employees) আয় মাসিকভাবে বাড়বে। এর আগে জানুয়ারি মাসে ডিএ ৪ শতাংশ বাড়ানো হয়েছিল, যার ফলে জানুয়ারি মাস থেকে তা ৫০ শতাংশে পৌঁছেছে। সেপ্টেম্বরে আবার নতুন করে ডিএ বৃদ্ধি পাবে, যা জুলাই ২০২৪ থেকে কার্যকর হবে, বলে জানা গেছে।

কাদের জন্য এই ঘোষণা?

কেন্দ্রীয় সরকার প্রতি বছর দুবার তার কর্মচারীদের DA বৃদ্ধি করে। একটি জানুয়ারি মাসে এবং অপরটি জুলাই মাসে। এ বছর জানুয়ারি মাসের DA মার্চ মাসে দিয়েছিল কেন্দ্র। সেই সময়ে ৪ শতাংশ বাড়ে, যার পর মোট ডিএ ৫০ শতাংশে উন্নীত হয়। ঘোষণা মার্চ মাসে হলেও, জানুয়ারী থেকে সেই সুবিধা (Employee Benefits) এরিয়ার হিসাবে পাওয়ার কথা। সম্প্রতি জুলাই মাসের মহার্ঘ ভাতাটি অক্টোবরে দেওয়ার ঘোষণা করেছে সরকার। ফলে এবার তা ৫০ শতাংশের সীমা পার করতে চলেছে। এদিকে নিয়ম অনুযায়ী, ডিএ ৫০ শতাংশ পার হলে নতুন বেতন কমিশন গঠন করে সরকার। তাই এটি নিয়েও খানিকটা আশাবাদী এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, কারণ তা হলে তাদের বেতন একসঙ্গে অনেকটা বৃদ্ধি পাবে।

কত টাকা বেতন বাড়বে?

যদি ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কতটা বৃদ্ধি পাবে, তা নিয়ে বিশ্লেষণ করা হয়েছে। সপ্তম পে কমিশনের (7th Pay Commission) আওতায় যারা ১৮,০০০ টাকা মূল বেতন পান, তাদের মাসিক বেতন ৭২০ টাকা বৃদ্ধি পাবে, যার ফলে বছরে মোট ৮,৬৪০ টাকা বেশি বেতন পাবেন। যারা ২০,০০০ টাকা বেতন পান, তাদের ক্ষেত্রে বছরে ৯,৬০০ টাকা এবং যারা ৩০,০০০ টাকা বেতন পান, তারা বছরে ১৪,৪০০ টাকা বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।

পেনশনভোগীদের ও পেনশন বাড়ছে

কেন্দ্রীয় সরকারের এই ডিএ বৃদ্ধির সুবিধা শুধু সরকারি কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। পেনশনভোগীরাও DR হিসাবে এই সুবিধা পাবেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তথা পেনশন গ্রাহকদের DR (Dearness Relief) বৃদ্ধির ফলে তাদেরও মাসিক ও বার্ষিক আয় বাড়বে, যা পুজোর আগে তাদের জীবনে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বয়ে আনবে।

gamezop ad

অন্যান্য সুবিধা

মোদী সরকার শুধু ডিএ বৃদ্ধির ঘোষণা দিয়ে থেমে থাকছে না। সরকারি কর্মচারীদের রেয়াতযোগ্য ভাড়া, কম্যুটেশন সুবিধা, নতুন পে কমিশন গঠন এবং প্রবীণ নাগরিকদের (Senior Citizen) জন্য রেল ভাড়ায় ছাড় দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে। এর ফলে সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীরাও অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ।

তবে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা বৃদ্ধির আনন্দে আত্মহারা, তেমনি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কাছে তা হতাশার বিষয়। তারা কেন্দ্রীয় হারের মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এই বছর দু’বার ডিএ বৃদ্ধি হয়েছে। প্রথমে মার্চ মাসে ৪ শতাংশ এবং তারপর এপ্রিল মাসে আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। তবুও বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় সরকারের মতো ডিএ সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত।

এদিকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু কবে তা শেষ হয়ে AICPI হারে DA পাবেন, সেই অপেক্ষায় রয়েছেন প্রায় ৬ লাখ সরকারি কর্মী ও শিক্ষক শিক্ষিকারা। এই সংক্রান্ত আরো আপডেট পেতে এখানে ক্লিক করুন।

Related Articles

Back to top button