Holiday – পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত ছুটি বাতিল করলো নবান্ন। উপযুক্ত কারন ছাড়া কোনও ছুটি নয়

West Bengal Government Employees

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের (West Bengal Govt Employees) জন্য দুঃসংবাদ। আচমকা ছুটি বাতিলের (Holiday) নির্দেশিকা! সামনেই পুজো, লম্বা ছুটির আনন্দে মুখিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা। আর এইদিকে নবান্ন থেকে নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, আপাতত কোনো ছুটি (Holiday or Vacation) মিলবেনা। বরং অতিরিক্ত কাজ করতে হবে সকলকে। এই ঘোষণা স্বাভাবিকভাবেই হতাশ করেছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কিন্তু কি কারণে এই নির্দেশ? কাদের অতিরিক্ত কাজ করতে হবে? বিস্তারিত জেনে নিন।

Nabanna Cancelled Holiday for Govt Employees

আর জি কর মেডিকেল কলেজের (RG Kar Medical College) ঘটনার জেরে এক মাসেরও বেশি সময় ধরে উত্তাল হয়ে রয়েছে বাংলা। জুনিয়র ডাক্তাররা কলকাতায় প্রতিদিন বিক্ষোভে বসছেন এবং ডাক দিচ্ছেন ধর্মঘটের। এই পরিস্থিতিতে রাজ্যে তীব্র অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছে সরকার।

এদিকে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) কাছে এই ঘটনার মামলা বিচারাধীন রয়েছে। আদালতের নির্দেশ মতো এখন রাজ্য সরকারকে কোর্টে আরজি কর হাসপাতালের পরিস্থিতি সম্পর্কে সমস্ত প্রমাণ ও নথি, কতবার আলোচনা করা হয়েছে, কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং মুখ্যমন্ত্রী নিজে কী ভূমিকা নিয়েছেন তা সমস্ত তথ্য তুলে ধরতে হবে। তারপরেই শুনানি ঘোষণা করবে বলে জানিয়েছে কোর্ট।

সেই সঙ্গে জুনিয়র ডাক্তারদের দ্রুত কাজে ফেরানোর নির্দেশও দিয়েছিল কোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন, তবে বৈঠক ও আলোচনার পরেও কোনও এখন পর্যন্ত কার্যকর সমাধান বের হয়নি। মুখ্যমন্ত্রী নিজে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং নিজে ডাক্তার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু এর পরেও জট সম্পূর্ণ খোলেনি।

ছুটি বাতিল হলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ।

কাদের ছুটি বাতিল?

যাই হোক, গতকালের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে তথ্য ও নথি জমা দিতে রাজ্য সরকারকে। এখন কাজে অত্যন্ত ব্যস্ত থাকছেন রাজ্যের প্রশাসনিক কর্তা এবং অফিসাররা। সেই কারণে এই মুহূর্তে উপযুক্ত কারন ব্যাতীত তাদের কোনো ছুটি (Casual Leave) না নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন।

gamezop ad

নবান্ন সূত্রের খবর অনুযায়ী, মুখ্যসচিব মনোজ পন্থ এদিন বিভিন্ন দফতরের অফিসারদের নিয়ে একটি বৈঠক করেছেন। এই বৈঠকে, বিভিন্ন দফতরের কর্মকর্তাদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে যেন তারা অতিরিক্ত ছুটি না নেন। আর ইতিমধ্যে, কিছু দফতরের অফিসাররা করম পুজো ও বিশ্বকর্মা উপলক্ষ্যে ঘোষিত ছুটিতে উপস্থিত থেকে কাজ করেছেন। আর আর জি কর মামলার আবেহে এই নির্দেশ কতদনি থাকবে, সেই চিন্তায় রাজ্যের অধিনস্থ সরকারি কর্মীরা।

Related Articles

Back to top button