সরকারের এই প্রকল্পে প্রতিমাসে পাবেন হাজার হাজার টাকা। কিভাবে পাবেন, নিয়ম কানুন জেনে নিন

Post Office Senior Citizen Scheme

চাকরিজীবী হোক বা না হোক, প্রত্যেকটা মানুষের জীবনে একটি প্রধান প্রশ্ন হল আগামী দিনে কিভাবে সংসার চলবে। অবসরের পর জীবন কিভাবে কাটবে এটাই যেন এখন বড় প্রশ্ন। তাই ভবিষ্যতে জীবনের কথা চিন্তা করে এমন কিছু ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করতে হবে, যেখানে মাস গেলে ভালো পরিমাণে টাকা রিটার্ন হিসেবে পাবেন৷ ক্ষুদ্র বা ছোট সঞ্চয় প্রকল্পে একবার বিনিয়োগ করে মাস গেলে নিশ্চিত রোজগারের সুযোগ মিলছে এবার।

Post office senior citizen scheme interest rates

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন স্কিম

অবসরের জন্য যদি চিন্তাভাবনা করেই থাকেন তাহলে এমন কিছু প্রকল্প রয়েছে যেখানে বিনিয়োগ করা আবশ্যিক। পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম গুলির মধ্যে অন্যতম হল সিনিয়র সিটিজেন স্কিম (Post office Senior Citizen Scheme). এই ক্ষুদ্র সঞ্চয়ের বিনিয়োগ করলে মাসে ২০,০০০ টাকা করে আয়ের সুযোগ প্রবীণ নাগরিকদের। এই যোজনায় ৮.২% সুদ দেয় কেন্দ্র।  ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরাও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন অনায়াসেই।

নতুন পেনশন প্রকল্পে কতটা লাভবান হবেন সরকারি কর্মী ও পেনশন গ্রাহকেরা?

বিনিয়োগের পরিমান

ইতিপূর্বে সর্বাধিক ১৫ লক্ষ টাকা জমানো যেত পোস্ট অফিসের এই সিনিয়র সিটিজেন স্কিমে। তবে বর্তমানে সর্বাধিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত জমাতে পারবেন আপনি। এবার হিসেব কষে দেখে নেওয়া যাক, কুড়ি হাজার টাকা মাসে কিভাবে পাওয়া যাবে। কোন বিনিয়োগকারী যদি এককালীন ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে প্রতিবছর সুদ মিলবে ২ লাখ ৪৬ হাজার টাকা। এই টাকা প্রতি মাস অনুযায়ী হিসেব করলে দেখতে পাওয়া যাবে প্রতি মাসে ২০ হাজার ৫০০ টাকা করে হয়।

যেসব ব্যক্তিরা স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন, যাদের বয়স ৫৫ থেকে ৬০ বছর তারাও চাইলে একাউন্ট খুলতে পারেন৷ তবে তার জন্য নিকটবর্তী পোস্ট অফিসে (Post Office) গিয়ে বিশদে জেনে নিতে হবে এই প্রকল্পের (Senior Citizen Scheme) সম্বন্ধে। এই যোজনায় যে পরিমাণ আয় হবে তার থেকেই দিতে হবে আয়কর। এই যোজনায় সুদের টাকা ৫০ হাজার হলেই দিতে হবে। যদিও 15G/15H ফর্ম ফিলাপ করলে TDS কাটার কোন সম্ভাবনা থাকবে না।

Post office Senior Citizen Savings Scheme সংক্রান্ত বিশদ তথ্যের জন্য নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন। এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটেও নির্দেশনা পেয়ে যাবেন। অর্থনীতি ও বিভিন্ন প্রয়োজনীয় আপডেট পেতে বাংলা একাডেমী ফলো করুন।

gamezop ad

Related Articles

Back to top button