Ayushman Bharat – প্রবীণ নাগরিকদের বিনামূল্যে ৫ লাখ টাকার সুবিধা দিচ্ছে মোদী সরকার। এইভাবে আবেদন করুন
Ayushman Bharat Yojana
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আগেই দেশের গরীব মানুষদের জন্য চালু হয়েছিল ‘আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা’ (PMJAY Ayushman Bharat Yojana). এর (आयुष्मान भारत) আওতায় উপযুক্ত ব্যক্তিদের ৫ লাখ টাকা করে বিনামূল্যে চিকিৎসা সুবিধা দিত কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে এবং দিল্লি বাদে দেশের প্রায় সব রাজ্যেই আয়ুষ্মান যোজনার সুবিধা চালু ছিল। তবে চলতি সপ্তাহের বুধবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রী সভার একটি বৈঠকে এই যোজনার সুবিধায় কিছু বদল আনা হয়েছে। বলা হয়েছে এবার থেকে ৭০ বছরের উর্ধ্বে থাকা প্রবীণরাও জন আরোগ্য যোজনার টাকা পাবেন, যা আগে নিয়ম ছিল না। কেন্দ্র জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের ৬ কোটি প্রবীণ নাগরিক উপকৃত হবেন। তবে পশ্চিমবঙ্গে কি এই সুবিধা চালু হবে? সে ব্যাপারে কি বলেছে কেন্দ্র দেখে নেব।
Ayushman Bharat Yojana Registration
Ayushman Bharat Card Benefits
এই বৃহৎ ঘোষণার মূল লক্ষ্য ৪.৫ কোটি পরিবারের প্রায় ৬ কোটি প্রবীণ ব্যক্তিকে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা। আয়ুষ্মান যোজনার অধীনে পরিবার প্রতি ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়া হবে, যা দেশের সাধারণ প্রবীণ নাগরিকদের জন্য একটি বড় উপহার। এখন থেকে ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য এই সুবিধা পাওয়ার কোনো আয়ের সীমা থাকবে না। ফলে, তাদের আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে, প্রত্যেক প্রবীণ নাগরিক এই স্কিমের আওতায় স্বাস্থ্যসেবা পেতে সক্ষম হবেন।
২০১৭ সালে মোদী সরকার আয়ুষ্মান প্রকল্পটি চালু করেছিল জাতীয় স্বাস্থ্য নীতির অধীনে। সারা দেশের নির্দিষ্ট সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে এই স্কিমের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা প্রদান করা হয়। এই প্রকল্পের একটি বিশেষ সুবিধা হলো, হাসপাতালে ভর্তির ১০ দিন আগে ও পরে চিকিৎসার খরচও সরকারের পক্ষ থেকে বহন করা হয়। ফলে, এই প্রকল্পটি সাধারণ মানুষের চিকিৎসার খরচের চিন্তা কমিয়ে দিয়েছে।
মন্ত্রিসভার বৈঠকের পরে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, পশ্চিমবঙ্গ ও দিল্লি ছাড়া দেশের সকল রাজ্য এই প্রকল্প গ্রহণ করেছে। এই দুই রাজ্য ছাড়া দেশের বাকি রাজ্যগুলোতে আয়ুষ্মান ভারতের সুবিধা কার্যকরভাবে প্রয়োগ করা হয়েছে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একাউন্টে ঢুকল। খুশি বাংলার মা বোনেরা। যারা পাননি তারা কি করবেন?
প্রকল্পের চাহিদা ও অর্থনৈতিক দিক
প্রকল্পটির মোট ব্যয় ৩৪৩৭ কোটি টাকা ধরা হয়েছে, যা চাহিদার উপর নির্ভর করে বাড়ানো যেতে পারে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। তিনি আরও জানান, এটি একটি চাহিদা ভিত্তিক প্রকল্প, যেখানে প্রত্যেক প্রবীণ নাগরিক এই সুবিধা নিতে পারবেন।
আয়ুষ্মান ভারত কার্ডের অতিরিক্ত সুবিধা
যেসব প্রবীণ নাগরিকরা ইতোমধ্যে আয়ুষ্মান প্রকল্পের আওতাধীন পরিবারের অংশ, তারা প্রতি বছর অতিরিক্ত ৫ লক্ষ টাকা শেয়ার্ড টপ-আপ কভার পাবেন। অর্থাৎ, প্রবীণ ব্যক্তিরা ৫ লক্ষ টাকার বেশি সুবিধা পেতে পারবেন। প্রকল্পটি বাস্তবায়নের ফলে প্রবীণ নাগরিকদের চিকিৎসা খরচ নিয়ে উদ্বেগ অনেকটাই কমে আসবে।
Ayushman Bharat Card Apply online
এই প্রকল্পটি ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা দেশের হাসপাতালগুলিতে বিশেষভাবে প্রয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগটি প্রবীণ নাগরিকদের চিকিৎসা সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন, পার্ট টাইম কাজ করবেন? অবসরে উপরি ইনকাম করতে পারবেন।
আয়ুষ্মান ভারত কার্ড অনলাইনে আবেদন করুন
আয়ুষ্মান ভারত কার্ড অনলাইনে আবেদন করতে হলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এরপর নিজের মোবাইল নম্বর ও আধার কার্ড দিয়ে ভেরিফাই করে লগিন করতে হবে।
এরপর নিজের সমস্ত তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আপনি যোগ্য হলে আপনার নামে কার্ড ইস্যু হয়ে যাবে। এবং সেটা আপনি অনলাইনে ডাউনলোড করতে পারবেন।
বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার Ayushman Bharat Yojana এর সুবিধা গ্রহণ না করলেও ৭৫ বছরের বেশি সকল প্রবীন নাগরিক অনলাইনে এই সুবিধার জন্য আবেদন করতে পারেন। আর সেই নিয়মে পশ্চিমবঙ্গের প্রবিন নাগরিকেরাও অনলাইনে আবেদন করতে পারবেন। তাই বাড়ির বৃদ্ধ মা বাবা এবং দাদু দিদা দের জন্য এই প্রকল্প সত্যিই অনেক সুবিধা এনে দেবে।