eSanjeevani: এবার থেকে বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে মিলবে চিকিৎসকের পরামর্শ।

এই ২১ শতকের দোরগোড়াতে দাঁড়িয়েও সমগ্র ভারতব্যাপী এমন বহু মানুষ রয়েছেন যারা এখনও পর্যন্ত দারিদ্র সীমার নিচে রয়েছেন। আর দেশের এই সমস্ত দরিদ্র, অসহায় জনগণের খাদ্য, বাসস্থান এবং স্বাস্থ্যের সুরক্ষার খাতিরে ভারত সরকারের তরফে বরাবরই নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। আর এবারে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে সাধারণ জনগণের সুবিধার দিকটি মাথায় রেখে এমন এক বিশেষ ব্যবস্থা কার্যকর করা হয়েছে যার মাধ্যমে সমগ্র ভারতের অসুস্থ সাধারণ জনগণ বাড়িতে বসেই যেকোনো ডাক্তারকে কনসাল্ট করতে পারবেন। আর এক্ষেত্রে মূল যে বিষয়টি সমগ্র ভারতের সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে তা হল, এই পরিষেবার মাধ্যমে সাধারণ জনগণ সম্পূর্ণ বিনামূল্যে যেকোনো নামকরা চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন।

নতুন বছরের শুরুতেই বাড়তে চলেছে ডিএ। জানিয়ে দিল সরকার।

আজ্ঞে হ্যাঁ, ভারত সরকারের তরফে সাধারণ জনগণের সুবিধার দিকটি মাথায় রেখে ই সঞ্জীবনী ওপিডি নামক এক বিশেষ পোর্টাল কার্যকর করা হয়েছে, যার মাধ্যমে ভারতীয় নাগরিকরা বাড়িতে বসেই সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র ভিডিও কলের মাধ্যমে যেকোনো চিকিৎসকের পরামর্শ পেয়ে যাবেন। এক্ষেত্রে ডাক্তারকে কোনোরূপ ফি দিতেও হবে না, আবার অসুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে লম্বা লাইনেও দাঁড়াতে হবে না। এই পোর্টালের মাধ্যমে যেকোনো চিকিৎসককে নিজের রোগের কথা জানালে তিনি রোগ সম্পর্কে প্রশ্ন করবেন, বুঝবেন এবং পরবর্তীতে প্রেসক্রিপশন লিখে দেবেন ও পরামর্শ দেবেন। ডাক্তারের লিখে দেওয়া প্রেসক্রিপশন -এর মাধ্যমে রোগীরা যেকোনো ওষুধের দোকান থেকে ওষুধগুলি সংগ্রহ করতে পারবেন। শুধু তাই নয়, এই প্রেসক্রিপশনের মাধ্যমে যেকোনো সরকারি হাসপাতাল থেকেও ওষুধ সংগ্রহ করা যাবে বলেই জানানো হয়েছে ভারত সরকারের তরফে।

কেন্দ্র সরকারের তরফে এই বিশেষ পদক্ষেপ কার্যকর করার পর থেকে মূল যে বিষয়টি নিয়ে বারংবার প্রশ্ন উঠছে তা হল কিভাবে এই ই সঞ্জীবনী ওপিডি পোর্টালের মাধ্যমে নিজের অ্যাপয়েন্টমেন্ট বুক করা সম্ভব। আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে আপনি আপনার বাড়িতে বসে নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে ই সঞ্জীবনী ওপিডি পোর্টাল মারফত আপনার পছন্দসই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যে পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে তা হল:-

১. প্রথমেই আপনাকে ভারত সরকারের তরফে কার্যকরী ই সঞ্জীবনী ওপিডি পোর্টাল https://esanjeevani.mohfw.gov.in/ -এ পৌঁছে যেতে হবে।

২. এরপর হোম পেজের একেবারে উপরের দিকে থাকা Patient অপশনে ক্লিক করুন। পরবর্তীতে Register অপশনে ক্লিক করুন এবং আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখে Get OTP অপশনে ক্লিক করুন।

৩. পরবর্তীতে আপনার মোবাইল ফোনে আসা OTP টি সঠিক স্থানে সঠিকভাবে লিখুন এবং SUBMIT OTP অপশনে ক্লিক করুন।

৪. এরপর আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, জেন্ডার, ঠিকানা সঠিকভাবে লিখে Save অপশনে ক্লিক করুন, উপরোক্ত অপশনে ক্লিক করলেই Registration -এর প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

রেশন কার্ড নিয়ে জারি হলো নতুন নিয়ম। আপনার রেশন কার্ড থাকলে এখনই জেনে নিন।

৫. Registration -এর প্রক্রিয়াটি সম্পন্ন করার পর আপনাকে Login অপশনে ক্লিক করতে হবে এবং নিজের মোবাইল নম্বরটি পুনরায় লিখে OTP -এর মাধ্যমে Login-এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

৬. পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Consult Now অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে নিজের রোগ সহ প্রয়োজনে অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করুন তাহলেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং-এর প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

সুতরাং, আপনিও যদি কোনোরকম ঝামেলা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে যেকোনো ডাক্তারের পরামর্শ পেতে চান তবে আজই কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী ই সঞ্জীবনী ওপিডি পোর্টাল-এর মাধ্যমে নিজের এপয়েন্টমেন্ট বুক করুন।

Back to top button